চর আলগী ইউনিয়ন, গফরগাঁও

স্থানাঙ্ক: ২৪°২৫′২″ উত্তর ৯০°৩২′৪৪″ পূর্ব / ২৪.৪১৭২২° উত্তর ৯০.৫৪৫৫৬° পূর্ব / 24.41722; 90.54556
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চর আলগী ইউনিয়ন
ইউনিয়ন
৩নং চর আলগী ইউনিয়ন পরিষদ
চর আলগী ইউনিয়ন ময়মনসিংহ বিভাগ-এ অবস্থিত
চর আলগী ইউনিয়ন
চর আলগী ইউনিয়ন
চর আলগী ইউনিয়ন বাংলাদেশ-এ অবস্থিত
চর আলগী ইউনিয়ন
চর আলগী ইউনিয়ন
বাংলাদেশে চর আলগী ইউনিয়ন, গফরগাঁওয়ের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°২৫′২″ উত্তর ৯০°৩২′৪৪″ পূর্ব / ২৪.৪১৭২২° উত্তর ৯০.৫৪৫৫৬° পূর্ব / 24.41722; 90.54556 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগময়মনসিংহ বিভাগ
জেলাময়মনসিংহ জেলা
উপজেলাগফরগাঁও উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানমাসুদুজ্জামান মাসুদ
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

চর আলগী ইউনিয়ন বাংলাদেশের ময়মনসিংহ জেলায় অবস্থিত একটি প্রশাসনিক অঞ্চল।[১][২]

অবস্থান[সম্পাদনা]

চর আলগী ইউনিয়ন ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার অন্তর্গত একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন। ভৌগোলিক ভাবে এটি গফরগাঁও উপজেলা স্বতন্ত্র ইউনিয়ন । এটির চারদিক পুরাতন ব্রহ্মপুুত্র দ্বারা বেষ্টিত, উত্তরে ত্রিশালের বালিপাড়া ইউনিয়ন ও নান্দাইলের বেতাগৈর ইউনিয়ন। দক্ষিণে গফরগাঁও উপজেলার গফরগাঁও ও পাঁচ বাগ ইউনিয়ন। পশ্চিমে গফরগাঁও উপজেলার রসুুুলপুর বারবাড়িয়া ও সালটিয়া ইউনিয়ন। পূূর্বে নান্দাইলের বেতাগৈর ও খারুুুয়া ইউনিয়ন ।এবং হোসেনপুর উপজেলার জিনারী ও সিদলা ইউনিয়ন ।

যোগাযোগ[সম্পাদনা]

আয়তন[সম্পাদনা]

ইতিহাস[সম্পাদনা]

ইউনিয়নে অবস্থিত চরমছলন্দ গ্রামটি নিয়ে একটি ইতিহাস আছে, বার ভূঁইয়াদের একজন শাসক এই এলাকা শাসন করতেন যার নাম ছিল মস-নদ-ঈ-আলী, খান । সাধারণ জনগণ তাকে মসলান্দালী বলে ডাকত । ধারণা করা হয় মসলন্দালী থেকে চরমছলন্দ নামকরণ হয়েছে। এই ইউনিয়নে বিশেষ ধরনের বিশাল সাইজের বেগুন জন্মাতো এক সময়, যা লাফা বেগুন নামে পরিচিত ছিল । কালের বিবর্তনে তা আজ হারাতে বসেছে। এখনো এই ইউনিয়নটি সবজি ইউনিয়ন নামে পরিচিত। মাটি পলি-দোঁআশ হওয়ায় এই মাটিতে ধান, গম,ছাড়াও নানা প্রকার সবজি যেমন,শিম,মূলা,লাউ,কাচামরিচ,শশা,ঝিঙ্গা,আলু,পটল পেপে সহ অনেক কিছু। সামাজিক বনায়নের মধ্যে দেখা যায় কাঁঠাল,বাঁশ,আম,মহগনি সহ বেশ কিছু গাছের উপস্থিতি।

জনসংখ্যা[সম্পাদনা]

প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]

==শিক্ষা ব্যবস্থা== মেয়েদের জন্য চরমছলন্দ বালিকা উচ্চ বিদ্যালয়। ছেলেদের জন্য চরমছলন্দ মুসলিম উচ্চ বিদ্যালয়। কাচারি পাড়া হাফিজিয়া মাদ্রাসা,

হাট-বাজার[সম্পাদনা]

চর আলগী ইউনিয়নে উল্লেখযোগ্য সাপ্তাহিক বাজারগুলোর মধ্য আছে, কাচারি পারা বাজার(বড়ই তলা), চরমছলন্দ কাচারী বাজার, শেখ রাসেল একতা বাজার(পাগলার মোর), উত্তর নয়াপাড়া ঐক্য বাজার, বালুয়াকান্দা সৈনিক মোড় ইত্যাদি।

জনপ্রতিনিধি[সম্পাদনা]

ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ মাসুদুজ্জামান মাসুদ

ধর্মীয় উপাসনালয়[সম্পাদনা]

দর্শনীয় স্থান[সম্পাদনা]

উল্লেখযোগ্য ব্যক্তি[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "চর আলগী ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। 
  2. "গফরগাঁও উপজেলা"বাংলাপিডিয়া। ২৯ জানুয়ারি ২০১৫। ২৭ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২০