স্বদেশী ইউনিয়ন
স্বদেশী ইউনিয়ন বাংলাদেশের ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার একটি ইউনিয়ন।[১]
স্বদেশী ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ময়মনসিংহ বিভাগ |
জেলা | ময়মনসিংহ জেলা |
উপজেলা | হালুয়াঘাট উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | জিহাদ সিদ্দিকী ইরাদ (আওয়ামী লীগ) |
আয়তন | |
• মোট | ৭.৮১ বর্গকিমি (৩.০২ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২৪,৮৫১ |
• জনঘনত্ব | ৩,২০০/বর্গকিমি (৮,২০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৮৯.৪৮% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থান ও সীমানা[সম্পাদনা]
হালুয়াঘাট উপজেলার মধ্যভাগে স্বদেশী ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৪ কিলোমিটার। এ ইউনিয়নের ধারা ইউনিয়ন, আমতৈল ইউনিয়ন, পূর্বে বিলডোরা ইউনিয়ন এবং নড়াইল ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]
স্বদেশী ইউনিয়ন হালুয়াঘাট উপজেলা আওতাধীন ১২ নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম হালুয়াঘাট থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ময়মনসিংহ -১ এর অংশ। এ ইউনিয়নের ওয়ার্ড এবং গ্রামগুলো হল:
- মাছাইল (১নং ওয়ার্ড)
- হরিরামপুর বাউসা (২নং ওয়ার্ড)
- হাঁপানিয়া (৩নং ওয়ার্ড)
- উত্তর ইটাখোলা (৪নং ওয়ার্ড)
- উত্তর সুদর্শনখিলা (৫নং ওয়ার্ড)
- দক্ষিণ ইটাখোলা (৬নং ওয়ার্ড)
- স্বদেশী (৭নং ওয়ার্ড)
- গাজীপুর (৮নং ওয়ার্ড)
- নাশুল্ল্যা (৯নং ওয়ার্ড)
নদ-নদী[সম্পাদনা]
- রামখালী নদী
- কংশ নদী
- ঘোড়াঁমারা ডোবা
শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]
স্বদেশী ইউনিয়নের সাক্ষরতার হার ৮৯.৪৯%। এ ইউনিয়নে ২ টি মাধ্যমিক বিদ্যালয়, ১০ টি মাদ্রাসা ও ৯ টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]
- ঘাশী গাও দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়
- বাউসা সর: প্রাথমিক বিদ্যালয়
- স্বদেশী এ.এইচ.এস উচ্চ বিদ্যালয়
- মাছাইল সর: প্রাথমিক বিদ্যালয়
- হাঁপানিয়া সর: প্রাথমিক বিদ্যালয়
- কৃষ্টপুর সর: প্রাথমিক বিদ্যালয়
- বাউসি সর: প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব স্বদেশী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রামখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
কমিউনিটি ক্লিনিক[সম্পাদনা]
স্বদেশী ইউনিয়নে ৩টি কমিউনিটি ক্লিনিক রয়েছে যেগুলো বাউসা, স্বদেশী, মাছাইল গ্রামে অবস্থিত।
যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]
স্বদেশী ইউনিয়নে যোগাযোগের অনেকগুলো সড়ক রয়েছে তার মধ্য প্রধান সড়ক হচ্ছে ফুলপুর-হালুয়াঘাট মহাসড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম টেম্পু, অটোরিকশা, মোটরসাইকেল ।
ধর্মীয় উপাসনালয়[সম্পাদনা]
স্বদেশী ইউনিয়নে ১৯টি মসজিদ ও ৫টি মন্দির এবং ১টি গীর্জা রয়েছে।
মাজার
- শেখ নবু ফকিরের মাজার (বাউসা)
- মাওলানা আব্দুক গফুরের মাজার (বোয়ালযানা)
- শাহ্ পুকন উদ্দিন মুন্সী (রঃ) মাজার, রওজাবাড়ী(মাছাইল,টংগীরঘাট)
উল্লেখযোগ্য ব্যক্তি[সম্পাদনা]
জনপ্রতিনিধি[সম্পাদনা]
- জিহাদ সিদ্দিকী ইরাদ-বর্তমান চেয়ারম্যান
- সন্মানিত ব্যক্তিবর্গ
- মোনায়েম আলম খোকন তালুকদার
- আব্দুল হাই
- শামসুল তালুকদার
- আকবর আলী
- জান মোহাম্মদ কামাল (সাবেক সংসদ সদস্য)
- আলতাফ হোসেন তালুকদার
- মোঃ কফিল উদ্দিন
- দেলোয়ার হোসেন শাহেনশাহ
দর্শনীয় স্থান[সম্পাদনা]
- সিংরা বিল
- কংশ নদী
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "স্বদেশী ইউনিয়ন"। swadeshiup.mymensingh.gov.bd। সংগ্রহের তারিখ ২০২০-০৪-০৬।
![]() |
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |