ধারা ইউনিয়ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ধারা
ইউনিয়ন
দেশবাংলাদেশ
বিভাগময়মনসিংহ বিভাগ
জেলাময়মনসিংহ জেলা
উপজেলাহালুয়াঘাট উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)

ধারা ইউনিয়ন বাংলাদেশের ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার একটি ইউনিয়ন।[১]

আয়তন[সম্পাদনা]

ধারা ইউনিয়নের আয়তন ৮,৮৪৮ একর (৩৫.৮১ বর্গ কিলোমিটার)।

জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ধারা ইউনিয়নের মোট জনসংখ্যা ৩৪,১২১ জন। এর মধ্যে পুরুষ ১৭,২৬৫ জন এবং মহিলা ১৬,৮৫৬ জন। মোট পরিবার ৬,৮১০টি।

অবস্থান ও সীমানা[সম্পাদনা]

হালুয়াঘাট উপজেলার দক্ষিণাংশে ধারা ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৩ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে হালুয়াঘাট ইউনিয়ন, জুগলি ইউনিয়ন, পশ্চিমে ধুরাইল ইউনিয়ন, দক্ষিণে আমতৈল ইউনিয়ন ও কৈচাপুর ইউনিয়ন এবং পূর্বে স্বদেশী ইউনিয়ননড়াইল ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]

ধারা ইউনিয়ন হালুয়াঘাট উপজেলার আওতাধীন ০৯নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম হালুয়াঘাট থানার আওতাধীন। বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি জাতীয় সংসদের ১৪৬নং আসন। । এটি ৫টি মৌজায় বিভক্ত।

শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ধারা ইউনিয়নের সাক্ষরতার হার ৪০.৮%।

শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]

টিকুরিয়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয় নুরূল হূদা কওমি মহিলা মাদরাসা। এছাড়াও এই ইউনিয়নে এখন বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ রয়েছে।

যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]

পাকা রাস্তা ১০ কি: মি, কাঁচা রাস্তা ৩০ কি: মি:। প্রধান যোগাযোগ ব্যবস্থা অটো রিক্সা, সিএনজি চালিত যানবাহন। এছাড়াও বাস চলাচল করে।

খাল ও নদী[সম্পাদনা]

  • কংশ(মৃত)

হাট-বাজার[সম্পাদনা]

ধারা বাজার হচ্ছে এই ইউনিয়ন এর প্রধান হাট এবং আশেপাশের ইউনিয়নের লোকজন এই বাজারে কেনা বেচা করতে আসে। এই বাজারে একটি বিশাল পশুর হাট রয়েছে।

জনপ্রতিনিধি[সম্পাদনা]

  • তোফায়েল আহমেদ বিপ্লব-বর্তমান চেয়ারম্যান

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ধারা ইউনিয়ন"dharaup.mymensingh.gov.bd। সংগ্রহের তারিখ ২০২০-০৪-০৬