শাকুয়াই ইউনিয়ন
শাকুয়াই | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে শাকুয়াই ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৫°৭′২০″ উত্তর ৯০°২০′৫৭″ পূর্ব / ২৫.১২২২২° উত্তর ৯০.৩৪৯১৭° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ময়মনসিংহ বিভাগ |
জেলা | ময়মনসিংহ জেলা |
উপজেলা | হালুয়াঘাট উপজেলা ![]() |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
শাকুয়াই ইউনিয়ন বাংলাদেশের ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[১][২]
অবস্থান ও সীমানা[সম্পাদনা]
ইউনিয়নের সিমানা - পূর্বে ফুলপুর উপজেলা, পশ্চিমে স্বদেশী ইউনিয়ন, উওরে বিলডোরা ইউনিয়ন, দক্ষিণে ফুলপুর উপজেলা।
যোগাযোগ ব্যবস্থাঃ পাকা সড়ক (বাস, টেম্পু, জিপ, মটর সাইকেল)
ইতিহাস[সম্পাদনা]
ইউনিয়ন স্থাপন কাল - ১৯৬১ ।
প্রশাসনিক এলাকা[সম্পাদনা]
শাকুয়াই ইউনিয়ন হালুয়াঘাট উপজেলা আওতাধীন ৭ নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম হালুয়াঘাট উপজেলার আওতাধীন। এটি জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ময়মনসিংহ -১ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
০১ | বন্দকোনা, পূবাইল, ঔটিপাড়া, আসামপাড়া, খালপাড়, শাকুয়াই বাজার,শাকুয়াই বাড়ইপাড়া৷ |
০২ | রামনাথপুর, বাগিশপুর, আমোয়াপাড়া, বন্দেরপাড়া ঘোনাপাড়া, কুল্লাতলী৷ |
০৩ | কৃষ্ণনগর,গুবুদিয়ারপাড়৷ |
০৪ | জৈনাটি, বাড়িয়াকান্দা, মাইজপাড়া, বাঁশতৈল৷ |
০৫ | পূর্ব শাকনাইট, পশ্চিম শাকনাইট, চাতলিয়ার পাড়৷ |
০৬ | পিকা, বনোয়াপাড়া, বাস্তারকান্দা,সলংগার পাড়, চাকুয়ার পাড়৷ |
০৭ | সাতাইশ কাহনিয়া, রায়বাদ, কাউচিয়া৷ |
০৮ | ফনিয়া, বালিজুরী৷ |
০৯ | ভাট্রা নয়াপাড়া, বাড়ইপাড়া |
আয়তন ও জনসংখ্যা[সম্পাদনা]
আয়তন - ১২.৮ বর্গকিলোমিটার
লোকসংখ্যা - ২১,১৪৬ জন
শিক্ষা[সম্পাদনা]
শিক্ষার হার : ৯০%
শিক্ষা প্রতিষ্ঠান:
সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫টি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ৩টি, বেসরকারি মাদ্রাসা ৫টি,
বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ২টি।
১। শাকুয়াই বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ।
২। শাকনাইট এম এম উচ্চ বিদ্যালয়।
দর্শনীয় স্থান[সম্পাদনা]
কংশ নদী, কাতুবাবুর খেলার মাঠ, সোনাই বিল, ১৯৪১ সালে প্রতিষ্ঠিত শাকুয়াই স্কুল ইত্যাদি।
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব[সম্পাদনা]
জনপ্রতিনিধি[সম্পাদনা]
বর্তমান চেয়ারম্যান- ইঞ্জিনিয়ার ইউনুস আলী খান
ক্রমিক | নাম | মেয়াদ |
---|---|---|
০১ | মোঃ জয়নাল আবেদীন | ১৯৭৪-১৯৭৬ |
০২ | মোঃ আব্দুর রহিম খান | ১৯৭৭-১৯৮৪ |
০৩ | মোঃ আরব আলী সিদ্দিকী | ১৯৮৪-১৯৮৮ |
০৪ | মোঃ নাজিম উদ্দিন | ১৯৮৮-১৯৯২ |
০৫ | মোঃ নাজিম উদ্দিন | ১৯৯২-১৯৯৮ |
০৬ | মোঃ আরব আলী সিদ্দিকী | ১৯৯৮-২০০৩ |
০৭ | মোঃ নাজিম উদ্দিন | ২০০৩-২০১১ |
০৮ | মোঃ নাজিম উদ্দিন | ২০১১-২০১৬ |
০৯ | মোঃ নাজিম উদ্দিন | ২০১৬-২০২১ |
১০ | ইঞ্জিনিয়ার ইউনুস আলী খান | ২০২১-বর্তমান |
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "শাকুয়াই ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৭ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০২০।
- ↑ "হালুয়াঘাট উপজেলা"। বাংলাপিডিয়া। ২৯ জানুয়ারি ২০১৫। ৮ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০২০।
![]() |
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |