বিষয়বস্তুতে চলুন

পাঁচবাগ ইউনিয়ন

স্থানাঙ্ক: ২৪°২৫′২″ উত্তর ৯০°৩২′৪৪″ পূর্ব / ২৪.৪১৭২২° উত্তর ৯০.৫৪৫৫৬° পূর্ব / 24.41722; 90.54556
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পাঁচবাগ
ইউনিয়ন
৯নং পাঁচবাগ ইউনিয়ন পরিষদ
পাঁচবাগ ময়মনসিংহ বিভাগ-এ অবস্থিত
পাঁচবাগ
পাঁচবাগ
পাঁচবাগ বাংলাদেশ-এ অবস্থিত
পাঁচবাগ
পাঁচবাগ
বাংলাদেশে পাঁচবাগ ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°২৫′২″ উত্তর ৯০°৩২′৪৪″ পূর্ব / ২৪.৪১৭২২° উত্তর ৯০.৫৪৫৫৬° পূর্ব / 24.41722; 90.54556 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগময়মনসিংহ বিভাগ
জেলাময়মনসিংহ জেলা
উপজেলাগফরগাঁও উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

পাঁচবাগ ইউনিয়ন বাংলাদেশের ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন[][]

এক নজরে পাঁচবাগ ইউনিয়ন

[সম্পাদনা]

ইউনিয়নের নাম “পাঁচবাগ” ১৯৩৬ সালে গঠনকালে রাখা হয়; এটি প্রতিষ্ঠিত হয় মাওলানা শামছুল হুদা পাঁচবাগী (রহঃ)-এর সম্মানে, যিনি এখানে মুসলিম লীগের বিরুদ্ধে ব্রিটিশ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন ।গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন একটি ইউনিয়ন।


---

📌 মাওলানা শামছুল হুদা পাঁচবাগী (রহঃ)

১৯৩৭–১৯৫৪: আইনসভা সদস্য ও সংগঠক; "ইমারত পার্টি"র প্রতিষ্ঠাতা ।

ব্রিটিশ-ভারত ও পাকিস্তান প্রতিরোধে তার অগ্রণী ভূমিকা ছিল ব্যাপক, হাজারাধিক মামলা মোকাবিলাও করেন ।

তাঁর স্মৃতিতে পরিচালিত ধর্মীয় ও রাজনৈতিক কার্যক্রম এখনো স্থানীয়দের কাছে গুরুত্ব বহন করে।


---

📌ঐতিহাসিক ও ধর্মীয় স্থান

পাঁচবাগ জামে মসজিদ (১৯২১): মৌলভী রেয়াজ উদ্দিন সাহেব প্রতিষ্ঠিত করেন; মসজিদের পাশে মাওলানা শামছুল হুদা’র সমাধি ও রওজা শরীফ রয়েছে ।

মসজিদটির স্থাপত্যে আছে তিন ওষ্ঠব বিশিষ্ট গম্ভুজ, সুন্দর কলসি ও পদ্মপাপড়ি অলঙ্করণ ।


---

📌প্রশাসনিক ও জনসংখ্যাগত তথ্য

আয়তন: প্রায় ২৯.৩১ বর্গ কিলোমিটার; জনসংখ্যা (২০১১): প্রায় ৩০,২৮৮ জন ।

মৌজা সংখ্যা: ৫টি, গ্রামের সংখ্যা: ১৯টি; ইউনিয়নে ৬টি হাট‑বাজার, ৮টি সরকারি/৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, ৭টি উচ্চ বিদ্যালয় ও ৪টি মাদ্রাসা আছে ।


---

📌মুক্তিযুদ্ধ ও স্থানীয় ভূমিকা

১৭ এপ্রিল ১৯৭১-তে গফরগাঁওয়ের চাক্কায় পাকবাহিনীর বোমা হামলায় বহু হতাহত; পরে পাঁচবাগের শান্তিকমিটির চেয়ারম্যান ছিলেন মাওলানা শামছুল হুদা ।

স্থানীয় মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে পাকবাহিনী ও রাজাকারদের অপপ্রচারে পাঁচবাগ গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। ---

📌 শিক্ষা ও সংস্কৃতি

মাওলানা রেয়াজ উদ্দিনের প্রতিষ্ঠিত মাদ্রাসা (১৯২১) এবং মসজিদ ঐতিহ্যগত ও শিক্ষা কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে ।

ইউনিয়নের শিক্ষা হার ২০১১ সালে প্রায় ৫৭% ছিল ।


---

📌 মূলভাব

পাঁচবাগ ইউনিয়ন গড়ে ওঠেছে রাজনৈতিক-ঐতিহাসিক আন্দোলনের ভিত্তিতে। নামকরণ হয়েছে বিখ্যাত আন্দোলনকারী মাওলানা শামছুল হুদা পাঁচবাগীর নামে। এটি ঐতিহ্যবাহী ধর্মীয় ও শিক্ষা‑সংস্কৃতির কেন্দ্র, এবং বাংলাদেশের ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।


🖊️ মাহমুদুল ইসলাম রাহিম নাসিরাবাদ কলেজ,ময়মনসিংহ (HSC-25)

ইতিহাস

[সম্পাদনা]

প্রশাসনিক এলাকা

[সম্পাদনা]

আয়তন ও জনসংখ্যা

[সম্পাদনা]

শিক্ষা

[সম্পাদনা]

শিক্ষার হার :

শিক্ষা প্রতিষ্ঠান

দর্শনীয় স্থান

[সম্পাদনা]

মাওলানা শামসুল হূদা পাঁচবাগী (রাঃ) এর বসতবাড়ি, পাঁচবাগ শাহী জামে মসজিদ

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

[সম্পাদনা]

মাওলানা পাঁচবাগী শামসুল হূদা (রাঃ)

জনপ্রতিনিধি

[সম্পাদনা]

বর্তমান চেয়ারম্যান-

প্রাক্তন চেয়ারম্যানগণের তালিকা
ক্রমিক নাম মেয়াদ
০১
০২
০৩
০৪
০৫
০৬
০৭

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "পাঁচবাগ ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১১ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২০ 
  2. "গফরগাঁও উপজেলা"বাংলাপিডিয়া। ২৯ জানুয়ারি ২০১৫। ২৭ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২০