পাঁচবাগ ইউনিয়ন
পাঁচবাগ | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে পাঁচবাগ ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°২৫′২″ উত্তর ৯০°৩২′৪৪″ পূর্ব / ২৪.৪১৭২২° উত্তর ৯০.৫৪৫৫৬° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ময়মনসিংহ বিভাগ |
জেলা | ময়মনসিংহ জেলা |
উপজেলা | গফরগাঁও উপজেলা ![]() |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট ![]() |
পাঁচবাগ ইউনিয়ন বাংলাদেশের ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[১][২]
এক নজরে পাঁচবাগ ইউনিয়ন
[সম্পাদনা]ইউনিয়নের নাম “পাঁচবাগ” ১৯৩৬ সালে গঠনকালে রাখা হয়; এটি প্রতিষ্ঠিত হয় মাওলানা শামছুল হুদা পাঁচবাগী (রহঃ)-এর সম্মানে, যিনি এখানে মুসলিম লীগের বিরুদ্ধে ব্রিটিশ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন ।গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন একটি ইউনিয়ন।
---
📌 মাওলানা শামছুল হুদা পাঁচবাগী (রহঃ)
১৯৩৭–১৯৫৪: আইনসভা সদস্য ও সংগঠক; "ইমারত পার্টি"র প্রতিষ্ঠাতা ।
ব্রিটিশ-ভারত ও পাকিস্তান প্রতিরোধে তার অগ্রণী ভূমিকা ছিল ব্যাপক, হাজারাধিক মামলা মোকাবিলাও করেন ।
তাঁর স্মৃতিতে পরিচালিত ধর্মীয় ও রাজনৈতিক কার্যক্রম এখনো স্থানীয়দের কাছে গুরুত্ব বহন করে।
---
📌ঐতিহাসিক ও ধর্মীয় স্থান
পাঁচবাগ জামে মসজিদ (১৯২১): মৌলভী রেয়াজ উদ্দিন সাহেব প্রতিষ্ঠিত করেন; মসজিদের পাশে মাওলানা শামছুল হুদা’র সমাধি ও রওজা শরীফ রয়েছে ।
মসজিদটির স্থাপত্যে আছে তিন ওষ্ঠব বিশিষ্ট গম্ভুজ, সুন্দর কলসি ও পদ্মপাপড়ি অলঙ্করণ ।
---
📌প্রশাসনিক ও জনসংখ্যাগত তথ্য
আয়তন: প্রায় ২৯.৩১ বর্গ কিলোমিটার; জনসংখ্যা (২০১১): প্রায় ৩০,২৮৮ জন ।
মৌজা সংখ্যা: ৫টি, গ্রামের সংখ্যা: ১৯টি; ইউনিয়নে ৬টি হাট‑বাজার, ৮টি সরকারি/৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, ৭টি উচ্চ বিদ্যালয় ও ৪টি মাদ্রাসা আছে ।
---
📌মুক্তিযুদ্ধ ও স্থানীয় ভূমিকা
১৭ এপ্রিল ১৯৭১-তে গফরগাঁওয়ের চাক্কায় পাকবাহিনীর বোমা হামলায় বহু হতাহত; পরে পাঁচবাগের শান্তিকমিটির চেয়ারম্যান ছিলেন মাওলানা শামছুল হুদা ।
স্থানীয় মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে পাকবাহিনী ও রাজাকারদের অপপ্রচারে পাঁচবাগ গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। ---
📌 শিক্ষা ও সংস্কৃতি
মাওলানা রেয়াজ উদ্দিনের প্রতিষ্ঠিত মাদ্রাসা (১৯২১) এবং মসজিদ ঐতিহ্যগত ও শিক্ষা কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে ।
ইউনিয়নের শিক্ষা হার ২০১১ সালে প্রায় ৫৭% ছিল ।
---
📌 মূলভাব
পাঁচবাগ ইউনিয়ন গড়ে ওঠেছে রাজনৈতিক-ঐতিহাসিক আন্দোলনের ভিত্তিতে। নামকরণ হয়েছে বিখ্যাত আন্দোলনকারী মাওলানা শামছুল হুদা পাঁচবাগীর নামে। এটি ঐতিহ্যবাহী ধর্মীয় ও শিক্ষা‑সংস্কৃতির কেন্দ্র, এবং বাংলাদেশের ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
🖊️ মাহমুদুল ইসলাম রাহিম
নাসিরাবাদ কলেজ,ময়মনসিংহ (HSC-25)
ইতিহাস
[সম্পাদনা]প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]আয়তন ও জনসংখ্যা
[সম্পাদনা]শিক্ষা
[সম্পাদনা]শিক্ষার হার :
শিক্ষা প্রতিষ্ঠান
দর্শনীয় স্থান
[সম্পাদনা]মাওলানা শামসুল হূদা পাঁচবাগী (রাঃ) এর বসতবাড়ি, পাঁচবাগ শাহী জামে মসজিদ
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
[সম্পাদনা]মাওলানা পাঁচবাগী শামসুল হূদা (রাঃ)
জনপ্রতিনিধি
[সম্পাদনা]বর্তমান চেয়ারম্যান-
ক্রমিক | নাম | মেয়াদ |
---|---|---|
০১ | ||
০২ | ||
০৩ | ||
০৪ | ||
০৫ | ||
০৬ | ||
০৭ |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "পাঁচবাগ ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১১ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২০।
- ↑ "গফরগাঁও উপজেলা"। বাংলাপিডিয়া। ২৯ জানুয়ারি ২০১৫। ২৭ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২০।
![]() |
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |