ঈদগড় ইউনিয়ন
ঈদগড় | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে ঈদগড় ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২১°৩৪′৫৪″ উত্তর ৯২°৯′৬″ পূর্ব / ২১.৫৮১৬৭° উত্তর ৯২.১৫১৬৭° পূর্বস্থানাঙ্ক: ২১°৩৪′৫৪″ উত্তর ৯২°৯′৬″ পূর্ব / ২১.৫৮১৬৭° উত্তর ৯২.১৫১৬৭° পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কক্সবাজার জেলা |
উপজেলা | রামু উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | ফিরোজ আহমদ ভুট্টো |
আয়তন | |
• মোট | ৫২.০৬ বর্গকিমি (২০.১০ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ৬৭,০০০ |
• জনঘনত্ব | ১,৩০০/বর্গকিমি (৩,৩০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ২৭.৪০% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৭৩০ ![]() |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
ঈদগড় বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত রামু উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন[সম্পাদনা]
ঈদগড় ইউনিয়নের আয়তন ১২,৮৬৫ একর (৫২.০৬ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যা[সম্পাদনা]
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী ঈদগড় ইউনিয়নের লোকসংখ্যা ১৯,৩৬৪ জন। এর মধ্যে পুরুষ ৯,৮১১ জন এবং মহিলা ৯,৫৫৩ জন।[২]
অবস্থান ও সীমানা[সম্পাদনা]
রামু উপজেলার সর্ব-উত্তরে ঈদগড় ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ২৬ কিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে গর্জনিয়া ইউনিয়ন ও কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়ন, পশ্চিমে কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়ন ও ইসলামাবাদ ইউনিয়ন, উত্তরে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন ও বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন এবং পূর্বে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন অবস্থিত।
নামকরণ[সম্পাদনা]
১৭৫৩ সালে সম্রাট শাহ সুজা আরাকানে পালিয়ে যাওয়ার সময় ঈদের নামাজ আদায়ের সূত্র ধরে তৎকালীন বংশধররা পাহাড়ী এই জনপদের ঈদগড় নামকরণ করেন।[৩]
প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]
ঈদগড় ইউনিয়ন রামু উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম রামু থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৬নং নির্বাচনী এলাকা কক্সবাজার-৩ এর অংশ। এটি ২টি মৌজায় বিভক্ত।[২] এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- ছগিরাকাটা
- হাসনাকাটা
- ধুমছাকাটা
- চরপাড়া
- ঈদগড়
- বড়বিল
- পানিস্যাঘোনা
- বউঘাট
- করলিয়ামুুুরা
শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]
ঈদগড় ইউনিয়নের সাক্ষরতার হার ২৭.৪০%।[১] এ ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[২]
শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]
- মাধ্যমিক বিদ্যালয়
- মাদ্রাসা
- প্রাথমিক বিদ্যালয়
- ঈদগড় করলিয়ামুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ঈদগড় বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ঈদগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ধুমছাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হাসনাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]
ঈদগড় ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল ঈদগাঁও-ঈদগড় সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।
ধর্মীয় উপাসনালয়[সম্পাদনা]
ঈদগড় ইউনিয়নে ৩৭টি মসজিদ রয়েছে।[২]
খাল ও নদী[সম্পাদনা]
ঈদগড় ইউনিয়নের উত্তর প্রান্ত দিয়ে প্রবাহিত হচ্ছে ঈদগাঁও নদী।[৮]
হাট-বাজার[সম্পাদনা]
ঈদগড় ইউনিয়নের প্রধান হাট-বাজার হল ঈদগড় বাজার।[৯]
দর্শনীয় স্থান[সম্পাদনা]
- নিরিবিলি প্রজেক্ট
- সামাজিক নবায়ন এলাকা
- ছগিরাকাটা বড়ই বাগান
জনপ্রতিনিধি[সম্পাদনা]
- বর্তমান চেয়ারম্যান: ফিরোজ আহমদ ভুট্টো[১০]
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ "রামু উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ ক খ গ ঘ "এক নজরে ঈদ্গড় ইউনিয়ন - ঈদগড় ইউনিয়ন - ঈদগড় ইউনিয়ন"। eidgharup.coxsbazar.gov.bd।
- ↑ ক খ "ঈদগড় ইউনিয়নের ইতিহাস - ঈদগড় ইউনিয়ন - ঈদগড় ইউনিয়ন"। eidgharup.coxsbazar.gov.bd।
- ↑ "গ্রাম ভিত্তিক লোকসংখ্যা - ঈদগড় ইউনিয়ন - ঈদগড় ইউনিয়ন"। eidgharup.coxsbazar.gov.bd।
- ↑ "উচ্চ মাধ্যমিক বিদ্যালয় - ঈদগড় ইউনিয়ন - ঈদগড় ইউনিয়ন"। eidgharup.coxsbazar.gov.bd।
- ↑ "মাদ্রাসা - ঈদগড় ইউনিয়ন - ঈদগড় ইউনিয়ন"। eidgharup.coxsbazar.gov.bd।
- ↑ http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=412&thana=41204&union=03[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "খাল ও নদী - ঈদগড় ইউনিয়ন - ঈদগড় ইউনিয়ন"। eidgharup.coxsbazar.gov.bd।
- ↑ "হাট বাজারের তালিকা - ঈদগড় ইউনিয়ন - ঈদগড় ইউনিয়ন"। eidgharup.coxsbazar.gov.bd।
- ↑ "ফিরোজ আহাম্মদ ভূট্টো - ঈদগড় ইউনিয়ন - ঈদগড় ইউনিয়ন"। eidgharup.coxsbazar.gov.bd।