ফতেখাঁরকূল ইউনিয়ন
ফতেখাঁরকূল | |
---|---|
ইউনিয়ন | |
৫নং ফতেখাঁরকূল ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে ফতেখাঁরকূল ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২১°২৪′৪৪″ উত্তর ৯২°৬′১৪″ পূর্ব / ২১.৪১২২২° উত্তর ৯২.১০৩৮৯° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কক্সবাজার জেলা |
উপজেলা | রামু উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | ফরিদুল আলম |
আয়তন | |
• মোট | ৯.৮৫ বর্গকিমি (৩.৮০ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ৩২,৩০৪ |
• জনঘনত্ব | ৩,৩০০/বর্গকিমি (৮,৫০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪২.০৩% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৭৩০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
ফতেখাঁরকূল বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত রামু উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]ফতেখাঁরকূল ইউনিয়নের আয়তন ২৪৩৫ একর (৯.৮৫ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যা
[সম্পাদনা]২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী ফতেখাঁরকূল ইউনিয়নের লোকসংখ্যা ৩২,৩০৪ জন। এর মধ্যে পুরুষ ১৬,৫০৬ জন এবং মহিলা ১৫,৭৯৮ জন।[২]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]রামু উপজেলার মধ্যাংশে ফতেখাঁরকূল ইউনিয়নের অবস্থান। রামু উপজেলা সদর এ ইউনিয়নে অবস্থিত। এ ইউনিয়নের পশ্চিমে চাকমারকূল ইউনিয়ন, উত্তরে জোয়ারিয়ানালা ইউনিয়ন, পূর্বে কাউয়ারখোপ ইউনিয়ন এবং দক্ষিণে রাজারকূল ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]ফতেখাঁরকূল ইউনিয়ন রামু উপজেলার আওতাধীন ৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম রামু থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৬নং নির্বাচনী এলাকা কক্সবাজার-৩ এর অংশ। এটি ৪টি মৌজায় বিভক্ত।[২]
ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:
ওয়ার্ড নং | গ্রামের নাম |
---|---|
১নং ওয়ার্ড | দ্বীপ ফতেখাঁরকূল |
২নং ওয়ার্ড | হাজারীকূল, লামারপাড়া |
৩নং ওয়ার্ড | খন্দকারপাড়া, সিকদারপাড়া |
৪নং ওয়ার্ড | মণ্ডলপাড়া |
৫নং ওয়ার্ড | হাইটুপি, শ্রীকূল, দ্বীপ শ্রীকূল |
৬নং ওয়ার্ড | পূর্ব মেরংলোয়া, উত্তর হাইটুপি |
৭নং ওয়ার্ড | মধ্যম মেরংলোয়া |
৮নং ওয়ার্ড | পশ্চিম মেরংলোয়া |
৯নং ওয়ার্ড | উত্তর ফতেখাঁরকূল |
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]ফতেখাঁরকূল ইউনিয়নের সাক্ষরতার হার ৪২.০৩%।[১] এ ইউনিয়নে ১টি ডিগ্রী কলেজ, ১টি সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ১১টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[২]
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- কলেজ
- টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট
- মাধ্যমিক বিদ্যালয়
- আলহাজ্ব ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয়
- রামু উচ্চ বালিকা বিদ্যালয়
- রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়
- রামু বাঁকখালী উচ্চ বিদ্যালয়
- মাদ্রাসা
- মেরংলোয়া রহমানিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা
- লম্বরী পাড়া দারুল কুরআন নুরানী একাডেমী।
- প্রাথমিক বিদ্যালয়
- উত্তর ফতেখাঁরকূল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ ফতেখাঁরকূল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম মেরংলোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মণ্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মেরংলোয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রামু আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রামু খিজারী বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রামু সরকারি প্রাথমিক বিদ্যালয়
- লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সাতঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]ফতেখাঁরকূল ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।
ধর্মীয় উপাসনালয়
[সম্পাদনা]ফতেখাঁরকূল ইউনিয়নে ৫৭টি মসজিদ, ১১টি মন্দির ও ১৩টি বিহার রয়েছে।[২]
খাল ও নদী
[সম্পাদনা]ফতেখাঁরকূল ইউনিয়নের দক্ষিণ প্রান্ত দিয়ে প্রবাহিত হচ্ছে বাঁকখালী নদী। এছাড়া রয়েছে ফারি খাল।[৮]
হাট-বাজার
[সম্পাদনা]ফতেখাঁরকূল উপজেলার প্রধান হাট-বাজার হল রামু বাজার।[৯]
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- লামার পাড়া বৌদ্ধ বিহার
- রামু সীমা বিহার
- সাদা চিং
- লাল চিং
- মৈত্রী বিহার
- দং দীঘি
উল্লেখযোগ্য ব্যক্তি
[সম্পাদনা]- ওসমান সরওয়ার আলম চৌধূরী; প্রাক্তন রাষ্ট্রদূত।
- অধ্যাপক মোস্তাক আহমদ; প্রাক্তন অধ্যক্ষ, রামু ডিগ্রী কলেজ।
- ফজল কবির কোম্পানি; দানবীর, শিক্ষানুরাগী
জনপ্রতিনিধি
[সম্পাদনা]- বর্তমান চেয়ারম্যান: সিরাজুল ইসলাম ভূট্টো
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "রামু উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ ক খ গ ঘ ঙ "এক নজরে ফতেখাঁরকুল ইউনিয়ন - ফতেখাঁরকুল ইউনিয়ন - ফতেখাঁরকুল ইউনিয়ন"। fotekharkulup.coxsbazar.gov.bd। ১২ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০১৭।
- ↑ "গ্রামভিত্তিক লোকসংখ্যা - ফতেখাঁরকুল ইউনিয়ন - ফতেখাঁরকুল ইউনিয়ন"। fotekharkulup.coxsbazar.gov.bd। ২৮ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০১৭।
- ↑ "কলেজ - ফতেখাঁরকুল ইউনিয়ন - ফতেখাঁরকুল ইউনিয়ন"। fotekharkulup.coxsbazar.gov.bd।
- ↑ "মাধ্যমিকবিদ্যালয় - ফতেখাঁরকুল ইউনিয়ন - ফতেখাঁরকুল ইউনিয়ন"। fotekharkulup.coxsbazar.gov.bd।
- ↑ "মাদ্রাসা - ফতেখাঁরকুল ইউনিয়ন - ফতেখাঁরকুল ইউনিয়ন"। fotekharkulup.coxsbazar.gov.bd।
- ↑ http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=412&thana=41204&union=07[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "খাল ও নদী - ফতেখাঁরকুল ইউনিয়ন - ফতেখাঁরকুল ইউনিয়ন"। fotekharkulup.coxsbazar.gov.bd। ২৮ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০১৭।
- ↑ "হাট বাজারের তালিকা - ফতেখাঁরকুল ইউনিয়ন - ফতেখাঁরকুল ইউনিয়ন"। fotekharkulup.coxsbazar.gov.bd।