এনরিকো ফের্মি
এনরিকো ফার্মি | |
---|---|
জন্ম | |
মৃত্যু | ২৮ নভেম্বর ১৯৫৪ | (বয়স ৫৩)
নাগরিকত্ব | ইতালীয় (১৯০১–১৯৩৮) মার্কিন (১৯৪৪–১৯৫৪) |
মাতৃশিক্ষায়তন | Scuola Normale Superiore di Pisa |
পরিচিতির কারণ |
|
পুরস্কার | পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৩৮) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | পদার্থবিজ্ঞান |
প্রতিষ্ঠানসমূহ | Scuola Normale Superiore di Pisa গ্যটিঙেন বিশ্ববিদ্যালয় লাইডেন বিশ্ববিদ্যালয় University of Florence Sapienza University of Rome কলাম্বিয়া ইউনিভার্সিটি শিকাগো বিশ্ববিদ্যালয় |
উচ্চশিক্ষায়তনিক উপদেষ্টা | |
ডক্টরেট শিক্ষার্থী | ওয়েন চেম্বারলেইন Geoffrey Chew Mildred Dresselhaus জেরোম আইজ্যাক ফ্রিডম্যান Marvin Leonard Goldberger সুং-দাও লি লিও জেমস রেইনওয়াটার Marshall Rosenbluth Arthur Rosenfeld এমিলিও জিনো সেগরে জ্যাক স্টাইনবার্গার Sam Treiman |
এনরিকো ফার্মি (সেপ্টেম্বর ২৯, ১৯০১ - নভেম্বর ২৮, ১৯৫৪) একজন ইতালীয় পদার্থবিদ। তিনি ১৯৪২ খ্রিষ্টাব্দে সর্বপ্রথম পারমাণবিক বিভাজন ঘটাতে সক্ষম হন। এই গবেষণা পরবর্তীকালে পারমাণবিক বোমা, এবং পারমাণবিক চুল্লী (শক্তি উৎপাদনে ব্যবহৃত) তৈরির কাজের ভিত্তি হয়ে দাঁড়ায়। তিনি১৯৩৮ সালে রেডিওঅ্যাকটিভিটির উপর কাজের জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি ম্যানহাটন প্রকল্পে অংশগ্রহণ করেছিলেন।[১]
ফার্মি হলেন পৃথিবীর প্রথম নিউক্লিয়ার চুল্লী নির্মাতা। সে চুল্লীটির নাম ছিল শিকাগো পাইল- ১। তাকে বলা হয় নিউক্লিয়ার যুগের স্থপতি এবং একই সাথে নিউক্লিয়ার বোমারও স্থপতি। তিনি হলেন অল্প সংখ্যক পদার্থবিজ্ঞানীদের মধ্যে একজন যাঁরা একই সাথে তাত্ত্বিক ও পরীক্ষণ পদার্থবিজ্ঞানে কৃতিত্ব দেখিয়েছেন। ইউরেনিয়াম পরবর্তী মৌলসমূহে নিউট্রনের গোলাবর্ষণের মাধ্যমে প্রবর্তিত তেজস্ক্রিয়তার কাজের জন্য তিনি ১৯৩৮ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।
প্রাথমিক জীবন
[সম্পাদনা]এনরিকো ফার্মি ইতালির রোমে ২৯ সেপ্টেম্বর, ১৯০১ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন আলবার্তো ফার্মি এবং ইডা ডি গেট্টিস এর তৃতীয় সন্তান। বাবা আলবার্তো ফার্মি ছিলেন রেলওয়ে মন্ত্রণালয়ের বিভাগীয় প্রধান এবং মা ছিলেন একজন প্রাথমিক স্কুল শিক্ষিকা। তার বোন মারিয়া ছিলেন তার থেকে দুই বছরের বড় আর ভাই জুলিও (Giulio) ছিলেন এক বছরের বড়। ফার্মি এবং তার ভাই দুজনকেই দুধমার কাছে পাঠানো হয়েছিল গ্রামীণ এলাকায়। ফার্মি আড়াই বছর বয়সে তার পরিবারের কাছে ফিরে আসেন।
শিক্ষাজীবন
[সম্পাদনা]ফার্মি ১৯১৮ সালে পিসাতে অবস্থিত সুপিরিয়র নরমাল স্কুল থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। ১৯২৩ সালে রকফেলার বৃত্তি পেয়ে তিনি জার্মানির গটিঞ্জেনে বিজ্ঞানী ম্যাক্স বর্নের সঙ্গে বেশ কয়েক বছর গবেষণাকর্মে নিযুক্ত ছিলেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Edizione Nazionale Mathematica Italiana - Giulio Pittarelli"। mathematica.sns.it। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১২।
- ইতালীয় পদার্থবিজ্ঞানী
- ১৯০১-এ জন্ম
- ১৯৫৪-এ মৃত্যু
- শিকাগো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
- কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
- মাক্স প্লাংক পদক বিজয়ী
- ইতালীয় বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- মার্কিন অজ্ঞেয়বাদী
- পিসা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- ২০শ শতাব্দীর মার্কিন পদার্থবিজ্ঞানী
- মার্কিন নিউক্লীয় পদার্থবিজ্ঞানী
- পাকস্থলীর ক্যান্সারে মৃত্যু
- পরীক্ষণমূলক পদার্থবিজ্ঞানী
- আমেরিকান ফিজিক্যাল সোসাইটির বিশিষ্ট সভ্য
- রয়েল সোসাইটির বিদেশি সদস্য
- ইতালীয় নোবেল বিজয়ী
- মার্কিন ফিলোসফিক্যাল সোসাইটির সদস্য
- মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় বিজ্ঞান অ্যাকাডেমির সদস্য
- নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী
- কোয়ান্টাম পদার্থবিজ্ঞানী
- তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী
- মাতেউচি পদক বিজয়ী