রণবিজয় সিং

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রণবিজয় সিং
২০১৪ সালে রণবিজয়
শারাফত গয়ী তেল লেনের প্রচারণায় রণবিজয়
জন্ম
রণবিজয় সিং সিংহা

(1983-03-16) ১৬ মার্চ ১৯৮৩ (বয়স ৪১)
জাতীয়তাভারত ভারতীয়
অন্যান্য নামডনি
পেশাটেলিভিশন উপস্থাপক, অভিনেতা, কলামিষ্ট, ভিজে
কর্মজীবন২০০৩–বর্তমান
পরিচিতির কারণএমটিভি রোডিস
উচ্চতা৬ ফু ০ ইঞ্চি (১৮৩ সেমি)
দাম্পত্য সঙ্গীপ্রিয়াঙ্কা সিংহা (বি. ২০১৪)
সন্তানকাইনাত সিং (মেয়ে)
পরিবারইকবাল সিং (বাবা)
বালজিত কোর (মা)
হারমান সিং (ভাই)

রণবিজয় সিং সিংহা হলেন একজন ভারতীয় টেলিভিশন উপস্থাপক এবং চলচ্চিত্র অভিনেতা।[১] তিনি এমটিভিতে প্রচারিত দু:সাহসিক অনুষ্ঠান এমটিভি রোডিসে উপস্থাপনার মাধ্যমে অধিক জনপ্রিয়তা লাভ করেন। তিনি ভারতের মুম্বাইয়ে বসবাস করেন।[১]

প্রথম জীবন[সম্পাদনা]

রণবিজয়ের বাবা ছিলেন একজন ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তা। এরই সূত্রে রণবিজয়ের ৬ষ্ঠ প্রজন্মরা সরাসরি ভারতীয় সেনাবাহিনীর সাথে সংযুক্ত হয়। রণবিজয় তার জীবনে ৯টি বিদ্যালয় পরিবর্তন করেছেন। কারণ, তার বাবা ভারতীয় সেনাবাহিনীর সদস্য হওয়ায় কাজের প্রয়োজনে তার পুরো পরিবারকে ভারতের বিভিন্ন স্থানে স্থানান্তরিত হতে হয়, এমনকি তিনি তার বাল্যকালের অধিকাংশ সময় আবাসিক বিদ্যালয়ে কাটিয়েছেন।[১] তিনি নয়াদিল্লির আর্মি পাবলিক স্কুল হতে পড়াশুনা করেন।[২] এবং দিল্লির হাঁস রাজ কলেজ হতে স্নাতক ডিগ্রি লাভ করেন।[৩]

টেলিভিশন[সম্পাদনা]

সাল অনুষ্ঠান চরিত্র
২০০৩–বর্তমান এমটিভি রোডিস প্রতিযোগী
১ম আসরের বিজয়ী
গ্যাং লিডার
উপস্থাপক
২০০৮–বর্তমান এমটিভি স্প্লিটসভিলা উপস্থাপক
২০১১ এমটিভি স্টান্টম্যানিয়া
২০১৪ পুকার মেজর রাজবীর শেরগিল
২০১৭ হিমালয় রোডিস উপস্থাপক
২০১৮ এমটিভি ট্রল পুলিশ

ওয়েব[সম্পাদনা]

সাল অনুষ্ঠান চ্যানেল
২০১৪ হিচড ইউটিউব
দ্য রিয়াল হাই উইথ রণবিজয় সিং
২০১৫–বর্তমান স্কোয়াডরান
২০১৮ কৌশিকী ভিউ

চলচ্চিত্র[সম্পাদনা]

সাল চলচ্চিত্র চরিত্র ভাষা
২০০৯ টস: এ ফ্লিপ অফ ডেস্টিনি রায়ান হিন্দি
লন্ডন ড্রিমস জোহেব খান
২০১০ অ্যাকশন রিপ্লে কুন্দন লাল
২০১১ মুম্বই কাটিং সেগ্মের মধ্যে
ধরতি হিরা সিং পাঞ্জাবি
মোড় এন্ডি/অভয়/গঙ্গারাম হিন্দি
২০১২ তোড় মিত্র দি রণবীর পাঞ্জাবি
২০১৩ সাদি লাভ স্টোরি গুরলিনের স্বামী (বিশেষ উপস্থিতি)
ইশক গারারি
৩এএম সানি হিন্দি
২০১৪ মেঙ্গো প্রধান চরিত্র
২০১৫ শারাফত গয়ী তেল লেনে সেম

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Khanna, Aamit (১ ডিসেম্বর ২০১১)। "Travel is an inseparable part of my life: Ranvijay Singh"Hindustan Times। ১১ এপ্রিল ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৩ 
  2. http://www.telegraphindia.com/1100608/jsp/entertainment/story_12540428.jsp
  3. "Delhi is an International City: Rannvijay Singh"। ৭ নভেম্বর ২০১২। ১৩ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৪ 

বহিঃসংযোগ[সম্পাদনা]