গোলামুর রহমান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মুফতি

গোলামুর রহমান
مفتی غلام الرحمن
ব্যক্তিগত তথ্য
ধর্মইসলাম
জাতীয়তা ব্রিটিশ ভারত
 পাকিস্তান
আদি নিবাসমনসেহরা
সন্তানইহসানুর রহমান উসমানি
আখ্যাসুন্নি
রাজনৈতিক দলজমিয়ত উলামায়ে ইসলাম (ফ)
যেখানের শিক্ষার্থীপেশাওয়ার বিশ্ববিদ্যালয়
আল্লামা ইকবাল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
আল আজহার বিশ্ববিদ্যালয়
১ম অধ্যক্ষ, জামিয়া উসমানিয়া পেশাওয়ার
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১৯৯২
পূর্বসূরীনেই (পদ প্রতিষ্ঠিত)
প্রতিষ্ঠানজামিয়া উসমানিয়া পেশাওয়ার
বেফাকুল মাদারিস
ইন্সটিটিউট অব পলিসি স্টাডিজ
দারুল উলুম হাক্কানিয়া
খায়বার ব্যাংক
এর প্রতিষ্ঠাতাজামিয়া উসমানিয়া পেশাওয়ার

মুফতি গোলামুর রহমান (উর্দু: مفتی غلام الرحمن) একজন পাকিস্তানি ধর্মীয় পণ্ডিত এবং শিক্ষাবিদ।[১] তিনি ১৯৯২ সালে প্রতিষ্ঠিত জামিয়া উসমানিয়া পেশাওয়ারের প্রতিষ্ঠাতা ও প্রথম অধ্যক্ষ।[২][৩] তিনি ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত নিফাজ-ই-শরিয়া কাউন্সিলের (এনএসসি) চেয়ারম্যান এবং খাইবার পাখতুনখোয়ার উচ্চশিক্ষা কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শিক্ষা এবং কর্মজীবন[সম্পাদনা]

মুফতি গোলামুর রহমান পেশাওয়ার বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিয়াত ও আরবিতে মাস্টার্স ডিগ্রী লাভ করেন, আল্লামা ইকবাল উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অব ফিলোসফি ডিগ্রি লাভ করেন এবং আল-আজহার বিশ্ববিদ্যালয়ের কয়েকটি কোর্সেও অংশ অংশগ্রহণ করেন। তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি বেফাকুল মাদারিস এবং দারুল উলুম হাক্কানিয়ায় শিক্ষকতা করেছেন। তিনি ন্যাশনাল একাডেমিক কাউন্সিল অফ ইনস্টিটিউট অফ পলিসি স্টাডিজের সদস্য এবং ব্যাংক অফ খাইবারের শরিয়াহ সুপারভাইজারি বোর্ডের সদস্য হিসাবেও দায়িত্ব পালন করেছেন।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Mufti Ghulam-ur-Rahman"Institute of Policy Studies (Pakistan)। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২০ 
  2. "Jamia Usmania Peshawar"। usmaniapsh.com। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২০ 
  3. "نفرت اور تعصب کی دین اسلام میں کوئی گنجائش نہیں: مفتی غلام الرحمن"। dailypakistan.com.pk। ৯ মার্চ ২০২০। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২০ 
  4. "Former Members"Institute of Policy Studies (Pakistan)। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২০