একুশে পদক বিজয়ীদের তালিকা (১৯৯০–৯৯)
একুশে পদক | |
---|---|
দেশ | বাংলাদেশ |
প্রথম পুরস্কৃত | ১৯৭৬ |
সর্বশেষ পুরস্কৃত | ২০২৪ |
ওয়েবসাইট | moca |
একুশে পদক পুরস্কার বাংলাদেশের জাতীয় এবং দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান। এটি ১৯৯০–১৯৯৯ সাল পর্যন্ত একুশে পদক প্রাপ্তদের তালিকা:
১৯৯০
[সম্পাদনা]১৯৯০ সালে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্যে দেশের ৬ জন ব্যক্তিকে "একুশে পদক ১৯৯০" প্রদান করা হয়।[১]
নাম | ক্ষেত্র |
---|---|
শওকত আলী | সাহিত্য |
খোদা বক্স | সংগীত |
দেবদাস চক্রবর্তী | চিত্রকলা |
রাহিজা খানম ঝুনু | নৃত্যকলা |
আবদুল গনি হাজারী | সংবাদিকতা |
লুৎফুল হায়দার চৌধুরী | শিক্ষা |
১৯৯১
[সম্পাদনা]১৯৯১ সালে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্যে দেশের ৮ জন ব্যক্তিকে "একুশে পদক ১৯৯১" প্রদান করা হয়।[১]
নাম | ক্ষেত্র |
---|---|
আহমদ শরীফ | সাহিত্য |
কবীর চৌধুরী | সাহিত্য |
সানজীদা খাতুন | সংগীত |
কাজী আবদুল বাসেত | চারুকলা |
মোহাম্মদ আমিনুল হক | নাট্যকলা |
সালাহ্উদ্দীন আহমদ | শিক্ষা |
এ এম হারুন-অর-রশিদ | শিক্ষা |
ফয়েজ আহমেদ | সাংবাদিকতা |
১৯৯২
[সম্পাদনা]১৯৯২ সালে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্যে দেশের ৯ জন ব্যক্তিকে "একুশে পদক ১৯৯২" প্রদান করা হয়।[১]
নাম | ক্ষেত্র |
---|---|
দেওয়ান মোহাম্মদ আজরফ | সাহিত্য |
মোবাশ্বের আলী | সাহিত্য |
শাহনাজ রহমতুল্লাহ | সংগীত |
হাশেম খান | চারুকলা |
আমজাদ হোসেন | নাট্যকলা |
এমাজউদ্দিন আহমেদ | শিক্ষা |
খান মোহাম্মদ সালেক | শিক্ষা |
গিয়াস কামাল চৌধুরী | সাংবাদিকতা |
আতাউস সামাদ | সাংবাদিকতা |
১৯৯৩
[সম্পাদনা]১৯৯৩ সালে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্যে দেশের ৯ জন ব্যক্তিকে "একুশে পদক ১৯৯৩" প্রদান করা হয়।[২]
নাম | ক্ষেত্র |
---|---|
মনিরউদ্দীন ইউসুফ | সাহিত্য |
রাবেয়া খাতুন | সাহিত্য |
মোহাম্মদ আসাফউদ্দোলাহ | সংগীত |
ফজলুল হক | সংগীত |
রফিকুন নবী | চারুকলা |
দিলারা জামান | নাট্যকলা |
মোফাজ্জল হায়দার চৌধুরী | শিক্ষা |
রিয়াজ উদ্দিন আহমেদ | সাংবাদিকতা |
জুয়েল আইচ | যাদুশিল্প |
১৯৯৪
[সম্পাদনা]১৯৯৪ সালে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্যে দেশের ৮ জন ব্যক্তিকে "একুশে পদক ১৯৯৪" প্রদান করা হয়।[২]
নাম | ক্ষেত্র |
---|---|
সরদার জয়েনউদ্দীন | সাহিত্য |
হুমায়ুন আহমেদ | সাহিত্য |
আবু তাহের | চারুকলা |
আলি মনসুর | নাট্যকলা |
নীনা হামিদ | কণ্ঠসঙ্গীত |
শাহাদাত হোসেন খান | যন্ত্রসঙ্গীত |
মোহাম্মদ নোমান | শিক্ষা |
হাসানউজ্জামান খান | সাংবাদিকতা |
১৯৯৫
[সম্পাদনা]১৯৯৫ সালে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্যে দেশের ৮ জন ব্যক্তিকে "একুশে পদক ১৯৯৫" প্রদান করা হয়।[২]
নাম | ক্ষেত্র |
---|---|
আহমদ রফিক | সাহিত্য |
মুস্তাফা জামান আব্বাসী | সংগীত |
রথীন্দ্রনাথ রায় | সংগীত |
রওশন জামিল | নৃত্যকলা |
আবদুল করিম | শিক্ষা |
ইয়াজউদ্দিন আহম্মেদ | শিক্ষা |
নিজামুদ্দিন আহমেদ (মরণোত্তর) | সাংবাদিকতা |
শাইখ সিরাজ | সাংবাদিকতা |
১৯৯৬
[সম্পাদনা]১৯৯৬ সালে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্যে দেশের ৭ জন ব্যক্তিকে "একুশে পদক ১৯৯৬" প্রদান করা হয়।[৩]
নাম | ক্ষেত্র |
---|---|
হাসনাত আবদুল হাই | সাহিত্য |
রাহাত খান | সাহিত্য |
ফিরোজ সাঁই | সংগীত |
মুহম্মদ আবদুল হাই | শিক্ষা |
সিরাজুল ইসলাম চৌধুরী | শিক্ষা |
মোহাম্মদ শাহজাহান | শিক্ষা |
মোহাম্মদ কামরুজ্জামান | সাংবাদিকতা |
১৯৯৭
[সম্পাদনা]১৯৯৭ সালে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্যে দেশের ১১ জন ব্যক্তিকে "একুশে পদক ১৯৯৭" প্রদান করা হয়।[৩]
নাম | ক্ষেত্র |
---|---|
আবু ইসহাক | সাহিত্য |
দেবু ভট্টাচার্য | সংগীত |
শবনম মুশতারী | সংগীত |
রুনু বিশ্বাস | নৃত্যকলা |
মমতাজউদ্দীন আহমেদ | নাট্যকলা |
নভেরা আহমেদ | ভাষ্কর্য |
নিতুন কুন্ড | ভাষ্কর্য |
রাজিয়া খান | শিক্ষা |
সিরাজুল হক | শিক্ষা |
সন্তোষ গুপ্ত | সাংবাদিকতা |
মোনাজাত উদ্দিন | সাংবাদিকতা |
১৯৯৮
[সম্পাদনা]১৯৯৮ সালে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্যে দেশের ৬ জন ব্যক্তিকে "একুশে পদক ১৯৯৮" প্রদান করা হয়।[৩]
নাম | ক্ষেত্র |
---|---|
রণেশ দাশগুপ্ত | সাহিত্য |
আখতারুজ্জামান ইলিয়াস | সাহিত্য |
মাহবুবা রহমান | সংগীত |
ফেরদৌসী মজুমদার | নাট্যকলা |
রোকনুজ্জামান খান | সাংবাদিকতা |
আবুল কাশেম সন্দ্বীপ | সাংবাদিকতা |
১৯৯৯
[সম্পাদনা]১৯৯৯ সালে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্যে দেশের ১০ জন ব্যক্তিকে "একুশে পদক ১৯৯৯" প্রদান করা হয়।[৩]
নাম | ক্ষেত্র |
---|---|
হাসান আজিজুল হক | সাহিত্য |
হুসনা বানু খানম | সংগীত |
ফকির আলমগীর | সংগীত |
মনিরুল ইসলাম | চারুকলা |
আলী যাকের | নাট্যকলা |
আলতামাস আহমেদ | নৃত্যকলা |
সৈয়দ হাসান ইমাম | চলচ্চিত্র |
সুভাষ দত্ত | চলচ্চিত্র |
এ বি এম মূসা | সাংবাদিকতা |
কে জি মুস্তফা | সাংবাদিকতা |
আরও দেখুন
[সম্পাদনা]- একুশে পদক পুরস্কার (১৯৭৬–৭৯)
- একুশে পদক পুরস্কার (১৯৮০–৮৯)
- একুশে পদক পুরস্কার (২০০০–০৯)
- একুশে পদক পুরস্কার (২০১০–১৯)
- একুশে পদক পুরস্কার (২০২০–২৯)
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ "একুশে পদকপ্রাপ্ত সুধীবৃন্দ ও প্রতিষ্ঠান" (পিডিএফ)। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। পৃষ্ঠা ১২। ২২ এপ্রিল ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৯।
- ↑ ক খ গ "একুশে পদকপ্রাপ্ত সুধীবৃন্দ ও প্রতিষ্ঠান" (পিডিএফ)। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। পৃষ্ঠা ১১। ২২ এপ্রিল ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৯।
- ↑ ক খ গ ঘ "একুশে পদকপ্রাপ্ত সুধীবৃন্দ ও প্রতিষ্ঠান" (পিডিএফ)। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। পৃষ্ঠা ১০। ২২ এপ্রিল ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৯।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় হতে প্রাপ্ত “একুশে পদক” প্রাপ্তদের সম্পূর্ণ তালিকা।