একুশে পদক বিজয়ীদের তালিকা (১৯৭৬–৭৯)
অবয়ব
(একুশে পদক পুরস্কার (১৯৭৬–৭৯) থেকে পুনর্নির্দেশিত)
একুশে পদক | |
---|---|
দেশ | বাংলাদেশ |
প্রথম পুরস্কৃত | ১৯৭৬ |
সর্বশেষ পুরস্কৃত | ২০২৪ |
ওয়েবসাইট | moca |
একুশে পদক পুরস্কার বাংলাদেশের জাতীয় এবং দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান। এটি ১৯৭৬–১৯৭৯ সাল পর্যন্ত পদক প্রাপ্তদের তালিকা:
১৯৭৬
[সম্পাদনা]১৯৭৬ সালে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্যে দেশের ৯ জন ব্যক্তিকে “একুশে পদক ১৯৭৬” প্রদান করা হয়।[১]
প্রতিকৃতি | নাম | ক্ষেত্র |
---|---|---|
আবদুল কাদির | সাহিত্য | |
জসীম উদ্দীন | সাহিত্য | |
কাজী নজরুল ইসলাম | সাহিত্য | |
সুফিয়া কামাল | সাহিত্য | |
আবুল কালাম শামসুদ্দীন | সাংবাদিকতা | |
মুহম্মদ কুদরাত-এ-খুদা | শিক্ষা | |
আবদুস সালাম | সাংবাদিকতা | |
তফাজ্জল হোসেন মানিক মিয়া | সাংবাদিকতা | |
মুহম্মদ মনসুর উদ্দিন | শিক্ষা |
১৯৭৭
[সম্পাদনা]১৯৭৭ সালে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্যে দেশের ১৩ জন ব্যক্তিকে “একুশে পদক ১৯৭৭” প্রদান করা হয়।[১]
প্রতিকৃতি | নাম | ক্ষেত্র |
---|---|---|
ফররুখ আহমদ | সাহিত্য | |
মাহমুদা খাতুন সিদ্দিকা | সাহিত্য | |
মোহাম্মদ নাসিরউদ্দীন | সাহিত্য | |
শামসুর রাহমান | সাহিত্য | |
গুল মোহাম্মদ খাঁ | সংগীত | |
আবদুল আলীম | সংগীত | |
আলতাফ মাহমুদ | সংগীত | |
ফেরদৌসী রহমান | সংগীত | |
জহির রায়হান | নাট্যকলা | |
রশিদ চৌধুরী | চারুকলা | |
ইবরাহীম খাঁ | শিক্ষা | |
এ কে এম আইয়ুব আলী | শিক্ষা | |
খন্দকার আবদুল হামিদ | সাংবাদিকতা |
১৯৭৮
[সম্পাদনা]১৯৭৮ সালে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্যে দেশের ৯ জন ব্যক্তিকে “একুশে পদক ১৯৭৮” প্রদান করা হয়।[২]
প্রতিকৃতি | নাম | ক্ষেত্র |
---|---|---|
আহসান হাবীব | সাহিত্য | |
খান মোহাম্মদ মঈনউদ্দীন | সাহিত্য | |
নুরুল মোমেন | সাহিত্য | |
মাহবুব উল আলম চৌধুরী | সাহিত্য | |
সুফী জুলফিকার হায়দার | সাহিত্য | |
আভা আলম | সংগীত | |
সৈয়দ মোয়াজ্জেম হোসেন | শিক্ষা | |
সফিউদ্দীন আহমেদ | শিল্পকলা | |
শহীদ সিরাজুদ্দীন হোসেন | সাংবাদিকতা |
১৯৭৯
[সম্পাদনা]১৯৭৯ সালে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্যে দেশের ৭ জন ব্যক্তিকে “একুশে পদক ১৯৭৯” প্রদান করা হয়।[২]
প্রতিকৃতি | নাম | ক্ষেত্র |
---|---|---|
আজিজুর রহমান | সাহিত্য | |
বে-নজীর আহমদ | সাহিত্য | |
শেখ লুৎফর রহমান | সংগীত | |
আব্দুল লতিফ | সংগীত | |
মুহম্মদ এনামুল হক | শিক্ষা | |
মোহাম্মদ মোদাব্বের | সাংবাদিকতা | |
আবদুল ওয়াহাব | সাংবাদিকতা |
আরও দেখুন
[সম্পাদনা]- একুশে পদক বিজয়ীদের তালিকা (১৯৮০–৮৯)
- একুশে পদক বিজয়ীদের তালিকা (১৯৯০–৯৯)
- একুশে পদক বিজয়ীদের তালিকা (২০০০–০৯)
- একুশে পদক বিজয়ীদের তালিকা (২০১০–১৯)
- একুশে পদক বিজয়ীদের তালিকা (২০২০–২৯)
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "একুশে পদকপ্রাপ্ত সুধীবৃন্দ ও প্রতিষ্ঠান" (পিডিএফ)। moca.portal.gov.bd। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। পৃষ্ঠা ১২। ২২ এপ্রিল ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৯।
- ↑ ক খ "একুশে পদকপ্রাপ্ত সুধীবৃন্দ ও প্রতিষ্ঠান" (পিডিএফ)। moca.portal.gov.bd। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। পৃষ্ঠা ১১। ২২ এপ্রিল ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৯।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় হতে প্রাপ্ত “একুশে পদক” প্রাপ্তদের সম্পূর্ণ তালিকা।
উইকিমিডিয়া কমন্সে একুশে পদক সংক্রান্ত মিডিয়া রয়েছে।