একুশে পদক বিজয়ীদের তালিকা (২০২০–২৯)
একুশে পদক | |
---|---|
দেশ | বাংলাদেশ |
প্রথম পুরস্কৃত | ১৯৭৬ |
ওয়েবসাইট | moca |
একুশে পদক পুরস্কার বাংলাদেশের জাতীয় এবং দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান। এটি ২০২০–২০২৯ সাল পর্যন্ত একুশে পদক প্রাপ্তদের তালিকা:
২০২০
[সম্পাদনা]২০২০ সালে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্যে দেশের ২০ জন ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠানকে "একুশে পদক ২০২০" প্রদান করা হয়।[১]
নাম | ক্ষেত্র |
---|---|
আমিনুল ইসলাম বাদশা (মরণোত্তর) | ভাষা আন্দোলন |
ডালিয়া নওশিন | শিল্পকলায় (সংগীত) |
শঙ্কর রায় | শিল্পকলায় (সংগীত) |
মিতা হক | শিল্পকলায় (সংগীত) |
গোলাম মোস্তফা খান | শিল্পকলায় (নৃত্য) |
এস এম মহসীন | শিল্পকলায় (অভিনয়) |
ফরিদা জামান | শিল্পকলায় (চারুকলা) |
হাজী আক্তার সরদার (মরণোত্তর) | মুক্তিযুদ্ধ |
আবদুল জব্বার (মরণোত্তর) | মুক্তিযুদ্ধ |
আ আ ম মেসবাহুল হক (মরণোত্তর) | মুক্তিযুদ্ধ |
জাফর ওয়াজেদ | সাংবাদিকতা |
জাহাঙ্গীর আলম খান | গবেষণা |
সৈয়দ মোহাম্মদ ছাইফুর রহমান নিজামী শাহ | গবেষণা |
বিকিরণ প্রসাদ বড়ুয়া | শিক্ষা |
শামসুল আলম | অর্থনীতি |
সুফি মিজানুর রহমান | সমাজসেবা |
নুরুন নবী | ভাষা ও সাহিত্যে |
সিকদার আমিনুল হক (মরণোত্তর) | ভাষা ও সাহিত্যে |
নাজমুন নেসা পিয়ারি | ভাষা ও সাহিত্যে |
সায়েবা আখতার | চিকিৎসা |
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট | গবেষণা |
২০২১
[সম্পাদনা]২০২১ সালে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্যে দেশের ২১ জন ব্যক্তিকে "একুশে পদক ২০২১" প্রদান করা হয়।[২]
নাম | ক্ষেত্র |
---|---|
মোতাহের হোসেন তালুকদার (মরণোত্তর) | ভাষা আন্দোলন |
শামসুল হক (মরণোত্তর) | ভাষা আন্দোলন |
আফসার উদ্দীন আহমেদ (মরণোত্তর) | ভাষা আন্দোলন |
সৈয়দা ইসাবেলা (মরণোত্তর) | মুক্তিযুদ্ধ |
গোলাম হাসনায়েন | মুক্তিযুদ্ধ |
ফজলুর রহমান খান ফারুক | মুক্তিযুদ্ধ |
পাপিয়া সারোয়ার | শিল্পকলায় (সংগীত) |
রাইসুল ইসলাম আসাদ | শিল্পকলায় (অভিনয়) |
সুজাতা আজিম | শিল্পকলায় (অভিনয়) |
আহমেদ ইকবাল হায়দার | শিল্পকলায় (নাটক) |
সৈয়দ সালাউদ্দিন জাকী | শিল্পকলায় (চলচ্চিত্র) |
ভাস্বর বন্দ্যোপাধ্যায় | শিল্পকলায় (আবৃত্তি) |
অজয় দাশগুপ্ত | সাংবাদিকতা |
পাভেল রহমান | আলোকচিত্র |
সমীর কুমার সাহা | গবেষণা |
মাহফুজা খানম | শিক্ষা |
মির্জা আব্দুল জলিল | অর্থনীতি |
কাজী কামরুজ্জামান | সমাজসেবা |
কাজী রোজী | ভাষা ও সাহিত্য |
গোলাম মুরশিদ | ভাষা ও সাহিত্য |
বুলবুল চৌধুরী | ভাষা ও সাহিত্য |
২০২২
[সম্পাদনা]২০২২ সালে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্যে দেশের ২৪ জন ব্যক্তিকে "একুশে পদক ২০২২" প্রদান করা হয়।[৩][৪][৫]
নাম | ক্ষেত্র |
---|---|
মোস্তফা এম এ মতিন (মরণোত্তর) | ভাষা আন্দোলন |
মির্জা তোফাজ্জল হোসেন মুকুল (মরণোত্তর) | ভাষা আন্দোলন |
মতিউর রহমান | মুক্তিযুদ্ধ |
সৈয়দ মোয়াজ্জেম আলী (মরণোত্তর) | মুক্তিযুদ্ধ |
কিউ এ বি এম রহমান | মুক্তিযুদ্ধ |
আমজাদ আলী খন্দকার | মুক্তিযুদ্ধ |
জিনাত বরকতুল্লাহ | শিল্পকলা (নৃত্য) |
নজরুল ইসলাম বাবু | শিল্পকলা (সঙ্গীত) |
ইকবাল আহমেদ | শিল্পকলা (সঙ্গীত) |
মাহমুদুর রহমান বেণু | শিল্পকলায় (সঙ্গীত) |
খালেদ খান (মরণোত্তর) | শিল্পকলায় (অভিনয়) |
আফজাল হোসেন | শিল্পকলায় (অভিনয়) |
মাসুম আজিজ | শিল্পকলায় (অভিনয়) |
এম এ মালেক | সাংবাদিকতা |
গৌতম বুদ্ধ দাশ | শিক্ষা |
এস এম আব্রাহাম লিংকন | সমাজসেবা |
ফারজানা ইসলাম | সেরা সাংগঠনিক,সমাজসেবা |
আনোয়ার হোসেন | বিজ্ঞান ও প্রযুক্তি |
কামাল চৌধুরী | ভাষা ও সাহিত্য |
ঝর্ণা দাশ পুরকায়স্থ | ভাষা ও সাহিত্য |
এম এ সাত্তার মণ্ডল | গবেষণা |
মো. এনামুল হক (দলগত হিসেবে তিনি দলনেতা) | গবেষণা |
সাহানাজ সুলতানা (দলগত) | গবেষণা |
জান্নাতুল ফেরদৌস (দলগত) | গবেষণা |
২০২৩
[সম্পাদনা]২০২৩ সালে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্যে দেশের ১৯ জন বিশিষ্ট ব্যক্তি ও ২টি প্রতিষ্ঠানকে "একুশে পদক ২০২৩" প্রদান করা হয়।[৬]
নাম | ক্ষেত্র |
---|---|
খালেদা মনযূর-এ-খুদা | ভাষা আন্দোলন |
এ কে এম শামসুল হক (মরণোত্তর) | ভাষা আন্দোলন |
হাজী মো. মজিবর রহমান | ভাষা আন্দোলন |
মমতাজ উদ্দীন (মরণোত্তর) | মুক্তিযুদ্ধ |
মঞ্জুরুল ইমাম (মরণোত্তর) | রাজনীতি |
আকতার উদ্দিন মিয়া (মরণোত্তর) | রাজনীতি |
জয়ন্ত চট্টোপাধ্যায় | শিল্পকলা (আবৃত্তি) |
মনোরঞ্জন ঘোষাল | শিল্পকলা (সঙ্গীত) |
গাজী আবদুল হাকিম | শিল্পকলা (সঙ্গীত) |
ফজল–এ–খোদা (মরণোত্তর) | শিল্পকলা (সঙ্গীত) |
মাসুদ আলী খান | শিল্পকলা (অভিনয়) |
শিমূল ইউসুফ | শিল্পকলা (অভিনয়) |
নওয়াজেশ আলী খান | শিল্পকলা |
কনকচাঁপা চাকমা | শিল্পকলা (চিত্রকলা) |
মো. শাহ আলমগীর (মরণোত্তর) | সাংবাদিকতা |
মো. সাইদুল হক | সমাজসেবা |
বিদ্যানন্দ ফাউন্ডেশন | সমাজসেবা |
মনিরুজ্জামান | ভাষা ও সাহিত্য |
মো. আবদুল মজিদ | গবেষণা |
বাংলাদেশ জাতীয় জাদুঘর | শিক্ষা |
অধ্যাপক মযহারুল ইসলাম (মরণোত্তর) | শিক্ষা |
২০২৪
[সম্পাদনা]সরকার বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ২১ (একুশ) জন বিশিষ্ট নাগরিক-কে একুশে পদক ২০২৪ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। স্বীকৃতি প্রদানের ক্ষেত্রসহ বিশিষ্ট ব্যক্তিবর্গের নাম নিম্নে উল্লেখ করা হলো:[৭]
নাম | ক্ষেত্র |
---|---|
মৌ. আশরাফুদ্দীন আহমদ (মরণোত্তর) | ভাষা আন্দোলন |
হাতেম আলী মিয়া (মরণোত্তর) | ভাষা আন্দোলন |
জালাল উদ্দিন খাঁ (মরণোত্তর) | শিল্পকলা (সংগীত) |
কল্যাণী ঘোষ | শিল্পকলা (সংগীত) |
বিদিত লাল দাস (মরণোত্তর) | শিল্পকলা (সংগীত) |
এন্ড্রু কিশোর (মরণোত্তর) | শিল্পকলা (সংগীত) |
শুভ্র দেব | শিল্পকলা (সংগীত) |
শিবলী মোহাম্মদ | শিল্পকলা (নৃত্যকলা) |
ডলি জহুর | শিল্পকলা (অভিনয়) |
এম. এ. আলমগীর | শিল্পকলা (অভিনয়) |
খান মো: মুস্তাফা ওয়ালীদ (শিমুল মুস্তাফা) | শিল্পকলা (আবৃত্তি) |
রূপা চক্রবর্তী | শিল্পকলা (আবৃত্তি) |
শাহজাহান আহমেদ বিকাশ | শিল্পকলা (চিত্রকলা) |
কাওসার চৌধুরী | শিল্পকলা (মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামান্যচিত্র নির্মাণ ও আর্কাইভিং) |
মো: জিয়াউল হক | সমাজসেবা |
রফিক আহামদ | সমাজসেবা |
মুহাম্মদ সামাদ | ভাষা ও সাহিত্য |
লুৎফর রহমান রিটন | ভাষা ও সাহিত্য |
মিনার মনসুর | ভাষা ও সাহিত্য |
রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ (মরণোত্তর) | ভাষা ও সাহিত্য |
জিনবোধি ভিক্ষু | শিক্ষা |
আরও দেখুন
[সম্পাদনা]- একুশে পদক পুরস্কার (১৯৭৬–৭৯)
- একুশে পদক পুরস্কার (১৯৮০–৮৯)
- একুশে পদক পুরস্কার (১৯৯০–৯৯)
- একুশে পদক পুরস্কার (২০১০–১৯)
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ একুশে পদকপ্রাপ্ত সুধীবৃন্দ ও প্রতিষ্ঠান (পিডিএফ)। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। ২৯ জুলাই ২০২০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "কাজী রোজি, গোলাম মুরশিদ, আসাদসহ ২১ জন পাচ্ছেন একুশে পদক"। বিডি নিউজ ২৪। ২০২১-০২-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০২-০৪।
- ↑ "২০২২ সালের একুশে পদক পাচ্ছেন ২৪ বিশিষ্ট নাগরিক"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ৩, ২০২২।
- ↑ "একুশে পদক পাচ্ছেন বিশিষ্ট ২৪ নাগরিক"। যুগান্তর। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ৩, ২০২২।
- ↑ "সংবাদ বিজ্ঞপ্তি একুশে পদক ২০২২ প্রদান" (পিডিএফ)। moca.gov.bd। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "বিদ্যানন্দ ফাউন্ডেশনসহ দুই প্রতিষ্ঠান, ১৯ ব্যক্তি পাচ্ছেন একুশে পদক"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ "একুশে পদক প্রদান-২০২৪ অনুষ্ঠানে প্রাপ্ত সুধীজনদের তালিকা" (পিডিএফ)। www.moca.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৩।