টেকনাফ সদর ইউনিয়ন
টেকনাফ সদর | |
---|---|
ইউনিয়ন | |
৩নং টেকনাফ সদর ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে টেকনাফ সদর ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২০°৫০′৫৯″ উত্তর ৯২°১৮′২″ পূর্ব / ২০.৮৪৯৭২° উত্তর ৯২.৩০০৫৬° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কক্সবাজার জেলা |
উপজেলা | টেকনাফ উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | জিয়াউর রহমান জিহাদ (বিএনপি) |
আয়তন | |
• মোট | ১০৬.১৬ বর্গকিমি (৪০.৯৯ বর্গমাইল) |
২৬.২৩৩ একর | |
জনসংখ্যা (জনশুমারি ২০২২) | |
• মোট | ৬৪,৪৫৩ |
• জনঘনত্ব | ৬১০/বর্গকিমি (১,৬০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ২৬.৫৪% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৭৬০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
টেকনাফ সদর বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত টেকনাফ উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]টেকনাফ সদর ইউনিয়নের আয়তন ২৬,২৩৩ একর (১০৬.১৬ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যা
[সম্পাদনা]২০২২ সালের জনশুমারি পরিসংখ্যান অনুযায়ী টেকনাফ সদর ইউনিয়নের লোকসংখ্যা ৬৪,৪৫৩ জন। এর মধ্যে পুরুষ ০০০ জন এবং মহিলা ০০০ জন।[২]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]টেকনাফ উপজেলার মধ্যাংশে টেকনাফ সদর ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৪ কিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে সাবরাং ইউনিয়ন; পশ্চিমে বঙ্গোপসাগর ও বাহারছড়া ইউনিয়ন; উত্তরে হোয়াইক্যং ইউনিয়ন ও হ্নীলা ইউনিয়ন এবং পূর্বে হ্নীলা ইউনিয়ন, টেকনাফ পৌরসভা, নাফ নদী ও মায়ানমারের রাখাইন প্রদেশ অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]টেকনাফ সদর ইউনিয়ন টেকনাফ উপজেলার আওতাধীন ৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম টেকনাফ মডেল থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৭নং নির্বাচনী এলাকা কক্সবাজার-৪ এর অংশ।
ক্র | শাসকগণের নাম | ধরণ | মেয়াদকাল |
---|---|---|---|
০১ | জনাব হাজী সাকের আহমদ | নির্বাচিত | ০১.০৪.১৯৭৪ – ১০.০৩.১৯৭৭ |
০২ | জনাব হাজী কালা মিয়া সওদাগর | নির্বাচিত | ১০.০৩.১৯৭৭ – ৩১.১২.১৯৮৩ |
০৩ | মৌ. আমির আহমদ | ভারপ্রাপ্ত | ২১.০১.১৯৮৪ – ২৯.০২.১৯৮৪ |
০৪ | জনাব এজাহার মিয়া | নির্বাচিত | ০১.০৩.১৯৮৪ – ২১.০১.১৯৮৭ |
০৫ | জনাব তোফাজ্জল আহমদ | নির্বাচিত | ১৮.০২.১৯৯০ – ২৩.০৬.১৯৯০ |
০৬ | জনাব আলী আহমদ | নির্বাচিত | ২৪.০৬.১৯৯০ – ০৩.০৮.১৯৯১ |
০৭ | জনাব আবুল কালাম | ভারপ্রাপ্ত | ০৪.০৮.১৯৯১ – ১১.১২.১৯৯১ |
০৮ | জনাব আলী আহমদ | ভারপ্রাপ্ত | ১২.১২.১৯৯১ – ২৭.০৩.১৯৯২ |
০৯ | জনাব আজীমুল হক | প্রশাসক | ২৮.০৩.১৯৯২ – ১৯.১১.১৯৯২ |
১০ | জনাব এজাহার মিয়া | নির্বাচিত | ২০.১১.১৯৯২ – ১৩.০৮.১৯৯৩ |
১১ | জনাব আব্দুল গফুর শরীফ | ভারপ্রাপ্ত | ১৪.০৮.১৯৯৩ – ২৭.০৯.১৯৯৩ |
১২ | জনাব এজাহার মিয়া | নির্বাচিত | ২৮.০৯.১৯৯৩ – ২৬.০৪.১৯৯৪ |
১৩ | জনাব আব্দুল গফুর শরীফ | নির্বাচিত | ২৭.০৪.১৯৯৪ – ১৫.০৬.১৯৯৪ |
১৪ | জনাব এজাহার মিয়া | নির্বাচিত | |
১৫ | জনাব আলী আহমদ | ভারপ্রাপ্ত | |
১৬ | জনাব জাফর আহমদ | নির্বাচিত | |
১৭ | জনাব নুরুল আলম | নির্বাচিত | ২৪.০৪.২০১১ – ২১.০৩.২০১৬ |
১৮ | জনাব শাহজান মিয়া | নিবার্চিত | ২৩.০৩.২০১৬ – ১৬.০৯.২০২১ |
১৯ | জনাব জিয়াউর রহমান জিহাদ | নিবার্চিত | ১৭.০৯.২০২১ – বর্তমান |
ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:
ওয়ার্ড নং | গ্রামের নাম |
---|---|
১নং ওয়ার্ড | মিঠাপানির ছড়া, রাজার ছড়া, হাবির ছড়া, করাচিপাড়া |
২নং ওয়ার্ড | হাতিয়ারঘোনা, উত্তর লম্বরী,উত্তর লেংঙ্গুর বিল,জাহালিয়া পাড়া |
৩নং ওয়ার্ড | মাঠপাড়া, তুলাতলী, দক্ষিণ লম্বরী,দক্ষিণ লেংঙ্গুর বিল |
৪নং ওয়ার্ড | নতুন পল্লান পাড়া |
৫নং ওয়ার্ড | মহেশখালিয়া পাড়া,খোনকার পাড়া |
৬নং ওয়ার্ড | গোদার বিল, ডেইল পাড়া |
৭নং ওয়ার্ড | কচুবনিয়া, হাজম পাড়া, ছোট হাবিব পাড়া |
৮নং ওয়ার্ড | বড় হাবিবপাড়া, নাজিরপাড়া, মৌলভীপাড়া, হাংঙ্গার ডেইল, শীলবনিয়া পাড়া |
৯নং ওয়ার্ড | বরইতলী, কেরুণতলী |
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]টেকনাফ সদর ইউনিয়নের সাক্ষরতার হার ২৬.৫৪%।[তথ্যসূত্র প্রয়োজন]
- মাধ্যমিক বিদ্যালয়-২টি
- কারিগরি শিক্ষা-১টি
- নিম্ম মাধ্যমিক বিদ্যালয়-১টি
- দাখিল মাদ্রাসা-৩টি
- সরকারি প্রাথমিক বিদ্যালয়-৯টি
- বালিকা মাদ্রাসা-৩টি
- নূরানী মাদ্রাসা-৬২টি
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- মাধ্যমিক বিদ্যালয়
- টেকনাফ বর্ডার গার্ড পাবলিক স্কুল
- লম্বরী মলকা বানু উচ্চ বিদ্যালয়
- টেকনাফ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ।
- স্কলারস স্কুল এন্ড কলেজ।[৩]
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- নতুন পল্লানপাড়া সরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- ১নং ওয়ার্ড রাজার ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ১নং ওয়ার্ড হাবির ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ১নং ওয়ার্ড মিঠাপানির ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ২নং ওয়ার্ড হাতিয়ার ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ২নং ওয়ার্ড লম্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ৩নং ওয়ার্ড তুলাতুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ৪নং ওয়ার্ড নতুন পল্লান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ৫নং ওয়ার্ড মহেশখালীয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ৭নং ওয়ার্ড কচুবনিয়া এমপি বদি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ৮নং ওয়ার্ড বড় হাবির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মাদ্রাসা সমূহ
- মুহাম্মদিয়া রিয়াদুল জন্নাহ দাখিল মাদ্রাসা, ৬নং ওয়ার্ড গোদার বিল
- ২নং ওয়ার্ড হামিদিয়া বালিকা মাদ্রাসা হাতিয়ার ঘোনা
- ৩নং ওয়ার্ড জাহালিয়া বালিকা মাদ্রাসা
- ৩ নং ওয়ার্ড লেংঙ্গুল বালিকা মাদ্রাসা
- ৪নং ওয়ার্ড নতুন পল্লান পাড়া সুফিয়া নূরীয়া দাখিল মাদ্রাসা
- ৮নং ওয়ার্ড নাজির পাড়া বালিকা মাদ্রাসা [৪]
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]টেকনাফ সদর ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল কক্সবাজার-টেকনাফ উপকূলীয় সড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।
খাল ও নদী
[সম্পাদনা]টেকনাফ সদর ইউনিয়নের পূর্ব সীমান্ত দিয়ে প্রবাহিত হচ্ছে নাফ নদী এবং পশ্চিম পাশে রয়েছে বঙ্গোপসাগর।[৫]
হাট-বাজার
[সম্পাদনা]টেকনাফ সদর ইউনিয়নের প্রধান প্রধান হাট-বাজারগুলো হল গোদার বিল গরুর বাজার, নতুন পল্লান পাড়া বটতলী বাজার, মিঠাপানির ছড়া বাজার এবং পর্যটন মোড় বাজার।[৬]
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- নাইট্যং পাহাড়
- নাফ নদী
- বঙ্গোপসাগর
- মহেশখালিয়া পাড়া সৈকত
- লম্বরী সৈকত
- বটতলী বীচ পয়েন্ট
- মাতিনের কূপ
- স্থলবন্দর
- মেরিন ড্রাইভ সড়ক
জনপ্রতিনিধি
[সম্পাদনা]- বর্তমান চেয়ারম্যান: জিয়াউর রহমান জিহাদ [৭]
আরও দেখুন
[সম্পাদনা]- টেকনাফ উপজেলা
- টেকনাফ মডেল থানা
- কক্সবাজার জেলা
- টেকনাফ ফায়ার সার্ভিস
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "টেকনাফ উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ ক খ "গ্রামভিত্তিক লোকসংখ্যা - টেকনাফ সদর ইউনিয়ন - টেকনাফ সদর ইউনিয়ন"। teknafsadarup.coxsbazar.gov.bd। ১০ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৮।
- ↑ "নিম্ন মাধ্যমিক বিদ্যালয় - টেকনাফ সদর ইউনিয়ন - টেকনাফ সদর ইউনিয়ন"। teknafsadarup.coxsbazar.gov.bd।
- ↑ http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=412&thana=41206&union=03[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "খাল ও নদী - টেকনাফ সদর ইউনিয়ন - টেকনাফ সদর ইউনিয়ন"। teknafsadarup.coxsbazar.gov.bd। ২৯ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৮।
- ↑ "হাটবাজার - টেকনাফ সদর ইউনিয়ন - টেকনাফ সদর ইউনিয়ন"। teknafsadarup.coxsbazar.gov.bd। ২৯ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৮।
- ↑ "জনাব জিয়াউর রহমান জিহাদ - টেকনাফ সদর ইউনিয়ন - টেকনাফ সদর ইউনিয়ন"। teknafsadarup.coxsbazar.gov.bd। Archived from the original on ২৫ জানুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৮।