বিষয়বস্তুতে চলুন

২০২২–২৩ ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২২–২৩ ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফর
 
  নিউজিল্যান্ড ইংল্যান্ড
তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২৩ – ২৪ ফেব্রুয়ারি ২০২৩
অধিনায়ক টিম সাউদি বেন স্টোকস
টেস্ট সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজ ১–১ ব্যবধানে ড্র
সর্বাধিক রান টম ব্লান্ডেল (২৬৭) হ্যারি ব্রুক (২৮৯)
সর্বাধিক উইকেট নিল ওয়াগনার (১১) জেমস অ্যান্ডারসন (১০)
স্টুয়ার্ট ব্রড (১০)
জ্যাক লিচ (১০)
সিরিজ সেরা খেলোয়াড় হ্যারি ব্রুক (ইংল্যান্ড)

ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দল ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে দুটি টেস্ট ম্যাচ খেলার জন্য নিউজিল্যান্ড সফর করে।[][] ২০২২ সালের জুন মাসে সিরিজের সূচি নিশ্চিত করা হয়।[] সিরিজটি ১–১ ব্যবধানে ড্র হয়।[]

দলীয় সদস্য

[সম্পাদনা]
 নিউজিল্যান্ড[]  ইংল্যান্ড[]

সিরিজ শুরুর আগে চোটের কারণে কাইল জেমিসন নিউজিল্যান্ড দল থেকে ছিটকে যান, যে কারণে জেকব ডাফি ও স্কট কুগেলাইনকে দলে যোগ করা হয়।[]

প্রস্তুতিমূলক ম্যাচ

[সম্পাদনা]
৮–৯ ফেব্রুয়ারি ২০২৩ (দিন/রাত)
স্কোরকার্ড
৪৬৫ (৬৯.২ ওভার)
হ্যারি ব্রুক ৯৭ (৭১)
কাইল জেমিসন ৩/৬৫ (১৫ ওভার)
৩১০ (৮২.১ ওভার)
কুইন সুন্দে ৯১ (১২৮)
অলি স্টোন ৩/৫৪ (১১.১ ওভার)
খেলা ড্র
সেডন পার্ক, হ্যামিল্টন
আম্পায়ার: ক্রিস ব্রাউন (নিউজিল্যান্ড) ও টিম পারলেন (নিউজিল্যান্ড)

  • টস হয়নি।
  • প্রথম দিনে আলোকস্বল্পতার কারণে ১৮ ওভার খেলা সম্ভব হয়নি।

টেস্ট সিরিজ

[সম্পাদনা]

১ম টেস্ট

[সম্পাদনা]
১৬–২০ ফেব্রুয়ারি ২০২৩ (দিন/রাত)
স্কোরকার্ড
৩২৫/৯ঘো (৫৮.২ ওভার)
হ্যারি ব্রুক ৮৯ (৮১)
নিল ওয়াগনার ৪/৮২ (১৬.২ ওভার)
৩০৬ (৮২.৫ ওভার)
টম ব্লান্ডেল ১৩৮ (১৮১)
অলি রবিনসন ৪/৫৪ (১৯ ওভার)
৩৭৪ (৭৩.৫ ওভার)
জো রুট ৫৭ (৬২)
ব্লেয়ার টিকনার ৩/৫৫ (১২ ওভার)
১২৬ (৪৫.৩ ওভার)
ড্যারিল মিচেল ৫৭* (১০১)
জেমস অ্যান্ডারসন ৪/১৮ (১০.৩ ওভার)
ইংল্যান্ড ২৬৭ রানে জয়ী
বে ওভাল, মাউন্ট মংগানুই
আম্পায়ার: আলিম দার (পাকিস্তান) ও ক্রিস গ্যাফানি (নিউজিল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: হ্যারি ব্রুক (ইংল্যান্ড)
  • নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দিনে আলোকস্বল্পতার কারণে যথাক্রমে ১১ ওভার, ৭ ওভার ও ৭ ওভার খেলা সম্ভব হয়নি।
  • ব্লেয়ার টিকনার ও স্কট কুগেলাইন (নিউজিল্যান্ড)-এর টেস্ট অভিষেক হয়।

২য় টেস্ট

[সম্পাদনা]
২৪–২৮ ফেব্রুয়ারি ২০২৩
স্কোরকার্ড
৪৩৫/৮ঘো (৮৭.১ ওভার)
হ্যারি ব্রুক ১৮৬ (১৭৬)
ম্যাট হেনরি ৪/১০০ (২২.১ ওভার)
২০৯ (৫৩.২ ওভার)
টিম সাউদি ৭৩ (৪৯)
স্টুয়ার্ট ব্রড ৪/৬১ (১৪.২ ওভার)
২৫৬ (৭৪.২ ওভার)
জো রুট ৯৫ (১১৩)
নিল ওয়াগনার ৪/৬২ (১৫.২ ওভার)
৪৮৩ (১৬২.৩ ওভার) (ফলো-অন)
কেন উইলিয়ামসন ১৩২ (২৮২)
জ্যাক লিচ ৫/১৫৭ (৬১.৩ ওভার)
নিউজিল্যান্ড ১ রানে জয়ী
বেসিন রিজার্ভ, ওয়েলিংটন
আম্পায়ার: ক্রিস গ্যাফানি (নিউজিল্যান্ড) ও রড টাকার (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)
  • নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • প্রথম ও দ্বিতীয় দিনে বৃষ্টির কারণে যথাক্রমে ২৫ ওভার ও ৩১ ওভার খেলা সম্ভব হয়নি।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Men's Future Tours Program" (পিডিএফ)আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। ২৬ ডিসেম্বর ২০২২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২২ 
  2. "New Zealand v England: Stuart Broad returns to squad for two-match Test series"ব্রিটিশ সম্প্রচার কর্পোরেশন স্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০২২ 
  3. "India/England tours headline 2022-23 home summer"নিউজিল্যান্ড ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২২ 
  4. "Brendon McCullum: Neil Wagner is 'one of the toughest I've come across'"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৩ 
  5. "Kyle Jamieson returns for Test series against England"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৩ 
  6. "England Men's Test squad announced for the tour of New Zealand"ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০২২ 
  7. "Boult overlooked as Jamieson's replacement; Stead defends Kuggeleijn inclusion"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২৩ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]