লুই ওজেন ফেলিক্স নেএল
লুই ওজেন ফেলিক্স নেএল | |
---|---|
জন্ম | |
মৃত্যু | ১৭ নভেম্বর ২০০০ | (বয়স ৯৫)
জাতীয়তা | ফরাসি |
মাতৃশিক্ষায়তন | একোল নর্মাল সুপেরিয়র প্যারিস বিশ্ববিদ্যালয় স্ত্রাসবুর বিশ্ববিদ্যালয় |
পরিচিতির কারণ | |
পুরস্কার | পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৭০) ForMemRS(১৯৬৬) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | কঠিন অবস্থা পদার্থবিজ্ঞান |
প্রতিষ্ঠানসমূহ | গ্রনোবল সিএনআরএস |
লুই ওজেন ফেলিক্স নেএল (ফরাসি: Louis Eugène Félix Néel) (নভেম্বর ২২, ১৯০৪ - নভেম্বর ১৭, ২০০০) ছিলেন বিখ্যাত ফরাসি পদার্থবিজ্ঞানী। তিনি ফ্রান্সের লিয়োঁ শহরে জন্মগ্রহণ করেন এবং সেখানকার লিসে দ্যু পার্ক উচ্চবিদ্যালয়ে শিক্ষালাভ করেন। এরপর তিনি প্যারিসের ইকোল নরমাল সুপেরিওরে যোগ দেন। তিনি ১৯৭০ সালে সুয়েডীয় নভোপদার্থবিজ্ঞানী হানেস উলফ গোস্তা আল্ফভেনের সাথে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। কঠিন পদার্থের চৌম্বক ধর্ম বিষয়ে গবেষণার জন্য তিনি এই পুরস্কার লাভ করেছিলেন। কঠিন অবস্থা পদার্থবিজ্ঞানে তিনি যে অবদান রেখেছেন তার অনেক গুরুত্বপূর্ণ প্রয়োগ রয়েছে। যেমন: কম্পিউটারের স্মৃতি উপাংশের উন্নয়ন কার্যে। ১৯৩০ সালে তিনি প্রস্তাব করেছিলেন নতুন ধরনের একটি চৌম্বক ব্যবহার থাকতে পারে যার নাম প্রতিফেরোচুম্বকত্ব যা ফেরিচুম্বকত্বকে বাধা দেবে। একটি নির্দিষ্ট তাপমাত্রার উপরে গেলে এই ধর্মটি বিলুপ্ত হয়ে যায়। তাপমাত্রার এই সীমাকে নেএল তাপমাত্রা বলা হয়। ১৯৪৭ সালে নেএল বলেন, ফেরিচুম্বকত্ব প্রদর্শন করে এমন পদার্থেরও অস্তিত্ব থাকতে পারে। তিনি কিছু কিছু শিলার দুর্বল প্রকৃতির চুম্বকত্বের ব্যাখ্যা দেন যা ভূ-চুম্বকত্বের ইতিহাস অধ্যয়নে উপকারে এসেছে।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- Louis Eugène Félix Néel
- Louis Néel - Biography. Nobel Lectures, Physics 1963-1970. Elsevier Publishing Company, Amsterdam ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ আগস্ট ২০০৪ তারিখে.
- Néel Institute Grenoble, France.
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
- ১৯০৪-এ জন্ম
- ২০০০-এ মৃত্যু
- নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী
- ফরাসি নোবেল বিজয়ী
- ফরাসি পদার্থবিজ্ঞানী
- ইকোল নরমাল সুপেরিওরের প্রাক্তন শিক্ষার্থী
- স্ট্রসবার্গ বিশ্ববিদ্যালয় অনুষদ
- রয়েল সোসাইটির বিদেশি সদস্য
- রুশ বিজ্ঞান অ্যাকাডেমির বিদেশী সদস্য
- ফরাসি বিজ্ঞান একাডেমির সদস্য
- রয়্যাল নেদারল্যান্ডস কলা ও বিজ্ঞান একাডেমির সদস্য