২০২১ ওমান ত্রিদেশীয় সিরিজ (রাউন্ড ৭)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(2022 Oman Tri-Nation Series থেকে পুনর্নির্দেশিত)
২০২১ ওমান ত্রিদেশীয় সিরিজ
২০১৯–২০২৩ আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লিগ ২-এর অংশ
তারিখ২৫ সেপ্টেম্বর ২০২১ – ২ অক্টোবর ২০২১
স্থানওমান
দলসমূহ
 ওমান  পাপুয়া নিউগিনি  স্কটল্যান্ড
অধিনায়কবৃন্দ
জিশান মাকসুদ আসাদুল্লাহ ভালা কাইল কুটজার
সর্বাধিক রান
আকিব ইলিয়াস (১২৩) আসাদুল্লাহ ভালা (১৪৭) কাইল কুটজার (১৬৯)
সর্বাধিক উইকেট
জিশান মাকসুদ (৭) কাবুয়া ভাগি মোরেয়া (৯) অ্যালাসডেয়ার এভান্স (৫)

২০২১ ওমান ত্রিদেশীয় সিরিজ ছিল ২০১৯–২০২৩ আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লিগ ২ ক্রিকেট টুর্নামেন্টের ৭ম পর্ব যা ২০২১ সালের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ওমানে অনুষ্ঠিত হয়।[১] সিরিজটি ছিল ওমান, পাপুয়া নিউ গিনিস্কটল্যান্ডের অংশগ্রহণে অনুষ্ঠিত একটি ত্রিদেশীয় সিরিজ, এবং ম্যাচগুলো খেলা হয় একদিনের আন্তর্জাতিক (ওডিআই) হিসেবে।[২] আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লিগ ২ টুর্নামেন্টটি ছিল ২০২৩ পুরুষ ক্রিকেট বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের একটি ধাপ।[৩][৪] প্রথমে সিরিজটি ২০২২ সালের নভেম্বর ও ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল,[৫] কিন্তু ওমান ক্রিকেট সেটিকে এগিয়ে ২০২১ সালের সেপ্টেম্বর মাসে নিয়ে আসে।[৬] ২০২১ সালের আগস্ট মাসে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সিরিজের সম্পূর্ণ সূচি ঘোষণা করে।[৭]

দলীয় সদস্য[সম্পাদনা]

 ওমান[৮]  পাপুয়া নিউগিনি[৯]  স্কটল্যান্ড[১০]

সূচি[সম্পাদনা]

১ম ওডিআই[সম্পাদনা]

২৫ সেপ্টেম্বর ২০২১
০৯:৩০
স্কোরকার্ড
পাপুয়া নিউগিনি 
১৯৭ (৪৭.৪ ওভার)
 স্কটল্যান্ড
১৯৮/৪ (৪৩ ওভার)
চাদ সোপার ৪৬* (৫৯)
গ্যাভিন মেইন ৩/৩৩ (৮ ওভার)
ম্যাথু ক্রস ৭৫ (৭০)
চাদ সোপার ২/২০ (১০ ওভার)
স্কটল্যান্ড ৪ উইকেটে জয়ী
আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম (মিনিস্ট্রি টার্ফ ২), আল আমিরাত
আম্পায়ার: রাহুল আশের (ওমান) ও হরিকৃষ্ণ পিল্লাই (ওমান)
ম্যাচ সেরা খেলোয়াড়: ম্যাথু ক্রস (স্কটল্যান্ড)
  • স্কটল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২য় ওডিআই[সম্পাদনা]

২৬ সেপ্টেম্বর ২০২১
০৯:৩০
স্কোরকার্ড
ওমান 
২৫০/৭ (৫০ ওভার)
 পাপুয়া নিউগিনি
১৪০ (৪২.২ ওভার)
সুরজ কুমার ৬২* (৭০)
কাবুয়া ভাগি মোরেয়া ২/৫০ (১০ ওভার)
জেসন কিলা ৩৬ (৫০)
জিশান মাকসুদ ৪/২৮ (১০ ওভার)
ওমান ১১০ রানে জয়ী
আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম (মিনিস্ট্রি টার্ফ ২), আল আমিরাত
আম্পায়ার: আহমেদ শাহ পাকতিন (আফগানিস্তান) ও বিনোদ বাবু (ওমান)
ম্যাচ সেরা খেলোয়াড়: জিশান মাকসুদ (ওমান)
  • পাপুয়া নিউ গিনি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • কাশ্যপ প্রজাপতি (ওমান)-এর ‍ওডিআই অভিষেক হয়।

৩য় ওডিআই[সম্পাদনা]

২৮ সেপ্টেম্বর ২০২১
০৯:৩০
স্কোরকার্ড
স্কটল্যান্ড 
২৭৩/৬ (৫০ ওভার)
 ওমান
২৫৫/৯ (৫০ ওভার)
রিচার্ড বেরিংটন ৯৭ (৮৭)
কলিমুল্লাহ ১/৩৫ (৮ ওভার)
জতিন্দর সিং ৬৪ (৬৫)
ক্রিস সোল ৩/৭৯ (৯ ওভার)
স্কটল্যান্ড ১৮ রানে জয়ী
আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম (মিনিস্ট্রি টার্ফ ২), আল আমিরাত
আম্পায়ার: আহমেদ শাহ পাকতিন (আফগানিস্তান) ও হরিকৃষ্ণ পিল্লাই (ওমান)
ম্যাচ সেরা খেলোয়াড়: রিচার্ড বেরিংটন (স্কটল্যান্ড)
  • স্কটল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৪র্থ ওডিআই[সম্পাদনা]

২৯ সেপ্টেম্বর ২০২১
১৪:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
পাপুয়া নিউগিনি 
২২৬/৮ (৫০ ওভার)
 স্কটল্যান্ড
২২৮/৬ (৪৮.৫ ওভার)
কাইল কুটজার ৮১ (১০৩)
কাবুয়া ভাগি মোরেয়া ২/৪০ (১০ ওভার)
স্কটল্যান্ড ৪ উইকেটে জয়ী
আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম (মিনিস্ট্রি টার্ফ ১), আল আমিরাত
আম্পায়ার: বিনোদ বাবু (ওমান) ও রাহুল আশের (ওমান)
ম্যাচ সেরা খেলোয়াড়: মাইকেল লিস্ক (স্কটল্যান্ড)
  • পাপুয়া নিউ গিনি টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৫ম ওডিআই[সম্পাদনা]

১ অক্টোবর ২০২১
১৪:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
পাপুয়া নিউগিনি 
১৫০ (৪৩.২ ওভার)
 ওমান
১৫১/৭ (৩৫.৫ ওভার)
আকিব ইলিয়াস ৫৬ (৭৭)
কাবুয়া ভাগি মোরেয়া ৫/২৮ (৯ ওভার)
ওমান ৩ উইকেটে জয়ী
আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম (মিনিস্ট্রি টার্ফ ১), আল আমিরাত
আম্পায়ার: আহমেদ শাহ পাকতিন (আফগানিস্তান) ও রাহুল আশের (ওমান)
ম্যাচ সেরা খেলোয়াড়: খাওয়ার আলি (ওমান)
  • পাপুয়া নিউ গিনি টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • খাওয়ার আলি প্রথম ওমানি ক্রিকেটার হিসেবে পুরুষ ওডিআই ক্রিকেটে পাঁচ উইকেট লাভ করেন।[১১]
  • কাবুয়া ভাগি মোরেয়া (পাপুয়া নিউ গিনি) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[১২]

৬ষ্ঠ ওডিআই[সম্পাদনা]

২ অক্টোবর ২০২১
১৪:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
স্কটল্যান্ড 
১০০/৩ (২৩.২ ওভার)
জর্জ মানসি ৫৮* (৫৫)
বিলাল খান ২/১৯ (৫ ওভার)
ফলাফল হয়নি
আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম (মিনিস্ট্রি টার্ফ ১), আল আমিরাত
আম্পায়ার: আহমেদ শাহ পাকতিন (আফগানিস্তান) ও হরিকৃষ্ণ পিল্লাই (ওমান)
  • স্কটল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Oman confirms hosting Mumbai to prepare for WCL League Two, T20 Cricket World Cup"টাইমস অব ওমান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২১ 
  2. "ICC Men's Cricket World Cup League 2 series announced"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৯ 
  3. "Namibia crowned ICC World Cricket League Division 2 champions with victory over Oman"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১৯ 
  4. "Associates pathway to 2023 World Cup undergoes major revamp"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১৮ 
  5. "Men's Cricket World Cup 2023 qualifying matches rescheduled"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০২০ 
  6. "Many India players among strong Mumbai side coming to Oman"ওমান ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২১ 
  7. "Men's Cricket World Cup League 2 set to resume"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০২১ 
  8. "Our 14 member squad that would compete for World Cricket League Championship 2"ওমান ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০২১ – ফেসবুক-এর মাধ্যমে। 
  9. "Barras announce squad"পোস্ট কুরিয়ার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০২১ 
  10. "Captain Coetzer leads Scotland squad to ICC Men's T20 World Cup"ক্রিকেট স্কটল্যান্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২১ 
  11. "Oman beat Papua New Guinea by three wickets"টাইমস অব ওমান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০২১ 
  12. "Ali and Ilyas combine as Oman extend PNG's losing streak"ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০২১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]