২০১৯-২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লীগ ২
![]() ক্রিকেট বিশ্বকাপ লীগ ২-এর লোগো | |
তারিখ | আগস্ট ২০১৯ – জানুয়ারি ২০২৩ |
---|---|
ব্যবস্থাপক | আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল |
ক্রিকেটের ধরন | একদিনের আন্তর্জাতিক |
প্রতিযোগিতার ধরন | রাউন্ড-রবিন |
অংশগ্রহণকারী | ৭ |
খেলার সংখ্যা | ১২৬ |
২০১৯-২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লীগ ২ হচ্ছে আইসিসি কর্তৃক নতুন সংযোজিত একটি ক্রিকেট প্রতিযোগিতা, যার মাধ্যমে নিশ্চিত করা হবে বাছাইপর্বে অংশগ্রহণকারী দল এবং তৈরী হবে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ খেলার পথ।[১][২] এই প্রতিযোগিতটা ২০১৯ এর আগস্ট থেকে শুরু হয়ে ২০২২ এর জানুয়ারী পর্যন্ত চলবে।[৩] সবগুলো খেলাই হবে একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ফরম্যাটে।[৪] প্রতিটি গুচ্ছের খেলার সূচীটি হবে একটি ত্রি-দেশীয় সিরিজ।[৫]
স্কটল্যান্ড, নেপাল এবং সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট দল যুক্ত হবে ২০১৯ আইসিসি বিশ্ব ক্রিকেট লীগ দ্বিতীয় বিভাগ এর সেরা চার দলের সাথে।[৬] প্রতিযোগিতার সেরা তিনটি দল ২০২২ ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্ব প্রতিযোগিতায় অগ্রসর হবে এবং বাকী চারটি দলকে প্লে-অফ প্রতিযোগিতায় অবনমন করা হবে, এটিও অনুষ্ঠিত হবে ২০২২ সালে।[৭] উক্ত প্রতিযোগিতার প্রথম রাউন্ডের খেলাটি অনুষ্ঠিত হবে অ্যাবরদিন, স্কটল্যান্ডে ২০১৯ এর আগস্টে। [৮]
দল সমূহ[সম্পাদনা]
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লীগ ২ এর সেরা তিনটি দল বিশ্বকাপ বাছাইপর্বে খেলার যোগ্যতা অর্জন করবে এবং শেষ চারটি দল প্লে-অফ সিরিজ খেলে বিশ্বকাপ বাছাইপর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে।[৯]
দল | বাছাই যোগ্যতার ধরন |
---|---|
![]() |
পূর্বেই ওডিআই মর্যাদা পেয়েছে |
![]() | |
![]() | |
![]() |
২০১৯ আইসিসি বিশ্ব ক্রিকেট লীগ দ্বিতীয় বিভাগ থেকে উন্নীত। |
![]() | |
![]() | |
![]() |
খেলার সূচী[সম্পাদনা]
মে ২০১৯, আইসিসি নিম্নোক্ত খেলার তালিকা সূচী প্রকাশ করেছে।[৩][১৪]
পয়েন্ট টেবিল[সম্পাদনা]
অব | দল | খেলা | জ | হা | টাই | ফহ | পয়েন্ট | এনআরআর | যোগ্যতা অর্জন[ক] |
---|---|---|---|---|---|---|---|---|---|
১ | ![]() |
৮ | ৬ | ২ | ০ | ০ | ১২ | ০.৪১২ | বাছাইপর্বে অগ্রসর। |
২ | ![]() |
৮ | ৪ | ৩ | ০ | ১ | ৯ | ০.১৩৯ | |
৩ | ![]() |
৮ | ৪ | ৩ | ০ | ১ | ৮ | ০.০০৮ | |
৪ | ![]() |
৮ | ৪ | ২ | ০ | ২ | ৮ | −০.১৩৯ | প্লে-অফ-এ অবনমন। |
৫ | ![]() |
৮ | ৩ | ৩ | ০ | ২ | ৭ | −০.০০৪ | |
৬ | ![]() |
০ | ০ | ০ | ০ | ০ | ০ | — | |
৭ | ![]() |
৮ | ০ | ৮ | ০ | ০ | ০ | −০.৪৫৮ |
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট, ২) নেট রান রেট
টীকা:
- ↑ ২০২০ ওমান ত্রি-দেশীয় সিরিজ চলাকালীন সময়ে ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদ এর মৃত্যুর কারণে সিরিজের শেষ দুটি খেলা পরিত্যাক্ত করা হয় এবং আইসিসি নিশ্চিত করে যে, উক্ত খেলা দুটির কোন পয়েন্ট বরাদ্দ হবে না।
খেলা সমূহ[সম্পাদনা]
আগস্ট ২০১৯[সম্পাদনা]
অব | দল | খেলা | জ | হা | টাই | ফহ | পয়েন্ট | এনআরআর |
---|---|---|---|---|---|---|---|---|
১ | ![]() |
৪ | ৩ | ১ | ০ | ০ | ৬ | ০.৫৫৬ |
২ | ![]() |
৪ | ৩ | ১ | ০ | ০ | ৬ | −০.২৩৪ |
৩ | ![]() |
৪ | ০ | ৪ | ০ | ০ | ০ | −০.৩২৯ |
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) জয়; ৩) নেট রান রেট; ৪) টাই করা দলগুলির মধ্যে ফলাফল;
(H) স্বাগতিক।
সেপ্টেম্বর ২০১৯[সম্পাদনা]
দল
|
খেলা | জয় | হার | ড্র | ফ.বি. | পয়েন্ট | এনআরআর |
---|---|---|---|---|---|---|---|
![]() |
৪ | ৩ | ১ | ০ | ০ | ৬ | +০.৫১১ |
![]() |
৪ | ৩ | ১ | ০ | ০ | ৬ | +০.০২১ |
![]() |
৪ | ০ | ৪ | ০ | ০ | ০ | –০.২১৭ |
ডিসেম্বর ২০১৯[সম্পাদনা]
অব | দল | খেলা | জ | হা | টাই | ফহ | পয়েন্ট | এনআরআর |
---|---|---|---|---|---|---|---|---|
১ | ![]() |
৪ | ৩ | ১ | ০ | ০ | ৬ | ০.৭০৭ |
২ | ![]() |
৪ | ১ | ২ | ০ | ১ | ৩ | −০.৪৩১ |
৩ | ![]() |
৪ | ১ | ২ | ০ | ১ | ৩ | −০.৫৫৫ |
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) জয়; ৩) নেট রান রেট;
(H) স্বাগতিক।
জানুয়ারী ২০২০[সম্পাদনা]
অব | দল | খেলা | জ | হা | টাই | ফহ | পয়েন্ট | এনআরআর |
---|---|---|---|---|---|---|---|---|
১ | ![]() |
৪ | ২ | ১ | ০ | ১ | ৪ | ০.৫৯২ |
২ | ![]() |
৪ | ১ | ১ | ০ | ২ | ২ | ০.১২৩ |
৩ | ![]() |
৪ | ১ | ২ | ০ | ১ | ২ | −০.৭০৭ |
শ্রেণীবিভাগের নিয়মাবলী: (ক) পয়েন্ট (খ) নেট রান রেট
(H) স্বাগতিক।
ফেব্রুয়ারি ২০২০[সম্পাদনা]
মার্চ ২০২০[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Namibia crowned ICC World Cricket League Division 2 champions with victory over Oman"। International Cricket Council। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১৯।
- ↑ "Associates pathway to 2023 World Cup undergoes major revamp"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১৮।
- ↑ ক খ "ICC Men's Cricket World Cup League 2 series announced"। International Cricket Council। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৯।
- ↑ "New qualification pathway for ICC Men's Cricket World Cup approved"। International Cricket Council। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১৮।
- ↑ "ICC Men's Cricket World Cup Qualification Pathway frequently asked questions"। International Cricket Council। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০১৮।
- ↑ ক খ গ ঘ "Xavier Marshall in USA squad for WCL Division Two"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১৯।
- ↑ "All to play for in last ever World Cricket League tournament"। International Cricket Council। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১৯।
- ↑ "Scotland cricket: new head coach Shane Burger targets World Cup and Test status"। BBC Sport। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৯।
- ↑ "New cricket calendar aims to give all formats more context"। ESPN Cricinfo। ৪ ফেব্রুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১৭।
- ↑ "USA, Oman, PNG, Namibia secure ODI status for coming World Cup Qualifying cycle"। The Indian Express। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১৯।
- ↑ "Oman and USA gain One-Day International status"। CricTracker। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১৯।
- ↑ "USA team attains ODI status, makes history"। Cricket Country। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১৯।
- ↑ "Papua New Guinea secure top-four finish on dramatic final day"। International Cricket Council। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১৯।
- ↑ "ICC launches the road to India 2023"। International Cricket Council। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৯।