২০২১–২২ জিম্বাবুয়ে পুরুষ ক্রিকেট দলের স্কটল্যান্ড সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২১–২২ জিম্বাবুয়ে পুরুষ ক্রিকেট দলের স্কটল্যান্ড সফর
 
  স্কটল্যান্ড জিম্বাবুয়ে
তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২১ – ১৯ সেপ্টেম্বর ২০২১
অধিনায়ক কাইল কুটজার ক্রেইগ আরভাইন
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে জিম্বাবুয়ে ২–১ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান রিচার্ড বেরিংটন (১৬৮) মিল্টন শুম্বা (১১২)
সর্বাধিক উইকেট সাফইয়ান শরিফ (৪) তেন্দাই চাতারা (৫)
লুক জংওয়ে (৫)
সিরিজ সেরা খেলোয়াড় মিল্টন শুম্বা (জিম্বাবুয়ে)

জিম্বাবুয়ে পুরুষ ক্রিকেট দল ২০২১ সালের সেপ্টেম্বর মাসে তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য স্কটল্যান্ড সফর করে।[১][২] সিরিজের ম্যাচগুলো এডিনবরার দ্য গ্রেঞ্জ ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়।[৩] ঘরের মাঠে স্কটল্যান্ড এর আগে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল ২০১৯ সালের আগস্ট মাসে[৪] সিরিজে জিম্বাবুয়ে ২–১ ব্যবধানে জয়ী হয়।[৫][৬]

দলীয় সদস্য[সম্পাদনা]

 স্কটল্যান্ড[৭]  জিম্বাবুয়ে[৮]

সিরিজটির দুদিন আগে অনুষ্ঠিত হওয়া জিম্বাবুয়ের আয়ারল্যান্ড সফরের শেষ ম্যাচের পর জিম্বাবুয়ের ব্রেন্ডন টেলর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন।[৯]

টি২০আই সিরিজ[সম্পাদনা]

১ম টি২০আই[সম্পাদনা]

১৫ সেপ্টেম্বর ২০২১
১৪:০০
স্কোরকার্ড
স্কটল্যান্ড 
১৪১/৬ (২০ ওভার)
 জিম্বাবুয়ে
১৩৪/৯ (২০ ওভার)
মিল্টন শুম্বা ৪৫* (৩০)
সাফইয়ান শরিফ ৪/২৪ (৪ ওভার)
স্কটল্যান্ড ৭ রানে জয়ী
দ্য গ্রেঞ্জ ক্লাব মাঠ, এডিনবরা
আম্পায়ার: অ্যালান হ্যাগো (স্কটল্যান্ড) ও ডেভিড ম্যাকলিন (স্কটল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: রিচার্ড বেরিংটন (স্কটল্যান্ড)
  • স্কটল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

২য় টি২০আই[সম্পাদনা]

১৭ সেপ্টেম্বর ২০২১
১৪:০০
স্কোরকার্ড
জিম্বাবুয়ে 
১৩৬/৫ (২০ ওভার)
 স্কটল্যান্ড
১২৬ (১৯.৪ ওভার)
শন উইলিয়ামস ৬০* (৫২)
গ্যাভিন মেইন ১/১৭ (৩ ওভার)
ম্যাথু ক্রস ৪২ (৩৫)
রিচার্ড ন্‌গারাভা ২/১৩ (৪ ওভার)
জিম্বাবুয়ে ১০ রানে জয়ী
দ্য গ্রেঞ্জ ক্লাব মাঠ, এডিনবরা
আম্পায়ার: ডেভিড ম্যাকলিন (স্কটল্যান্ড) ও মার্ক হথর্ন (আয়ারল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: রিচার্ড ন্‌গারাভা (জিম্বাবুয়ে)
  • জিম্বাবুয়ে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ইনোসেন্ট কাইয়া (জিম্বাবুয়ে)-এর টি২০আই অভিষেক হয়।

৩য় টি২০আই[সম্পাদনা]

১৯ সেপ্টেম্বর ২০২১
১৪:০০
স্কোরকার্ড
স্কটল্যান্ড 
১৭৭/৪ (২০ ওভার)
 জিম্বাবুয়ে
১৮০/৪ (১৯.১ ওভার)
জর্জ মানসি ৫৪ (৩০)
লুক জংওয়ে ২/৩২ (৩ ওভার)
মিল্টন ‍শুম্বা ৬৬* (২৯)
মাইকেল লিস্ক ২/২২ (৩ ওভার)
জিম্বাবুয়ে ৬ উইকেটে জয়ী
দ্য গ্রেঞ্জ ক্লাব মাঠ, এডিনবরা
আম্পায়ার: অ্যালান হ্যাগো (স্কটল্যান্ড) ও মার্ক হথর্ন (আয়ারল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: মিল্টন শুম্বা (জিম্বাবুয়ে)
  • স্কটল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Zimbabwe to tour Ireland and Scotland in August-September"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০২১ 
  2. "Zimbabwe get go-ahead to tour Ireland and Scotland in August-September"ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২১ 
  3. "International cricket returns to Scotland as three matches against Zimbabwe are confirmed"ক্রিকেট স্কটল্যান্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০২১ 
  4. "Scotland arrange three T20I matches with Zimbabwe in Edinburgh"ব্রিটিশ সম্প্রচার কর্পোরেশন স্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০২১ 
  5. "Milton Shumba's 29-ball 66 fires Zimbabwe to series win"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২১ 
  6. "Sensational Shumba helps Zimbabwe to series victory"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২১ 
  7. "Captain Coetzer leads Scotland squad to ICC Men's T20 World Cup"ক্রিকেট স্কটল্যান্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২১ 
  8. "Craig Ervine named Zimbabwe captain for Ireland, Scotland tours"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০২১ 
  9. "Brendan Taylor to retire from international cricket"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০২১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]