২০১৯ স্কটল্যান্ড ত্রি-দেশীয় সিরিজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০১৯ স্কটল্যান্ড ত্রি-দেশীয় সিরিজ
২০১৯-২২ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লীগ ২-এর অংশ
তারিখ১৪–২১ আগস্ট ২০১৯
স্থানস্কটল্যান্ড
ফলাফল স্কটল্যান্ড সিরিজ জয় লাভ করে
দলসমূহ
 ওমান  পাপুয়া নিউগিনি  স্কটল্যান্ড
অধিনায়কবৃন্দ
জিশান মাকসুদ আসাদ ভালা কাইল কোয়েতজার
সর্বাধিক রান
আকিব ইলিয়াস (২১০) টনি উরা (১৩৪) কাইল কোয়েতজার (২১৪)
সর্বাধিক উইকেট
খাওয়ার আলী (৯) নোসাইনা পোকানা (৬)
আসাদ ভালা (৬)
হামজা তাহির (১০)

২০১৯ স্কটল্যান্ড ত্রি-দেশীয় সিরিজ একটি ক্রিকেট প্রতিযোগিতা, যা আগস্ট ২০১৯ এ স্কটল্যান্ডে অনুষ্ঠিত হয়।[১] এটি ওমান, পাপুয়া নিউগিনি এবং স্কটল্যান্ড ক্রিকেট দলের মধ্যে অনুষ্ঠিত একদিনের আন্তর্জাতিক (ওডিআই) খেলার সূচী অনুযায়ী একটি ত্রি-দেশীয় সিরিজ।[২] সবগুলো খেলাই হবে ২০১৯-২২ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লীগ ২ প্রতিযোগিতার অংশ,[৩] যা ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতার বাছাইপর্বের একটি কাঠামোর অংশ।[৪][৫] ওমান ও স্কটল্যান্ড উভয়দলের সমান সংখ্যক জয় নিয়ে পয়েন্টের বিচারে সমতা হয়ে যায়, ফলে নেট রান রেট এর বিচারে স্কটল্যান্ড সিরিজে জয় লাভ করে।

সূচীর প্রথম খেলায় ওমান, পাপুয়া নিউ গিনিকে ৪ উইকেটে হারিয়ে ওডিআইয়ে তাদের প্রথম জয় তুলে নেয়।[৬] আয়োজক স্কটল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে দ্বিতীয় খেলায়ও ওমান বিজয়ী হয়।[৭] পরের খেলায় স্কটল্যান্ড, পাপুয়া নিউ গিনিকে ৩ উইকেট হারিয়ে,[৮] অধিনায়ক কাইল কোয়েতজার ৯৬ রানের অসাধারণ ইনিংস খেলে জয়ী হয়।[৯] চতুর্থ খেলায় স্কটল্যান্ড ওমানকে ৮৫ রানে পরাজিত করে।[১০] স্কটল্যান্ড ও পাপুয়া নিউ গিনির মধ্যকার ৫ম খেলাটি স্থানীয় ক্যান্সার চ্যারিটির ফান্ড প্রবৃদ্ধির জন্য ব্যবহার করা হয়,[১১] এবং স্কটল্যান্ড ম্যাচটি ৩৮ রানে জিতে সিরিজে তাদের তৃতীয় জয় নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষ চলে আসে।.[১২] ৬ষ্ঠ ও শেষ ম্যাচটিতে ওমান জয় লাভ করলেও নেট রান রেট এর কারণে স্কটল্যান্ডের পিছে পড়ে যায়।

দলীয় সদস্য[সম্পাদনা]

 ওমান[১৩]  পাপুয়া নিউগিনি[১৪]  স্কটল্যান্ড[১৫]

পয়েন্ট টেবিল[সম্পাদনা]

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর
 স্কটল্যান্ড (H) +০.৫৫৬
 ওমান −০.২৩৪
 পাপুয়া নিউগিনি −০.৩২৯
২১ আগস্ট ২০১৯ তারিখের খেলা শেষের পর হালনাগাদকৃত। উৎস: ক্রিকইনফো
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) জয়; ৩) নেট রান রেট; ৪) টাই করা দলগুলির মধ্যে ফলাফল;
(H) স্বাগতিক।

সময়সূচী[সম্পাদনা]

১ম ওডিআই[সম্পাদনা]

১৪ আগস্ট ২০১৯
১১:০০
স্কোরকার্ড
পাপুয়া নিউগিনি 
২২৯/৮ (৫০ ওভার)
 ওমান
২৩৪/৬ (৪৯.১ ওভার)
টনি উরা ৫৪ (৬৩)
জিশান মাকসুদ ৩/৩৫ (১০ ওভার)
সন্দীপ গোদ ৬৭* (৭২)
চার্লস আমিনি ২/৪৯ (১০ ওভার)
  • ওমান টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • জয় ওদেদ্রা (ওমান) ও গাউদি টকা (পাপুয়া নিউগিনি) উভয়ই তার ওডিআই অভিষেক হয়।

২য় ওডিআই[সম্পাদনা]

১৫ আগস্ট ২০১৯
১১:০০
স্কোরকার্ড
স্কটল্যান্ড 
১৬৮ (৪৪.৪ ওভার)
 ওমান
১৬৯/২ (৪৫.১ ওভার)
খাওয়ার আলী ৭৯* (১৪০)
আদ্রিয়ান নেইল ১/২৪ (৯.১ ওভার)

৩য় ওডিআই[সম্পাদনা]

১৭ আগস্ট ২০১৯
১১:০০
স্কোরকার্ড
পাপুয়া নিউগিনি 
২০৫/৯ (৫০ ওভার)
 স্কটল্যান্ড
২০৭/৭ (৪৮.৫ ওভার)
টনি উরা ৪৬ (৪৭)
হামজা তাহির ৪/৩৭ (১০ ওভার)
কাইল কোয়েতজার ৯৬ (১২৩)
নোসাইনা পোকানা ৩/২৫ (৭.৫ ওভার)
স্কটল্যান্ড ৩ উইকেটে জয়ী
ম্যানোফিল্ড পার্ক, অ্যাবরদিন
আম্পায়ার: রোনাল্ড ব্লাক (আয়ারল্যান্ড) ও আলান হ্যাগো (স্কটল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: কাইল কোয়েতজার (স্কটল্যান্ড)

৪র্থ ওডিআই[সম্পাদনা]

১৮ আগস্ট ২০১৯
১১:০০
স্কোরকার্ড
স্কটল্যান্ড 
২২৩/৭ (৫০ ওভার)
 ওমান
১৩৮ (৩৮.২ ওভার)
রিচি বেরিংটন ৬৮ (৮৭)
খাওয়ার আলী ২/৩৫ (৯ ওভার)
আকিব ইলিয়াস ৪৫ (৫৮)
হামজা তাহির ৫/৩৮ (৯.২ ওভার)
স্কটল্যান্ড ৮৫ রানে জয়ী
ম্যানোফিল্ড পার্ক, অ্যাবরদিন
আম্পায়ার: অ্যালান হেগো (স্কটল্যান্ড) এবং রলি ব্লাক (আয়ারল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: হামজা তাহির (স্কটল্যান্ড)
  • ওমান টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • অজয় লালচেতা (ওমান) তার ওডিআই অভিষেক হয়।
  • ক্যালাম ম্যাকলিওড (স্কটল্যান্ড) একদিনের আন্তর্জাতিকে ২,০০০ রানের মাইলফলক স্পর্শ করে।[১৬]
  • হামজা তাহির (স্কটল্যান্ড) তার ক্যারিয়ারের প্রথম একদিনের আন্তর্জাতিকে ৫ উইকেট লাভ করে।[১৭]

৫ম ওডিআই[সম্পাদনা]

২০ আগস্ট ২০১৯
১১:০০
স্কোরকার্ড
স্কটল্যান্ড 
২৪২/৭ (৫০ ওভার)
 পাপুয়া নিউগিনি
২০৪/৯ (৫০ ওভার)
রিচি বেরিংটন ৮১ (৬৪)
আসাদ ভালা ২/৩৯ (৯ ওভার)
আসাদ ভালা ৪৮ (৯০)
মার্ক ওয়াট ২/৪৩ (১০ ওভার)
স্কটল্যান্ড ৩৮ রানে জয়ী
ম্যানোফিল্ড পার্ক, অ্যাবরদিন
আম্পায়ার: রোল্যান্ড ব্লাক (আয়ারল্যান্ড) ও অ্যালেক্স ডাউডলস (স্কটল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: রিচি বেরিংটন (স্কটল্যান্ড)
  • পাপুয়া নিউ গিনি টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • অ্যালেক্স ডাউডলস (স্কটল্যান্ড) তার ২৫০তম আন্তর্জাতিক খেলায় আম্পায়ারিং করেন।[১৮]

৬ষ্ঠ ওডিআই[সম্পাদনা]

২১ আগস্ট ২০১৯
১১:০০
স্কোরকার্ড
ওমান 
২০৬/৯ (৫০ ওভার)
 পাপুয়া নিউগিনি
২০৭/৬ (৪৭.৪ ওভার)
টনি উরা ৩৪ (৩৯)
জয় ওদেদ্রা ৪/৩৪ (১০ ওভার)
আকিব ইলিয়াস ৬৩ (৭৬)
চার্লস আমিনি ৩/৩৯ (১০ ওভার)
  • ওমান টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Cricket Returns to Aberdeen for Cricket World Cup League 2"Cricket Scotland। সংগ্রহের তারিখ ১২ মে ২০১৯ 
  2. "Cricket returns to Aberdeen"Cricket Europe। ১০ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মে ২০১৯ 
  3. "ICC Men's Cricket World Cup League 2 series announced"International Cricket Council। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৯ 
  4. "Namibia crowned ICC World Cricket League Division 2 champions with victory over Oman"International Cricket Council। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১৯ 
  5. "Associates pathway to 2023 World Cup undergoes major revamp"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১৮ 
  6. "Goud half-century gives Oman perfect start in ICC CWC League Two"International Cricket Council। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০১৯ 
  7. "Oman shocks Scotland in Cricket World Cup League Two"Cricket Scotland। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০১৯ 
  8. "Coetzer leads Scotland to victory over PNG"International Cricket Council। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০১৯ 
  9. "Coetzer leads Scotland to victory over PNG"Cricket Scotland। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০১৯ 
  10. "Cricket World Cup League 2: Scotland beat Oman by 85 runs"BBC Sport। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০১৯ 
  11. "Scotland's cricketers back north-east cancer charity at match against Papua New Guinea"Press and Journal। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৯ 
  12. "Berrington blasts Scotland to victory"International Cricket Council। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৯ 
  13. "Oman has high hopes of doing well in ODI campaign: Mendis"Times of Oman। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৯ 
  14. "Two New Faces Join Barras On Scotland Tour"Post Courier। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০১৯ 
  15. "Scotland squad announced for Cricket World Cup League Two"Cricket Scotland। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৯ 
  16. "Five-star Tahir sees Scotland to victory"International Cricket Council। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০১৯ 
  17. "Five-star Tahir sees Scotland to victory"ক্রিকেট স্কটল্যান্ড। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০১৯ 
  18. "Alex Dowdalls marks 250 international appearances"Cricket Scotland। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]