২০১৩ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ইংল্যান্ড সফর
অবয়ব
২০১৩ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ইংল্যান্ড সফর | |||
---|---|---|---|
ইংল্যান্ড | অস্ট্রেলিয়া | ||
তারিখ | ২৬ জুন, ২০১৩ – ১৫ সেপ্টেম্বর, ২০১৩ | ||
অধিনায়ক |
অ্যালাস্টেয়ার কুক (টেস্ট) ইয়ন মর্গ্যান (ওডিআই) স্টুয়ার্ট ব্রড (টি২০আই) |
মাইকেল ক্লার্ক (টেস্ট এবং ওডিআই) জর্জ বেইলি (টি২০আই) | |
টেস্ট সিরিজ | |||
ফলাফল | ৫ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ৩–০ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | ইয়ান বেল (৫৬২) | শেন ওয়াটসন (৪১৮) | |
সর্বাধিক উইকেট | গ্রেম সোয়ান (২৬) | রায়ান হ্যারিস (২৪) | |
সিরিজ সেরা খেলোয়াড় |
ইয়ান বেল (ইংল্যান্ড) (কম্পটন-মিলার পদক) রায়ান হ্যারিস (অস্ট্রেলিয়া) | ||
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৫ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ২–১ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | জোস বাটলার (১৮২) | মাইকেল ক্লার্ক (২০২) | |
সর্বাধিক উইকেট | বেন স্টোকস (৬) | ক্লিন্ট ম্যাককে (৭) | |
সিরিজ সেরা খেলোয়াড় | মাইকেল ক্লার্ক (অস্ট্রেলিয়া) | ||
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ২ ম্যাচের সিরিজ ১–১ ব্যবধানে ড্র | ||
সর্বাধিক রান | অ্যালেক্স হেলস (১০২) | অ্যারন ফিঞ্চ (১৬১) | |
সর্বাধিক উইকেট | জেড ডানবাক (৬) |
ফাহাদ আহমেদ (৩) জেমস ফকনার (৩) |
অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল জুন থেকে সেপ্টেম্বর, ২০১৩ সাল পর্যন্ত ইংল্যান্ড সফর করে। সফরে দলটি পাঁচটি টেস্ট ম্যাচ, পাঁচটি একদিনের আন্তর্জাতিক এবং দুইটি টুয়েন্টি২০ আন্তর্জাতিক খেলায় ইংল্যান্ড দলের মুখোমুখি হয়। তন্মধ্যে টেস্ট সিরিজটি ২০১৩ সালের অ্যাশেজ সিরিজ নামে অভিহিত হয়েছে।[১]
দলের সদস্য
[সম্পাদনা]† পরবর্তীতে যোগ দেয়া হয়।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
[সম্পাদনা]২০১৩ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে অস্ট্রেলিয়ার সফর শুরু হয়। এ গ্রুপে দলটি ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা দলের সাথে ছিল।[৫] কিন্তু দলটি ইংল্যান্ড ও শ্রীলঙ্কার কাছে পরাভূত হয় এবং নিউজিল্যান্ডের সাথে বৃষ্টিবিঘ্নিত খেলায় পরিত্যক্ত হওয়ায় এক পয়েন্ট অর্জন করে।[৬] এরফলে অস্ট্রেলিয়া গ্রুপ-এ’র সর্বনিম্ন স্থানে অবস্থান করে ও প্রতিযোগিতা থেকে বিদায় নেয়।[৭]
প্রস্তুতিমূলক খেলা
[সম্পাদনা]প্রথম-শ্রেণী: সমারসেট ব অস্ট্রেলিয়া একাদশ
[সম্পাদনা]প্রথম-শ্রেণী: ওরচেস্টারশায়ার ব অস্ট্রেলিয়া একাদশ
[সম্পাদনা]প্রথম-শ্রেণী: সাসেক্স ব অস্ট্রেলিয়া একাদশ
[সম্পাদনা]২৬-২৮ জুলাই, ২০১৩
স্কোরকার্ড |
ব
|
||
- অস্ট্রেলিয়ান্স টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- অ্যাশটন টার্নার (অস্ট্রেলিয়া) ও কলাম জ্যাকসনের (সাসেক্স) প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে।
- প্রত্যেক ইনিংসের দৈর্ঘ্য ছিল সর্বোচ্চ ১০০ ওভার।
দুই-দিনের ক্রিকেট: ইংল্যান্ড লায়ন্স ব অস্ট্রেলিয়া একাদশ
[সম্পাদনা]১৬-১৭ আগস্ট, ২০১৩
স্কোরকার্ড |
ব
|
||
- ইংল্যান্ড লায়ন্স টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টি ও মন্দ আলোয় খেলা ২দিনে আনা হয়।
টেস্ট সিরিজ
[সম্পাদনা]প্রথম টেস্ট
[সম্পাদনা]১০-১৪ জুলাই
স্কোরকার্ড |
ব
|
||
- ইংল্যান্ড টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- অস্ট্রেলিয়ার পক্ষে অ্যাস্টন অ্যাগারের অভিষেক ঘটে।
- টেস্ট ক্রিকেট ইতিহাসে একাদশ ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ রানের রেকর্ড।
- টেস্ট ক্রিকেট ইতিহাসে অ্যাস্টন অ্যাগার-ফিলিপ হিউজের মধ্যকার ১৬৩ রান ১০ম উইকেট জুটিতে সর্বোচ্চ রানের জুটি।
দ্বিতীয় টেস্ট
[সম্পাদনা]১৮-২২ জুলাই
স্কোরকার্ড |
ব
|
||
তৃতীয় টেস্ট
[সম্পাদনা]১-৫ আগস্ট
স্কোরকার্ড |
ব
|
||
- অস্ট্রেলিয়া টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টি ও আলোকস্বল্পতায় চতুর্থ দিনে ৫৬ ওভার খেলা হয়।
- পঞ্চম দিনে বৃষ্টির জন্য মাত্র ২০.৩ ওভার বোলিং হয় ও ১৬:৪০ ঘটিকায় খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।
চতুর্থ টেস্ট
[সম্পাদনা]৯-১৩ আগস্ট
স্কোরকার্ড |
ব
|
||
- ইংল্যান্ড টসে বিজয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- মন্দ আলোয় দ্বিতীয় দিনে ৭৬.৪ ওভার খেলা হয়।
- চতুর্থ দিন মধ্যাহ্নে বৃষ্টিজনিত কারণে খেলা দেরীতে শুরু হয়।
পঞ্চম টেস্ট
[সম্পাদনা]২১-২৫ আগস্ট
স্কোরকার্ড |
ব
|
||
- অস্ট্রেলিয়া টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির জন্যে ২য় দিনে খেলা দেরীতে আরম্ভ হয়।
- বৃষ্টির জন্যে ৪র্থ দিনে খেলা হয়নি।
- মন্দ আলোকের কারণে খেলা শেষ হবার চার ওভার পূর্বে শেষ হয়।
- ইংল্যান্ডের পক্ষে সিমন কেরিগ্যান, ক্রিস উকস এবং অস্ট্রেলিয়ার পক্ষে জেমস ফকনারের টেস্ট অভিষেক ঘটে।
- ৫ম দিনে ৪৪৭ রান সংগৃহীত হয় যা যে-কোন অ্যাশেজ টেস্টে সর্বাধিক রানের নতুন রেকর্ড।[৯]
টি২০আই সিরিজ
[সম্পাদনা]১ম টি২০আই
[সম্পাদনা]ব
|
||
- ইংল্যান্ড টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- অস্ট্রেলিয়ার পক্ষে টি২০ আন্তর্জাতিকে ফাহাদ আহমেদের অভিষেক ঘটে।
- অ্যারন ফিঞ্চ টি২০ আন্তর্জাতিকে সর্বোচ্চ রানের ইনিংস গড়েন।[১০]
২য় টি২০আই
[সম্পাদনা]ব
|
||
- অস্ট্রেলিয়া টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
ওডিআই সিরিজ
[সম্পাদনা]১ম ওডিআই
[সম্পাদনা]২য় ওডিআই
[সম্পাদনা]ব
|
||
- ইংল্যান্ড টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
৩য় ওডিআই
[সম্পাদনা]ব
|
||
- অস্ট্রেলিয়া টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ১৫:৩৫-এ বৃষ্টি নামে ও ১৯:০৫-এ খেলা বাতিল করা হয়।
৪র্থ ওডিআই
[সম্পাদনা]ব
|
||
- ইংল্যান্ড টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- নাথান কোল্টার-নিলের (অস্ট্রেলিয়া) ওডিআই অভিষেক ঘটে।
- ক্লিন্ট ম্যাককে (অস্ট্রেলিয়া) কেভিন পিটারসেন, জোনাথন ট্রট ও জো রুটকে আউট করে হ্যাট্রিক করেন।
৫ম ওডিআই
[সম্পাদনা]ব
|
||
- অস্ট্রেলিয়া টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে টস বিলম্বে হয় ও অস্ট্রেলিয়ার ইনিংসের ১০ম ওভারে ব্যাঘাত ঘটায়। কিন্তু ওভারের কোনরূপ ক্ষতি হয়নি।
- ইংল্যান্ডের পক্ষে ক্রিস জর্দানের ওডিআই অভিষেক ঘটে।
সম্প্রচার ব্যবস্থা
[সম্পাদনা]দেশ | টেলিভিশন সম্প্রচার কর্তৃপক্ষ |
---|---|
অস্ট্রেলিয়া | জিইএম |
অস্ট্রেলিয়া | ফক্স স্পোর্টস |
যুক্তরাজ্য | স্কাই স্পোর্টস |
ভারত | স্টার ক্রিকেট |
পাকিস্তান | পিটিভি স্পোর্টস |
মধ্যপ্রাচ্য | অরবিট শো নেটওয়ার্ক |
দক্ষিণ আফ্রিকা | সুপারস্পোর্ট |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Trent Bridge to host first Test of 2013 Ashes"। Cricinfo। ESPN। ১ জুন ২০১৩। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৩।
- ↑ "Alastair Cook among big England names rested for Australia ODI's"। BBC Sport। British Broadcasting Corporation। ২৭ আগস্ট ২০১৩। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০১৩।
- ↑ ক খ "Ashes 2013: Fawad Ahmed named in Australia's one-day squad"। BBC Sport। British Broadcasting Corporation। ১৫ আগস্ট ২০১৩। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০১৩।
- ↑ "Michael Carberry given England call for Australia T20 series"। BBC Sport। British Broadcasting Corporation। ১৯ আগস্ট ২০১৩। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৩।
- ↑ "Australia tour of England and Scotland, 2013 / Fixtures"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৩।
- ↑ "Australia tour of England and Scotland, 2013 / Results"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৩।
- ↑ Chowdrey, Saj (১৭ জুন ২০১৩)। "Champions Trophy: Australia out after Sri Lanka defeat"। BBC Sport। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৩।
- ↑ "Ashes 2013: Ian Bell says England well placed despite late wickets"। BBC Sport। British Broadcasting Corporation। ১৮ জুলাই ২০১৩। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৩।
- ↑ "Records / Test matches / Team records / Most runs in one day"। ESPNcricinfo। ESPN Sports Media। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১৩।
- ↑ McGlashan, Andrew (29 August 2013). "Finch stuns England with blazing 156". ESPNcricinfo (ESPN Sports Media). Retrieved 29 August 2013.
আরও দেখুন
[সম্পাদনা]- ট্রেন্ট ব্রিজ
- দি অ্যাশেজ
- অ্যাস্টন অ্যাগার
- ইংল্যান্ড ক্রিকেট দল
- অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল
- ২০১৩ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
- ২০১৩ অ্যাশেজ সিরিজ
- ২০১৩-এ আন্তর্জাতিক ক্রিকেট
বহিঃসংযোগ
[সম্পাদনা]- Australia tour of England and Scotland, 2013 at ESPNcricinfo.com