মৈতৈ মণিপুরী ভাষাভাষী অনুয়ায়ী ভারতের রাজ্যসমূহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মৈতৈ মণিপুরী বা মৈতৈ ভাষা হল চীনা-তিব্বতি ভাষাপরিবারের অন্তর্ভুক্ত কেন্দ্রীয় তিব্বতি-বর্মি ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত একটি ভাষা।[১] উত্তর-পূর্ব ভারতের মণিপুর রাজ্যের প্রধান ভাষা। সরকারী দপ্তরে এই ভাষা ব্যবহার করা হয়।[২][৩] মণিপুর ছাড়াও অসম, ত্রিপুরা, বাংলাদেশমায়ানমারে ভাষাটি প্রচলিত। [৪] এটি ভারতীয় সরকার কর্তৃক স্বীকৃত এবং ১৯৯২ সালের সংবিধানের ৭১তম সংশোধনী দ্বারা ৮ম তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভারতের ২০১১ সালের জনগননা অনুযায়ী এটি মাতৃভাষীর সংখ্যা অনুসারে ভারতের ২৫তম সর্বাধিক প্রচলিত ভাষা এবং ভারতে এই ভাষার বক্তার সংখ্যা ১৭.৬ লক্ষ যা ভারতের মোট জনসংখ্যার ০.১৫%।[৫] মাতৃভাষী বক্তার সংখ্যা অনুসারে এই ভাষাটি বিশ্বের ১০০টি সর্বাধিক প্রচলিত ভাষার বাইরে।[৬]

নিচের তালিকাটি মৈতৈ-ভাষী জনসংখ্যা অনুযায়ী ভারতীয় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির তালিকা।

২০১১[৭][সম্পাদনা]

ক্রম রাজ্য মৈতৈ ভাষাভাষী সংখ্যার শতকরা হার মৈতৈভাষীর সংখ্যা জনসংখ্যা অনুযায়ী ক্রম
মণিপুর ৫৩.৩০% ১৫২২১৩২ ১ম
ত্রিপুরা ০.৬৫% ২৩৭৭৯ ৩য়
আসাম ০.৫৪% ১৬৮১৩৩ ২য়
নাগাল্যান্ড ০.৪৮% ৯৫১১ ৪র্থ
অরুণাচল প্রদেশ ০.২০% ২৮৩৫ ৯ম
মিজোরাম ০.২০% ২২৪২ ১০ম
মেঘালয় ০.১৫% ৪৪৫১ ৫ম
সিকিম ০.০৬% ৩৮৩
চণ্ডীগড় ০.০৪% ৪৬০
১০ গোয়া ০.০৩% ৩৬৭
১১ দিল্লি ০.০২% ৩৮৯২ ৭ম
১২ জম্মু ও কাশ্মীর ০.০২% ২৩৭০
১৩ দাদরা ও নগর হাভেলি ০.০২% ৮১
১৪ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ০.০১% ৪৩
১৫ দমন ও দিউ ০.০১% ২২
১৬ কর্ণাটক - ৪১০৩ ৬ষ্ঠ
১৭ মহারাষ্ট্র - ৩৪৭৫ ৮ম
১৮ রাজস্থান - ২১৬৮
১৯ পশ্চিমবঙ্গ - ২০১০
২০ মধ্যপ্রদেশ - ১৮৭০
২১ অন্ধ্রপ্রদেশ - ১৩৫৬
২২ উত্তরপ্রদেশ - ১০০৯
২৩ তামিলনাড়ু - ৯২৮
২৪ পাঞ্জাব - ৯০১
২৫ হরিয়ানা - ৫৬৩
২৬ উত্তরাখণ্ড - ৪৯০
২৭ কেরল - ৪৪৪
২৮ গুজরাট - ৪০৮
২৯ ঝাড়খণ্ড - ৩৬৪
৩০ ওড়িশা - ৩০৬
৩১ বিহার - ২৩৮
৩২ ছত্তিশগড় - ২০২
৩৩ হিমাচল প্রদেশ - ১৮৮
৩৪ পুদুচেরি - ২১
৩৫ লাক্ষাদ্বীপ -
ভারত ০.১৫% ১৭,৬১,০৭৯ পঞ্চবিংশতি প্রচলিত ভাষা

জেলাভিত্তিক পরিসংখ্যান[৮][সম্পাদনা]

মণিপুর
  1. থৌবাল জেলা - ৪১৫৬৫৪ (৯৮.৪৬%)
  2. বিষ্ণুপুর জেলা - ২৩২৩৫১ (৯৭.৮৭%)
  3. ইম্ফল পশ্চিম জেলা - ৪৭০৮৫২ (৯০.৯১%)
  4. ইম্ফল পূর্ব জেলা - ৩৮৮৫৮২ (৮৫.১৯%)
  5. চান্দেল জেলা - ৫২৮৬ (৩.৬৭%)
  6. চূড়াচাঁদপুর জেলা - ৬৫৯৪ (২.৪১%)
ত্রিপুরা
  1. ধলাই জেলা - ৫৫৩০ (১.৪৬%)
  2. উত্তর ত্রিপুরা জেলা - ৬৬০৫ (০.৯৫%)
  3. পশ্চিম ত্রিপুরা জেলা - ১১৪৪৩ (০.৬৬%)
আসাম
  1. কাছাড় জেলা - ১০৫২৫৪ (৬.০৬%)
  2. হাইলাকান্দি জেলা - ১২৬৩৭ (১.৯২%)
  3. করিমগঞ্জ জেলা - ৮৮৮৩ (০.৭২%)
  4. নগাঁও জেলা - ১৮০৭১ (০.৬৪%)
  5. ডিমা হাসাও জেলা - ১৩৭৩ (০.৬৪%)
নাগাল্যান্ড
  1. ডিমাপুর জেলা - ৫৯৬৮ (১.৫৮%)
  2. কোহিমা জেলা - ১৮৭৭ (০.৭০%)

২০০১[সম্পাদনা]

২০০১ খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বসবাসকারী অসমীয়াভাষীর তালিকা নিম্নরূপ:[৯][১০]

রাজ্য ক্রম রাজ্য অসমীয়াভাষী সংখ্যা
ভারত ১৪,৬৬,৭০৫
০.১৪%
জম্মু ও কাশ্মীর ৯৭৭
হিমাচল প্রদেশ ৬৮
পাঞ্জাব ৫০৪
চণ্ডীগড় ৩৬৩
উত্তরাখণ্ড ২৭০
হরিয়ানা ৩২৯
দিল্লি ২০২০
রাজস্থান ৪০৪
উত্তর প্রদেশ ৫৩২
১০ বিহার ৭৭
১১ সিকিম ২২৩
১২ অরুণাচল প্রদেশ ২০৮২
১৩ নাগাল্যান্ড ৬৯২৭
১৪ মণিপুর ১২৬৬০৯৮
১৫ মিজোরাম ১৮২৫
১৬ ত্রিপুরা ২০৭১৬
১৭ মেঘালয় ৩৫২২
১৮ আসাম ১৫৪০৫৯
১৯ পশ্চিমবঙ্গ ১০৭৫
২০ ঝাড়খণ্ড ১৯১
২১ ওড়িশা ১০৯
২২ ছত্তিশগড় ৬১
২৩ মধ্যপ্রদেশ ৪২৬
২৪ গুজরাত ২৪৩
২৫ দমন ও দিউ ১৫
২৬ দাদরা ও নগর হাভেলি
২৭ মহারাষ্ট্র ১৬৬৫
২৮ অন্ধ্রপ্রদেশ ৩৬৫
২৯ কর্ণাটক ৯৯৭
৩০ গোয়া ৪৯
৩১ লাক্ষাদ্বীপ
৩২ কেরল ১০৯
৩৩ তামিলনাড়ু ৩৭০
৩৪ পুদুচেরি
৩৫ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ২০

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Laurie Bauer, 2007, The Linguistics Student’s Handbook, Edinburgh
  2. "At a Glance « Official website of Manipur" 
  3. Abstract of speakers' strength of languages and mother tongues – 2000, Census of India, 2001
  4. Moseley, C. (Editor) (২০১০)। Atlas of the world’s languages in danger (3rd ed)। Paris: UNESCO Publishing। 
  5. "বক্তার সংখ্যা অনুসারে তফসিলভুক্ত ভাষা - ২০০১"ভারতের জনগননা। ২ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  6. Mikael Parkvall, "Världens 100 största språk 2007" (২০০৭-এ পৃথিবীর ১০০টি বৃহত্তম ভাষা), Nationalencyklopedin
  7. http://www.censusindia.gov.in/2011census/C-16.html
  8. https://censusindia.gov.in/2011Census/Language_MTs.html
  9. https://censusindia.gov.in/Census_Data_2001/Census_Data_Online/Language/parta.htm
  10. http://www.censusindia.gov.in/Census_Data_2001/Census_Data_Online/Language/Statement3.htm