নগাঁও জেলা
নগাঁও জেলা | |
---|---|
জেলা | |
![]() নগাঁও-এর সাধারণ দৃশ্য | |
![]() আসামে নগাঁও জেলার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৬°২১′ উত্তর ৯২°৪১′ পূর্ব / ২৬.৩৫০° উত্তর ৯২.৬৮৩° পূর্ব | |
আয়তন | |
• মোট | ৩,৮৩১ বর্গকিমি (১,৪৭৯ বর্গমাইল) |
জনসংখ্যা (2009) | |
• মোট | ২৩,১৪,৬২৯ |
• জনঘনত্ব | ৬০০/বর্গকিমি (১,৬০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | আই এস টি (ইউটিসি+৫:৩০) |
এলাকা কোড | 91-3672 |
আইএসও ৩১৬৬ কোড | IN-AS-DB |
ওয়েবসাইট | http://nagaon.gov.in |
নগাঁও জেলা (অসমীয়া: নগাঁও জিলা) (ইংরেজি: Nagaon district); (উচ্চারণ: nəˈgãʊ) — উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যের সাতাশটি জেলার ভিতরে একটি। ২০১১ সালের লোকগণনা অনুসারে আসামের ২৭টি জেলার ভেতরে এই জেলা সবচেয়ে বেশি জনবসতিপূর্ণ।[১] এবং আয়তনের দিক দিয়ে সর্ববৃহৎ।
ইতিহাস[সম্পাদনা]
অবস্থান[সম্পাদনা]
জলবায়ু[সম্পাদনা]
ভূগোল[সম্পাদনা]
শিক্ষা[সম্পাদনা]
উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]
বিদ্যালয় - [সম্পাদনা]
আসামের প্রাচীনতম বিদ্যালয় ১৮৪৬ সনে মাইল্স ব্রনসন কর্ত্তৃক প্রতিষ্ঠিত নগাঁও মিশন উচ্চ বিদ্যালয় নগাঁও শহরে অবস্থিত। এছাড়া নগাঁও শহরে রয়েছে সরকারি বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ১৮৬৫ সনে প্রতিষ্ঠিত আসামের তৃতীয় প্রাচীনতম বিদ্যালয়। আরেকটি প্রাচীনতম বিদ্যালয় হচ্ছে ডসন উচ্চ মাধ্যমিক ও বহুমুখী বিদ্যালয়। নগাঁও কেন্দ্রীয় বিদ্যালয় এবং খ্রীষ্ট জ্যোতি বিদ্যালয় নগাঁও শহরের মধ্যে শ্রেষ্ঠ ইংরেজি মাধ্যমিক বিদ্যালয় হিসাবে গণ্য করা হয়। হাইবাগাঁও বাজারের নিকটস্ত মাড়ওয়ারী হিন্দি হাইস্কুল শ্রেষ্ঠ হিন্দি বিদ্যালয়।
প্রখ্যাত ইংরেজি মাধ্যম বিদ্যালয়ঃ-
- কেন্দ্রীয় বিদ্যালয়, নগাঁও।
- খ্রীষ্ট জ্যোতি বিদ্যালয়।
- নগাঁও মিশন হাইস্কুল।
- লিটল ফ্লাওয়ার স্কুল।
- নগাঁও ইংলিশ একাডেমী।
- রিভের্দালে একাডেমী।
- সেন্ট ঈগ্নতিউস লোয়োলা স্কুল।
খ্যাতি সম্পন্ন অন্যান্য শিক্ষাঃ-
- নগাঁও সরকারি বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
- নগাঁও সরকারি বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
- নগাঁও বাংলা বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
- নগাঁও বাংলা বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
- আরবান বেসিক হাইস্কুল
- ডসন উচ্চ মাধ্যমিক ও বহুমুখী স্কুল
- ওমপ্রকাশও জাজোদিয়া বালিকা হিন্দি হাইস্কুল
- মাড়ওয়ারী হিন্দি উচ্চবিদ্যালয়
কলেজসমূহ - [সম্পাদনা]
বর্তমানে প্রায় ২৫ কলেজ আছে। নিম্নে কয়েকটি খ্যাতনামা কলেজের নাম উল্লেখ করা হয়ঃ-
(১) নগাঁও কলেজ,
(২) এ.ডি.পি.কলেজ (আনন্দরাম ঢেকিয়াল ফুকনের নামানুসারে),
(৩) খাগরিজান কলেজ (নগাঁও জেলার পুরাতন প্রশাসনিক সদরের নামানুসারে),
(৪) নগাঁও বালিকা কলেজ,
(৫) নগাঁও আইন কলেজ,
(৬) নগাঁও জি.এন. ডি.জি. বাণিজ্য কলেজ,
(৭) কলেজ অব ফিশেরিস (রাহাতে অবস্থিত যোরহাটের আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ব্যবস্থাপনার অধীনে আসা উত্তর-পূর্ব ভারতের অন্যতম কলেজ ),
(৮) নগাঁও পলিটেকনিক (আসামের একটি প্রাচীনতম কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান),
(৯) হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ,
(১০)পাণিগাঁও আই.টি.আই.
(১১) কলিয়াবর কলেজ
প্ৰশাসন[সম্পাদনা]
জনগোষ্ঠী[সম্পাদনা]
দৰ্শনীয় স্থান[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "District Census 2011"। Census2011.co.in। ২০১১। সংগ্রহের তারিখ ২০১১-০৯-৩০।