উত্তর ত্রিপুরা জেলা
অবয়ব
উত্তর ত্রিপুরা জেলা | |
---|---|
District | |
উত্তর ত্রিপুরায় একটি নদীর দৃশ্য | |
![]() ত্রিপুরার চারটি জেলা | |
স্থানাঙ্ক: ২৪°২০′ উত্তর ৯২°০১′ পূর্ব / ২৪.৩৩৩° উত্তর ৯২.০১৭° পূর্ব | |
রাজ্য | ত্রিপুরা |
দেশ | ভারত |
আসন | ধর্মনগর |
আয়তন | |
• মোট | ১,৪২২.১৯ বর্গকিমি (৫৪৯.১১ বর্গমাইল) |
উচ্চতা | ২৯ মিটার (৯৫ ফুট) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৪,৪৪,৫৭৯ |
• জনঘনত্ব | ৩১০/বর্গকিমি (৮১০/বর্গমাইল) |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+০৫:৩০) |
আইএসও ৩১৬৬ কোড | IN-TR-NT |
ওয়েবসাইট | http://northtripura.nic.in/ |
উত্তর ত্রিপুরা জেলা (ইংরেজি: North Tripura district) হচ্ছে উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যের একটি প্রশাসনিক জেলা। এই জেলার সদরদপ্তর ধর্মনগরে অবস্থিত। এই জেলার আয়তন ১,৪২২.১৯ কিমি২ (৫৪৯.১১ মা২) এবং ২০১১ সালের আদমশুমারি অনুসারে জনসংখ্যা ৪,৪৪,৫৭৯ জন।[১]
ইতিহাস
[সম্পাদনা]১ সেপ্টেম্বর ১৯৭০ সালে এই জেলা গঠন করা হয়, যখন সমগ্র প্রদেশকে তিনটি জেলায় বিভক্ত করা হয়। ১৪ এপ্রিল ১৯৯৫ সালে এই জেলা থেকে ধলাই জেলা সৃষ্টি করা হয়।
ভাষা
[সম্পাদনা]উত্তর ত্রিপুরা জেলার প্রধান ভাষা বাংলা। এছাড়াও সিলেটি, হিন্দি, ককবরক, ইংরেজি, মণিপুরি, ভোজপুরি ইত্যাদি ভাষাও কথিত হয়ে থাকে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Demography of North Tripura"। Govt of Tripura। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০২১।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- Official Website of North Tripura District
- [১] List of places in North-Tripura