বাজিতপুর থানা
বাজিতপুর | |
---|---|
থানা | |
বাজিতপুর থানা | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | কিশোরগঞ্জ জেলা |
উপজেলা | বাজিতপুর উপজেলা |
প্রতিষ্ঠাকাল | ১৮৩৫ |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট ![]() |
বাজিতপুর থানা বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার অন্তর্গত বাজিতপুর উপজেলার একটি থানা।[১]
ইতিহাস
[সম্পাদনা]১৮২৩ সালে জমিদারের মালিকানাধীন প্রায় ৩ একর ভুমি নিয়ে বাজিতপুর পুলিশ স্টেশন প্রতিষ্ঠা লাভ করে। ১৮৩৫ সালে বাজিতপুর থানা প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৩৭ সালে ময়মনসিংহ কালেক্টরেট অফেস কর্তৃক তৎকালীন ঢাকার নবাব বাহাদুর রাজা সূর্যকান্ত, ময়মনসিংহের মুক্তাগাছার আচার্য চৌধুরী এবং জমিদার বাবু হেমচন্দ্র রায়ের নিকট থেকে ২.০৫ একর সম্পত্তি বাজিতপুর থানার নামে অধিগ্রহন করে পুলিশ বিভাগকে প্রদান করেন। অধিগ্রহনকৃত স্থানে থানা ভবন, অফিসার ইনচার্জের বাসভবন, এসআই কোয়ার্টার ও এএসআই কোয়ার্টার রহিয়াছে। বর্তমানে পুরাতন থানা ভবন ভেঙ্গে চার তলা বিষিষ্ট আধুনিক থানা ভবন নির্মানাধীন।
অবস্থান
[সম্পাদনা]যার উত্তরে কটিয়াদী , নিকলী এবং অষ্টগ্রাম থানা, দক্ষিনে কুলিয়ারচর এবং সরাইল থানা; পূর্বে অষ্টগ্রাম এবং নাসিরনগর থানা এবং পশ্চিমে কটিয়াদী থানা দ্বারা বেষ্টিত।
প্রশাসনিক এলাকাসমূহ
[সম্পাদনা]- মাইজচর ইউনিয়ন
- দিলালপুর ইউনিয়ন
- গাজীরচর ইউনিয়ন
- হুমায়ুনপুর ইউনিয়ন
- দিঘীরপাড় ইউনিয়ন
- হালিমপুর ইউনিয়ন
- সরারচর ইউনিয়ন
- বলিয়ার্দী ইউনিয়ন
- হিলচিয়া ইউনিয়ন
- কৈলাগ ইউনিয়ন
- পিরিজপুর ইউনিয়ন
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ FNS24। "বাজিতপুর থানার ওসির সাথে জনপ্রতিনিধিদের মতবিনিময়"। Fns24.com। সংগ্রহের তারিখ ২০২৩-১২-০৫।