শাহ আলী থানা
শাহ আলী | |
---|---|
থানা | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | ঢাকা জেলা |
আয়তন[১] | |
• মোট | ৫.১৫ বর্গকিমি (১.৯৯ বর্গমাইল) |
জনসংখ্যা (২০০১ সালের আদম শুমারি অনুসারে)[১] | |
• মোট | ১,০২,৮৫৫ |
• জনঘনত্ব | ২০,০০০/বর্গকিমি (৫২,০০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ১২২৯ |
শাহ আলী থানা বাংলাদেশের ঢাকা শহরের একটি প্রশাসনিক এলাকা বা থানা। এটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগের আওতাভুক্ত। অর্থাৎ এই থানার তাদরকি কর্মকর্তা হচ্ছেন ডিসি মিরপুর জোন।[১]
অবস্থান
[সম্পাদনা]শাহ আলী থানার অবস্থান হচ্ছে ২৩°৪৮′২০″ উত্তর ৯০°২০′৫৮″ পূর্ব / ২৩.৮০৫৬৭৩° উত্তর ৯০.৩৪৯৩৭৪° পূর্ব।
সীমানা
[সম্পাদনা]উত্তরে পল্লবী থানা, দক্ষিণে মিরপুর মডেল থানা ও দারুস সালাম থানা, পূর্বে পল্লবী থানা ও মিরপুর মডেল থানা, পশ্চিমে সাভার উপজেলা।
ইতিহাস
[সম্পাদনা]শাহ আলী থানা ২০০৫ সালে গঠিত হয়। সুফিসাধক হযরত শাহ আলী বাগদাদীর নামানুসারে এই থানার নামকরণ করা হয়েছে।
অন্তর্ভুক্ত এলাকা
[সম্পাদনা]শাহ আলী থানার ওয়ার্ড : ৮
- মিরপুর ১নং ব্লক
- নবাবেরবাগ
- চটবাড়ি
- উত্তর বিশিল
- শাহ আলী নগর
- বিসিআইসি
- বিআইএসএফ
- কুমির শাহ মাজার
- কামাল হাউজিং
- মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সারেং বাড়ি
- বকস নগর
- গুদারাঘাট
- তুরাগ সিটি।
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]জনসংখ্যা ১০২৮৫৫ জন। পুরুষ ৫৫২৬৬জন। মহিলা ৪৭৫৮৯ জন। মুসলিম ১০১২৩৩ জন। হিন্দু ১৪২৪ জন। বৌদ্ধ ১৬১ জন। খ্রিস্টান ২০ জন। এবং অন্যান্য ১৭ জন।
উল্লেখযোগ্য স্থাপনা
[সম্পাদনা]- বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা
- জাতীয় উদ্ভিদ উদ্যান বোটানিক্যাল গার্ডেন
- দেশের একমাত্র উদ্ভিদ সংরক্ষণ প্রতিষ্ঠান।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]বিশ্ববিদ্যালয় ১টি, কলেজ ৫টি, মাধ্যমিক বিদ্যালয় ৫টি, প্রাথমিক বিদ্যালয় ১০টি, মাদ্রাসা ৪টি। শিক্ষার গড় হার ৮৩.০২%; পুরুষ ৮৪.৯৮%, মহিলা ৮২.০৫%।
উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান:
- বাংলাদেশ ব্যবসা ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- শাহ আলী মহিলা কলেজ
- মণিপুর হাইস্কুল এন্ড কলেজ
- ঢাকা কমার্স কলেজ
- বিসিআইসি কলেজ
- বিসিআইসি স্কুল
- রূপনগর হাইস্কুল
- মিরপুর সরকারী উচ্চ বিদ্যালয়
- ইসলামিয়া প্রাইমারি স্কুল
- উপশহর প্রাইমারি স্কুল
- কাজীফরি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ রাজীব মন্ডল (২০১২)। "শাহ আলী থানা"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।