বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলিম মাদ্রাসা পঞ্চগড়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলিম মাদ্রাসা পঞ্চগড়
ধরনএমপিও ভুক্ত
স্থাপিত১ জানুয়ারি ২০১৫; ৯ বছর আগে (2015-01-01)
অধ্যক্ষমোজাম্মেল হক
মাধ্যমিক অন্তর্ভুক্তিবাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড
শিক্ষার্থীআনু. ৫০০
ঠিকানা
রাজমহল, পূর্ববাগান বিলুপ্ত গাড়াতি ছিটমহল, ভিতরগঞ্জ
, , ,
শিক্ষাঙ্গনশহুরে
ক্রীড়াক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাটমিন্টন
ওয়েবসাইটhttps://bbsmramadrasha.edu.bd/

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলিম মাদ্রাসা পঞ্চগড় বাংলাদেশের রংপুর বিভাগের পঞ্চগড় জেলার একটি আলিয়া মাদ্রাসা[১] মাদ্রাসাটি ২০১৫ সালে স্থাপিত হয়েছে, বর্তমানে মাদ্রাসাটি সরকারীকরণের প্রচেষ্টা চলছে। মাদ্রাসাটির বর্তমান অধ্যক্ষের নাম মোজাম্মেল হক।[২]

অবস্থান[সম্পাদনা]

এই মাদ্রাসাটি রংপুর বিভাগের পঞ্চগড় জেলার সদর উপজেলার পূর্ব বাগানের (বিলুপ্ত গাড়াতি ছিটমহল) রাজমহল নামক স্থানে অবস্থিত। এই স্থানটি রাজমহল পূর্ববাগান বিলুপ্ত গাড়াতি ছিটমহল ভিতরগঞ্জ নামেও পরিচিত।

ইতিহাস[সম্পাদনা]

২০১৫ সালে একটি প্রাক্তন ছিটমলের ভিতরে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করা হয়। মাদ্রাসাটি শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের জাতীয় দিবস সংশ্লিষ্ট অনুষ্ঠান নিয়মিতভাবে পালন করে থাকে।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "দৈনিক জনকন্ঠ || সরকারি হচ্ছে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের নামে ২৮ প্রতিষ্ঠান"দৈনিক জনকন্ঠ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৮-১০ 
  2. "সাবেক ছিটমহল নেতার গ্রেপ্তার দাবিতে মানববন্ধন - Bhorer Kagoj"www.bhorerkagoj.com। সংগ্রহের তারিখ ২০২১-০৮-১০ 
  3. "সারাদেশে বঙ্গবন্ধুর শততম জন্মদিন উদযাপন -- Somoy Tv News"Somoy News। সংগ্রহের তারিখ ২০২১-০৮-১০