তিবিলিসি (জর্জীয়: თბილისი[tʰˈbiliˌsi] (শুনুন)),[১] সাধারণভাবে পূর্বে তিফলিস নামে পরিচিতি ছিল[২], কুরা নদীর তীরে অবস্থিত জর্জিয়ার রাজধানী এবং সবচেয়ে বৃহত্তম শহর। তিবিলিসির জনসংখ্যা প্রায় ১,১১৮,০৩৫ জন।
১ মধ্য এশিয়ার অংশ হিসেবে ধরা হয়। ২ তাইওয়ান নামে পরিচিত. ৩ পূর্ণনাম: শ্রী জয়াবর্ধেনাপুরা কোট্টে. ৪ আনুষ্ঠানিক ৫ প্রাতিষ্ঠানিক ৬ জেরুজালেম ৭ এশিয়ার সাথে যুক্ত হলেও ইউরোপীয় রাজনীতি ও সমাজ জীবন ধারার সাথে যুক্ত ৮ আন্ত:মহাদেশীয় রাষ্ট্র ৯ মেলানেশিয়ার অর্ন্তগত হলেও দক্ষিণপূর্ব এশিয়ার রাজনীতি ও সামাজিক জীবনের সাথে যুক্ত১৩ মেলানেশিয়ার অর্ন্তগত.