দক্ষিণ ইউরোপ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভূমধ্যসাগরকে ঘিরে রাখা দক্ষিণ ইউরোপীয় দেশগুলির ভৌগোলিক বৈশিষ্ট্য
ইউরোভক নামক ইউরোপীয় ইউনিয়নের সমার্থশব্দকোষ অনুযায়ী ইউরোপীয় উপ-অঞ্চলগুলির মানচিত্রটিতে দক্ষিণ ইউরোপ হলুদ রঙ দিয়ে চিহ্নিত করা হয়েছে।

ইউরোপ মহাদেশের দক্ষিণ অংশটিকে দক্ষিণ ইউরোপ বলে। এটিকে অনেক সময় ভূমধ্যসাগরীয় ইউরোপ নামেও ডাকা হয়। ভৌগোলিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে দক্ষিণ ইউরোপের একাধিক সংজ্ঞা দেওয়া সম্ভব। তবে বেশির ভাগ সংজ্ঞাতে দক্ষিণ ও পূর্ব স্পেন, দক্ষিণ ফ্রান্স, ইতালি, প্রাক্তন যুগোস্লাভিয়ার আড্রিয়াটিক সাগর উপকূল, আলবেনিয়া, গ্রিস এবং ইউরোপীয় তুরস্কের পূর্ব থ্রাকে অঞ্চলটিকে অন্তর্ভুক্ত করা হয়; পর্তুগাল ভূমধ্যসাগরের উপকূলবর্তী না হলেও এই দেশটিকেও দক্ষিণ ইউরোপের অংশ গণ্য করা হয়।[১]

এছাড়া ভূমধ্যসাগরের মধ্যে অবস্থিত কর্সিকা দ্বীপ, সার্দিনিয়া দ্বীপ, সিসিলি দ্বীপ, ক্রিট দ্বীপ, বালেয়ারীয় দ্বীপপুঞ্জ এবং দ্বীপরাষ্ট্র সাইপ্রাসমাল্টাকেও দক্ষিণ ইউরোপের অংশ হিসেবে গণ্য করা হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Encyclopedia of Social and Cultural Anthropology, Dr Alan Barnard and Jonathan Spence. Retrieved 10 October 2015.