চিত্তরঞ্জন দেব
চিত্তরঞ্জন দেব | |
---|---|
জন্ম | সত্য ২৮ মার্চ ১৯২৪ সিলেট, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত |
মৃত্যু | ১৩ জুন ২০১০ কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত |
(৮৬ বছর)
জাতীয়তা | ভারতীয় |
যে জন্য পরিচিত | বাংলা সাহিত্য |
চিত্তরঞ্জন দেব (২৮ মার্চ ১৯২৪ - ১৩ জুন ২০১০) রবীন্দ্রনাথ ঠাকুরের উপর গবেষক ছিলেন। তিনি একজন কবি, প্রাবন্ধিক ছিলেন। তিনি শান্তিনিকেতনে থাকতেন। তাকে 'রবীন্দ্র সংস্কৃতি পরিষদ', তার জীবনব্যাপী কাজ ও সাহিত্য ক্ষেত্রের অবদানসমূহের জন্য 'রবীন্দ্র তত্ত্বাচার্য' উপাধি দেয়।
পরিচ্ছেদসমূহ
প্রাথমিক জীবন[সম্পাদনা]
চিত্তরঞ্জন দেব বর্তমানের চাটিয়াইন, সিলেট, বাংলাদেশ এ জন্মগ্রহণ করেন।