বিষয়বস্তুতে চলুন

জিয়া স্মৃতি জাদুঘর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(চট্টগ্রাম সার্কিট হাউস থেকে পুনর্নির্দেশিত)
জিয়া স্মৃতি জাদুঘর

জিয়া স্মৃতি জাদুঘর চট্টগ্রাম শহরে অবস্থিত একটি জাদুঘর। বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর স্মৃতি রক্ষার্থে বর্তমানে এটি ব্যবহৃত হচ্ছে। ১৯১৩ সালে তৎকালীন ব্রিটিশ সরকার এই ভবনটি নির্মাণ করে। পূর্বে এটি চট্টগ্রাম সার্কিট হাউস হিসেবে ব্যবহৃত হতো।

প্রেক্ষাপট

[সম্পাদনা]

বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮১ সালের মে মাসে চট্টগ্রাম সফরকালে চট্টগ্রাম সার্কিট হাউসের ৪ নং কক্ষে উঠেন। ৩০ মে একটি সামরিক অভ্যুত্থানে তিনি নিহত হন। সে বছরের ৩ জুন সার্কিট হাউসকে একটি জাদুঘরে রূপান্তরের জন্য সরকারি প্রস্তাব গৃহীত হয় এবং ১৯৯৩ সালের ৬ সেপ্টেম্বর এর উদ্বোধন করা হয়। এখানে জিয়াউর রহমানের ব্যক্তিগত বেশ কিছু সামগ্রী সংরক্ষিত রয়েছে। এটি মূলত রাষ্ট্রপতি বীরউত্তম জিয়াউর রহমান স্মৃতি জাদুঘর। এখানেই ইতিহাসের অন্যতম একটি হত‍্যাকান্ডের কিছু নমুনা আছে। এখানে একটি লাইব্রেরীও আছে।[] স্মৃতি জাদুঘরটি বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃক পরিচালিত।

দর্শনীয় দ্রব্যাদি

[সম্পাদনা]

এটি জিয়াউর রহমান কেন্দ্রিক স্মৃতি জাদুঘর হলেও এখানে তার ব্যক্তিগত বেশ কিছু সামগ্রী ছাড়াও মুক্তিযুদ্ধের বিভিন্ন নিদর্শন ও দুর্লভ ফটোগ্রাফ সংরক্ষিত আছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো কালুরঘাট বেতার কেন্দ্রের ট্রান্সমিটারটি যা দিয়ে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর মেজর জিয়াউর রহমান প্রথমে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহের ও পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতা ঘোষণা জারী করেছিলেন।

গ্যালারি সমূহ

[সম্পাদনা]

জিয়া স্মৃতি জাদুঘরে মোট ১৭ টি গ্যালারি রয়েছে।

  1. গ্যালারি ১: জিয়ার মুক্তিযুদ্ধপূর্ববর্তী জীবন
  2. গ্যালারি ২: স্বাধীনতার ঘোষণা
  3. গ্যালারি ৩, ৪ ও ৫: মুক্তিযুদ্ধ
  4. গ্যালারি ৬: সেনানয়াক জিয়া
  5. গ্যালারি ৭ ও ৮: রাজনীতিবিদ জিয়া
  6. গ্যালারি ৯: রাষ্ট্রনায়ক জিয়া
  7. গ্যালারি ১০: স্বনির্ভর বাংলাদেশ
  8. গ্যালারি ১১: সাফ গ্যালারি
  9. গ্যালারি ১২: প্রকাশনায় জিয়া
  10. গ্যালারি ১৩, ১৪ ও ১৫: বিদেশ সফরে জিয়া
  11. গ্যালারি ১৬: শাহাদাত কক্ষ
  12. গ্যালারি ১৭: অন্তিম যাত্রা

নতুন ভবন

[সম্পাদনা]

২০০৬ তে নির্মিত ভবনটির পিছনভাগে একটি নতুন প্রশাসনিক ভবন নির্মাণ করা হয়েছে। এ ভবনে একটি সেমিনার হল ও লাইব্রেরি স্থাপন করা হয়েছে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. হাজার বছরের চট্টগ্রাম, দৈনিক আজাদী ৩৫ বছর বর্ষপূর্তি বিশেষ সংখ্যা, পৃষ্ঠা ৩০৩, প্রকাশকাল নভেম্বর ১৯৯৫ খ্রিষ্টাব্দ।