বিষয়বস্তুতে চলুন

চট্টগ্রাম আবাহনী লিমিটেড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(আবাহনী লিমিটেড (চট্টগ্রাম) থেকে পুনর্নির্দেশিত)
চট্টগ্রাম আবাহনী
পূর্ণ নামচট্টগ্রাম আবাহনী লিমিটেড
ডাকনামব্লু পাইরেটস
চট্টলার আকাশী নীল
প্রতিষ্ঠিত১০ অক্টোবর ১৯৮০; ৪৪ বছর আগে (1980-10-10)
মাঠজেলা স্টেডিয়াম, চট্টগ্রাম
চট্টগ্রাম, বাংলাদেশ
ধারণক্ষমতা২০,০০০
সভাপতিএম. এ লতিফ
ম্যানেজারমারুফুল হক
লিগবাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ
২০২২-২৩৮ম
বর্তমান মৌসুম
চট্টগ্রাম আবাহনীর বিভাগসমূহ
ফুটবল
(পুরুষ)
ফুটবল
(রিজার্ভ ও যুব)
ক্রিকেট
(পুরুষ)

চট্টগ্রাম আবাহনী লিমিটেড বাংলাদেশের চট্টগ্রামের একটি ক্রীড়া সংগঠন। যা মূলত আবাহনী লিমিটেডের একটি শাখা হিসেবে বন্দর নগরী চট্টগ্রামে চট্টগ্রাম আবাহনী হিসেবে কার্যক্রম পরিচালনা করছে। ক্রিকেট, ফুটবল ও হকিসহ বিভিন্ন প্রতিযোগিতামুলক আসরে অংশগ্রহণ করে ক্রীড়ানৈপূর্ন প্রদর্শনের মাধ্যমে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে খ্যাতি অর্জন করেছে। সর্বশেষ ২০১৩ সালে ক্রীড়া সংগঠনটি বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।

বর্তমান খেলোয়াড়

[সম্পাদনা]

২০২২-২৪ মৌসুমের জন্য চট্টগ্রাম আবাহনী লিমিটেডের স্কোয়াড।

১৫ নভেম্বর ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।

টীকা: পতাকা জাতীয় দল নির্দেশ করে যা ফিফার যোগ্যতার নিয়মের অধীনে নির্ধারিত হয়েছে। খেলোয়াড়দের একাধিক জাতীয়তা থাকতে পারে যা ফিফা ভুক্ত নয়।

নং অবস্থান খেলোয়াড়
গো বাংলাদেশ সাকিবুল হাসান
বাংলাদেশ কামরুল ইসলাম (তৃতীয় অধিনায়ক)
উজবেকিস্তান শুকুরালি পুলাতভ (অধিনায়ক)
বাংলাদেশ সোয়েব মিয়া
বাংলাদেশ নাসিরউদ্দিন চৌধুরী
বাংলাদেশ আরাফাত হোসেন
বাংলাদেশ অনিক হোসেন
বাংলাদেশ সাকের উল্লাহ
বাংলাদেশ সাজিদুর রহমান
১০ নাইজেরিয়া ক্যান্ডি অগাস্টিন
১১ বাংলাদেশ জমির উদ্দিন
১২ বাংলাদেশ রাসেল আহমেদ
১৩ বাংলাদেশ মোঃ তারেক
১৪ বাংলাদেশ কাজী রাহাদ মিয়া
১৫ বাংলাদেশ অপু আহমেদ (সহ-অধিনায়ক)
১৬ বাংলাদেশ মোঃ নাহিয়ান
নং অবস্থান খেলোয়াড়
১৭ বাংলাদেশ ইমরান হাসান রিমন
১৯ নাইজেরিয়া ডেভিড ইফেগউ ওজুকউ
২০ বাংলাদেশ সাইফ শামসুদ
২১ বাংলাদেশ ফরহাদ মিয়া
২২ গো বাংলাদেশ নাঈম মিয়া
২৩ বাংলাদেশ মোঃ রকি
২৫ গো বাংলাদেশ এসকে সাইফুল ইসলাম
৩০ গো বাংলাদেশ শওকত হোসেন হাসান
৪৪ বাংলাদেশ রুস্তম ইসলাম দুখু মিয়া
৭০ বাংলাদেশ রুমন হোসেন
৭৭ বাংলাদেশ ইকবাল হুসেন
৯১ কোত দিভোয়ার ইয়াকুবা বাম্বা
৯৯ বাংলাদেশ ইমতিয়াজ রায়হান

অর্জন

[সম্পাদনা]

চট্টগ্রাম আবাহনী অক্টোবর ২০, ২০১৫ থেকে অক্টোবর ৩০, ২০১৫ পর্যন্ত অনুষ্ঠিত ২০১৫ শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলের প্রথম সংস্করণে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহযোগিতায় আয়োজনের পাশাপাশি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৬ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৫ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]