চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ
সংক্ষেপে | সিডিএ |
---|---|
গঠিত | ১৯৫৯ |
ধরন | সরকারি সায়ত্বশাসিত সংস্থা |
আইনি অবস্থা | সক্রিয় |
সদরদপ্তর | চট্টগ্রাম, বাংলাদেশ |
অবস্থান |
|
যে অঞ্চলে কাজ করে | চট্টগ্রাম |
দাপ্তরিক ভাষা | বাংলা |
চেয়ারম্যান | মোহাম্মদ নুরুল করিম |
ওয়েবসাইট | cda |
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক বা সিডিএ) চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার জন্য সংবিধিবদ্ধ পরিকল্পনা ও উন্নয়ন প্রণয়নমূলক কর্তৃপক্ষ যা বাংলাদেশ সরকারের চউক অধ্যাদেশ-১৯৫৯ এর আলোকে গঠিত ও পরিচালিত হয়ে থাকে। ভৌগোলিক ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দেশের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র চট্টগ্রাম শহর ও এর নিয়ন্ত্রিত আশেপাশের এলাকাসমূহের পরিকল্পিত ও সামঞ্জস্যপূর্ণ উন্নয়নের প্রতি দৃষ্টি রেখে ক্রমবর্ধমান নগরায়ণের ধারাকে পরিকল্পিত ও টেকসই করার লক্ষ্যে সংস্থাটি কাজ করে থাকে।[১]
আওতাধীন এলাকা
[সম্পাদনা]স্ট্রাকচার প্ল্যান-১৯৯৫ অনুযায়ী ১১৫২ বর্গ কিলোমিটার।
সীমানা
[সম্পাদনা]প্রতিষ্ঠানটির সীমানা উত্তরে সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়ীয়া, দক্ষিণে সাঙ্গু নদী, আনোয়ারা উপজেলা ও পূর্বে রাঙ্গুনিয়া উপজেলার ইছাখালী এবং পশ্চিমে বঙ্গোপসাগর।
প্রতিষ্ঠান
[সম্পাদনা]উক্ত প্রতিষ্ঠানটি চট্টগ্রামের চান্দগাঁও-এর সিডিএ পাবলিক স্কুল এন্ড কলেজ, সিডিএ গার্লস স্কুল এন্ড কলেজ এবং এম. এম. আলী রোডের চউক শিশু কানন স্কুল পরিচালনা করে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "এক নজরে চউক"। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। ৫ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ৩০, ২০১৪।