চট্টগ্রাম বন্দর সুইমিং কমপ্লেক্স
| চট্টগ্রাম বন্দর সুইমিং কমপ্লেক্স | |
|---|---|
| ২২°১৯′০৪″ উত্তর ৯১°৪৭′৩৫″ পূর্ব / ২২.৩১৭৭৭৭° উত্তর ৯১.৭৯৩০১০° পূর্ব | |
| খোলা | ০২ জানুয়ারি, ২০২২ |
| পরিচালনায় | চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ |
| মালিকানাধীন | চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ |
| স্থাপত্য | ডিজাইন সোর্স |
| ধরন | অলিম্পিক পুল |
| অবস্থা | সক্রীয় |
| খরচ | ৳ ১৫.৯৮ কোটি |
| দৈর্ঘ্য | ৫০ মিটার |
| প্রস্থ | ২৫ মিটার |
| গভীরতা | ৪.১০ মিটার |
| আকার | |
| ১.৩০ একর | |
| বৈশিষ্ট্য | |
| ৮ লেন বিশিষ্ট সুইমিংপুল | |
| সুবিধাসমূহ | |
| ব্যায়ামাগার, বাষ্প স্নান ও সওনা স্নান | |
চট্টগ্রাম বন্দর সুইমিং কমপ্লেক্স চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পরিচালিত সাঁতার ক্রীড়া আয়োজন ও প্রশিক্ষণ সুইমিংপুল।[১] ক্রীড়া স্থাপনাটি চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্সের দক্ষিণ-পূর্ব কোণে অবস্থিত। স্থাপনাটি টেনিস কোর্ট ও বাস্কেটবল মাঠের সাথে একত্রে ২০২২ সালের ২ জানুয়ারি বন্দরের নিয়মিত সদস্য ও তাদের পোষ্যদের উদ্বোধন ও ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়।[২]
নির্মাণ
[সম্পাদনা]ডিজাইন সোর্সের স্থাপত্য নকশায় কিউএইচএমসিএল-সিএসএল (জেভি) ২০১৯ সালের ডিসেম্বরে সংলগ্ন টেনিস ও বাস্কেটবল কোর্টের সাথে সুইমিং কমপ্লেক্সের নির্মাণ সম্পন্ন করে। ১.৩০ একর আয়তনের ভূমির উপর কমপ্লেক্সটি নির্মাণ করতে ১৫ কোটি ৯৮ লক্ষ টাকা খরচ হয়েছিল।[১]
কাঠামো
[সম্পাদনা]কমপ্লেক্সে দুইটি সাঁতারপুল আছে। খোলা আকাশের নিচে উন্মুক্ত ৮ লেন বিশিষ্ট মূল সাঁতারপুলের আয়তন ৫০x২৫ বর্গমিটার।[৩] এটি সর্বনিম্ন ১.৩৫ মিটার থেকে সর্বোচ্চ ৪.১০ মিটার গভীর। প্রশিক্ষণের জন্য নির্মিত অপর সাঁতারপুলের দৈর্ঘ্য ২৫ মিটার। দৈর্ঘ্যে ছোট এইপুলের গভীরতা ১.৩৫ থেকে ৬ মিটার পর্যন্ত।[১] নিয়মিত সাঁতারপুল ছাড়াও নারী ও পুরুষ সাঁতারুদের জন্য পৃথক পরিবর্তন-কক্ষ, ব্যায়ামাগার, বাষ্প স্নান ও সওনা স্নান, জাকুজির সুবিধা যুক্ত। সাঁতারের তাত্ত্বিক শিক্ষার জন্য একটি শ্রেণীকক্ষও কমপ্লেক্সের মূল কাঠামোর অন্তর্গত।[১] পুলের একপাশে একসাথে ৪০০ জন দর্শক বসতে পারেন।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 "চট্টগ্রামের সেরা সুইমিং পুলটি বন্দরে"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২ জানুয়ারি ২০২২। ১৬ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০২৪।
- ↑ চৌধুরী, শাহাদাৎ হোসেন (৮ জানুয়ারি ২০২২)। "কোটি কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম বন্দরের নিজস্ব সুইমিং পুল কমপ্লেক্স"। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। ৫ অক্টোবর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০২৪।
- ↑ "বন্দর সুইমিং কমপ্লেক্স, টেনিস কোর্ট ও বাস্কেটবল গ্রাউন্ডের যাত্রা শুরু"। দৈনিক আজাদী। ৩ জানুয়ারি ২০২২। ৩ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০২৪।
- ↑ আহমদ, সারোয়ার (২৯ ডিসেম্বর ২০২১)। "নতুন বছরের উপহার বন্দরের ৪ প্রকল্প"। দৈনিক পূর্বকোণ। ৫ অক্টোবর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২৪।