বাংলাদেশ চা বোর্ড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাংলাদেশ চা বোর্ড
Bangladesh Tea Board 2016.jpg
গঠিত১৯৭৭
সদরদপ্তরনাসিরাবাদ, চট্টগ্রাম, বাংলাদেশ
যে অঞ্চলে কাজ করে
বাংলাদেশ
দাপ্তরিক ভাষা
বাংলা
চেয়ারম্যান
মেজর জেনারেল মো: আশরাফুল ইসলাম
প্রধান প্রতিষ্ঠান
বাণিজ্য মন্ত্রণালয় (বাংলাদেশ)
ওয়েবসাইটবাংলাদেশ চা বোর্ড

বাংলাদেশ চা বোর্ড (ইংরেজি: Bangladesh Tea Board) বা btb,[১] একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যেটি চা উৎপাদন, নিয়ন্ত্রণ এবং চা উৎপাদনে উৎসাহমুখী নীতি প্রণয়নের দায়িত্ব পালন করে। এটি নাসিরাবাদ, চট্টগ্রাম, বাংলাদেশে অবস্থিত।[২][৩] মেজর জেনারেল মুহাম্মদ আশরাফুল ইসলাম প্রতিষ্ঠানটির বর্তমান চেয়ারম্যান, তিনি ১২ জুলাই ২০২১ তারিখে চেয়ারম্যান পদে নিয়োগপ্রাপ্ত হন।[৪]

ইতিহাস[সম্পাদনা]

১৯৭৭ সালে চা অধ্যাদেশের মাধ্যমে এই বোর্ডটি প্রতিষ্ঠিত হয়।[৩] বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, শেখ মুজিবুর রহমান, এই বোর্ডের একজন প্রাক্তন চেয়ারম্যান ছিলেন।[৫]

প্রদর্শনী[সম্পাদনা]

বাগানের সবুজ চা পাতা শ্রমিকদের হাত ঘুরে কারখানায় প্রক্রিয়াকরণের মাধ্যমে কীভাবে ভোক্তার কাছে আসে তা তুলে ধরতে, দেশে প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হয় চায়ের প্রদর্শনী ‘বাংলাদেশ টি এক্সপো’-২০১৭।[৬][৭] বাংলাদেশ চা বোর্ড এই প্রদর্শনীর আয়োজন করে।[৭]

বাংলাদেশের চা শিল্পকে পরিচিত করতে একটি মাধ্যম গড়ে তোলা এবং দেশে-বিদেশে চা প্রেমীদের কাছে এ শিল্পকে তুলে ধরাই এ প্রদর্শনীর মূল উদ্দেশ্য।[৮] এ প্রদর্শনীতে ৩০টি প্যাভিলিয়ন এবং ১৬টি স্টল অংশগ্রহণ করে। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার পুষ্পগুচ্ছ হলে ২০১৭ সালের ১২ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত এই প্রদর্শনী চলে। বাংলাদেশ চা বোর্ডের এই আয়োজনে সহযোগী হিসেবে ছিল- সিটি গ্রুপ, ডানকান ব্রাদার্স বাংলাদেশ লিমিটেড, ফিনলে টি, এইচআরসি, ইস্পাহানী এবং সিলোন টি।[৮]

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Low price of tea leaves frustrates farmers"thedailystar.net। The Daily Star। ১৬ জুলাই ২০১৪। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০১৬ 
  2. "Plucking tea leaves brings fortune for 7,500 distressed women"archive.dhakatribune.com। Dhaka Tribune। ১৯ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০১৬ 
  3. Rahman, Md. Hasinur। "Bangladesh Tea Board"en.banglapedia.org। Banglapedia। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০১৬ 
  4. "চা বোর্ডের নতুন চেয়ারম্যান মেজর জে. আশরাফুল : রাষ্ট্রদূত হলেন মেজর জে. হাসনাত"Daily Nayadiganta। সংগ্রহের তারিখ ২০২১-১১-১৭ 
  5. "16,000 tea workers face uncertainty"thedailystar.net। The Daily Star। ২০ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০১৬ 
  6. দৈনিক সমকাল[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  7. বাংলাদেশ প্রতিদিন
  8. রিংস বিডি