নৌ বাণিজ্য দপ্তর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নৌ বাণিজ্য দপ্তর
গঠিত১৯৪৬; ৭৮ বছর আগে (1946)
ধরনসরকারি
সদরদপ্তরআগ্রাবাদ, চট্টগ্রাম
যে অঞ্চলে
বাংলাদেশ
পরিষেবানৌ পরিবহন সংক্রান্ত
দাপ্তরিক ভাষা
বাংলা, ইংরেজি
প্রিন্সিপাল অফিসার
ক্যাপ্টেন সাব্বির মাহমুদ
প্রধান প্রতিষ্ঠান
নৌপরিবহন মন্ত্রণালয় (বাংলাদেশ)
অনুমোদননৌপরিবহন অধিদপ্তর
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

নৌ বাণিজ্য দপ্তর নৌপরিবহন অধিদপ্তরের অধীনস্থ একটি সরকারি প্রতিষ্ঠান। দেশের সমুদ্রগামী জাহাজ চলাচল ও নিরাপদ নৌচলাচল কার্যক্রম পরিচালনার পাশাপাশি সমুদ্রগামী ও উপকূলীয় ফিশিং, কোস্টাল, ট্যাংকার জাহাজের সার্ভে ও নিবন্ধন, চলাচলের ফিটনেস সনদ এবং বিভিন্ন ধরনের নিরাপত্তা সনদ জারি করে এ প্রতিষ্ঠানটি।[১]

ইতিহাস[সম্পাদনা]

নৌ বাণিজ্য দপ্তর প্রতিষ্ঠার ইতিহাস বেশ পুরনো। ব্রিটিশ শাসনামলে শাখা দপ্তর হিসেবে ১৯৪৬ সালে ক্যালকাটা নৌ বাণিজ্য দপ্তর-এর অধীনে চালু হয় এ প্রতিষ্ঠান। দেশভাগের পর পাকিস্তান সময়কালে এই দপ্তরটি বাণিজ্য মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয়প্রতিরক্ষা মন্ত্রণালয় এর অধীনে ছিলো। স্বাধীনতার পর একে যোগাযোগ মন্ত্রণালয়ের বন্দর, জাহাজ চলাচল ও অভ্যন্তরীণ নৌ-পরিবহন বিভাগের অধীনে নিয়ে আসা হয়। বর্তমানে এ দপ্তরটি নৌপরিবহন মন্ত্রণালয়ের অধিভুক্ত।[২] বর্তমানে জাহাজের চলাচলের অনুমতি প্রদানের পাশাপাশি কক্সবাজার, কুতুবদিয়া এবং সেন্টমার্টিনে তিনটি বাতিঘরের (লাইট হাউজ) কার্যক্রমও নৌ বাণিজ্য দপ্তর পরিচালনা করে।[৩][১]

গঠন[সম্পাদনা]

ব্যবস্থাপনার কার্যক্রম পরিচালনার জন্য ৬ সদস্যের একটি পরিচালনা পর্ষদ গঠন করা হয়। তাঁরা হলেন:[৪]

  • পরিচালক: ১ জন
  • নৌ জরিপকারী: ২ জন
  • প্রকৌশলী ও জাহাজ জরিপকারী: ২ জন
  • ইলেকট্রিক ইঞ্জিনিয়ার: ১ জন

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "পরিক্রমা, নৌ বাণিজ্য দপ্তর"dos.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  2. "পরিচালনা পর্ষদ, নৌ বাণিজ্য অফিস" (পিডিএফ)dpp.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  3. "ইতিহাস, নৌ বাণিজ্য দপ্তর"mmd.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  4. "পরিচালনা পর্ষদ, নৌ বাণিজ্য দপ্তর"mmd.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২