বিষয়বস্তুতে চলুন

বীর উত্তম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(বীরউত্তম থেকে পুনর্নির্দেশিত)
বীর-উত্তম

বীর-উত্তম ফিতা
পুরস্কারদাতা দেশ  বাংলাদেশ
ধরন পদক
যোগ্যতা বীরত্বসূচক অবদানের জন্য ২য় সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার
পুরস্কৃত হওয়ার কারণ ১৯৭১ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদান ও বীরত্ব প্রদর্শন
মর্যাদা ১৫ ডিসেম্বর ১৯৭৩
পরিসংখ্যান
প্রতিষ্ঠিত ১৯৭৩
সর্বমোট পুরস্কৃত ৬৯ জন (বাতিলকৃত ২ জনসহ)
মরনোত্তর
পুরস্কারসমূহ
২২ জন
পদকপ্রাপ্ত ৬৭ জন (বাতিলকৃত ২ জন ব্যাতিত)

বীর উত্তম বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বীরত্বের পুরস্কার। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যাঁরা অবদান রেখেছিলেন তাদের মধ্যে থেকে বাংলাদেশ সরকার বিভিন্ন জনকে তাদের অবদানের ভিত্তিতে বীর শ্রেষ্ঠ, বীর-উত্তম, বীর বিক্রমবীর প্রতীক উপাধিতে ভূষিত করে। ১৯৭৩ সালে সরকারি গেজেট অনুযায়ী মুক্তিযুদ্ধে অবদানের জন্য ৬৮ জনকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয়।[][] সর্বশেষ ৬৯তম ব্যক্তি হিসেবে বীর-উত্তম পদক পান ব্রিগেডিয়ার জেনারেল জামিল উদ্দিন আহমেদ। বঙ্গবন্ধুকে ১৯৭৫ সালের আগস্টে বাঁচানোর চেষ্টার জন্য তাকে ২০১০ সালে মরণোত্তর বীর-উত্তম পদক প্রদান করা হয়। তবে দুজনের খেতাব বাতিল করায় বর্তমানে মোট খেতাবপ্রাপ্ত বীর-উত্তম ৬৭ জন।

মাসিক ভাতা

[সম্পাদনা]

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা প্রদান নীতিমালা ২০১৩ অনুসারে বীর-উত্তমদের ভাতা ১৫০ টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা, বীরবিক্রমদের ভাতা ১২৫ টাকা থেকে বাড়িয়ে ৮ হাজার টাকা ও বীরপ্রতীকদের ভাতা ১০০ টাকা থেকে বাড়িয়ে ৬ হাজার টাকা করা হয়।

নামের তালিকা

[সম্পাদনা]

শহিদ বীরদের নামের পাশে তারকা (*) চিহ্ন উল্লেখ করা হলো।

ক্রম নাম মুক্তিযুদ্ধকালীন সেক্টর পদবি গ্যাজেট নম্বর'
০১ আবদুর রব মেজর জেনারেল ০৮
০২ কাজী মুহাম্মদ শফিউল্লাহ অধিনায়ক, এস. ফোর্স মেজর জেনারেল ০৯
০৩ জিয়াউর রহমান অধিনায়ক, জেড. ফোর্স লে. জেনারেল ১০
০৪ চিত্ত রঞ্জন দত্ত সেক্টর অধিনায়ক-৪ মেজর জেনারেল ১১
০৫ কাজী নূরুজ্জামান সেক্টর অধিনায়ক-৭ লে. কর্ণেল ১২
০৬ মীর শওকত আলী সেক্টর অধিনায়ক-৫ লে. জেনারেল ১৩
০৭ খালেদ মোশাররফ অধিনায়ক, কে. ফোর্স ব্রিগেডিয়ার ১৪
০৮ মোহাম্মদ আবুল মঞ্জুর সেক্টর অধিনায়ক-৮ মেজর জেনারেল ১৫
০৯ মোহাম্মদ আবু তাহের সেক্টর অধিনায়ক-১১ লে. কর্ণেল ১৬
১০ এ. এন. এম. নূরুজ্জামান সেক্টর অধিনায়ক-৩ লে. কর্ণেল ১৭
১১ মোহাম্মদ রফিকুল ইসলাম সেক্টর অধিনায়ক-১ মেজর ১৮
১২ আবদুস সালেক চৌধুরী সেক্টর অধিনায়ক-২ মেজর ১৯
১৩ এ জে এম আমিনুল হক অধিনায়ক, ৮ ইস্ট বেঙ্গল ব্রিগেডিয়ার ২০
১৪ খাজা নিজাম উদ্দিন ভূঁইয়া* সেক্টর-৪ লিডার গণবাহিনী ২১
১৫ হারুন আহমেদ চৌধুরী সেক্টর-১ মেজর জেনারেল ২২
১৬ আবু তাহের মোহাম্মদ হায়দার সেক্টর অধিনায়ক-২ লে. কর্ণেল ২৩
১৭ মোহাম্মদ আবদুল গাফফার হালদার অধিনায়ক, ৯ ইস্ট বেঙ্গল লে. কর্ণেল ২৪
১৮ শরিফুল হক ডালিম (বাতিলকৃত) মেজর (বাতিলকৃত)
১৯ শাহজাহান ওমর সেক্টর-৯ মেজর ২৬
২০ মেহবুবুর রহমান সেক্টর-২ লে. কর্ণেল ২৭
২১ জিয়াউদ্দিন অধিনায়ক, ১ম ইস্ট বেঙ্গল লে. কর্ণেল ২৮
২২ আফতাবুল কাদের* সেক্টর-১ ক্যাপ্টেন ২৯
২৩ মাহবুবুর রহমান* জেড ফোর্স ক্যাপ্টেন ৩০
২৪ সালাহউদ্দিন মমতাজ* ১ম ইস্ট বেঙ্গল ক্যাপ্টেন ৩১
২৫ মোহাম্মদ আজিজুর রহমান ২য় ইস্ট বেঙ্গল মেজর জেনারেল ৩২
২৬ এস এম ইমদাদুল হক* ৮ম ইস্ট বেঙ্গল লেফটেন্যান্ট ৩৩
২৭ মোহাম্মদ আনোয়ার হোসেন* ১ম ইস্ট বেঙ্গল লেফটেন্যান্ট ৩৪
২৮ আবু মঈন মোহাম্মদ আশফাকুস সামাদ* সেক্টর-৬ লেফটেন্যান্ট ৩৫
২৯ আফতাব আলী* -- ক্যাপ্টেন ৩৬
৩০ ফয়েজ আহমদ* -- সুবেদার ৩৭
৩১ বেলায়েত হোসেন* -- নায়েব সুবেদার ৩৮
৩২ মঈনুল হোসেন* -- নায়েব সুবাদার ৩৯
৩৩ হাবিবুর রহমান -- নায়েব সুবাদার ৪০
৩৪ শাহে আলম* -- হাবিলদার ৪১
৩৫ মোহাম্মদ নুরুল আমিন -- ক্যাপ্টেন ৪২
৩৬ নাসির উদ্দিন* -- হাবিলদার ৪৩
৩৭ আবদুল মান্নান* -- নায়েক ৪৪
৩৮ আবদুল লতিফ মন্ডল* -- ল্যান্স নায়েক ৪৫
৩৯ আবদুস সাত্তার -- হাবিলদার ৪৬
৪০ নূরুল হক* -- সিপাহি ৪৭
৪১ শামসুজ্জামান* ৮ম ইস্ট বেঙ্গল সিপাহি ৪৮
৪২ সাফিল মিয়া ৯ম ইস্ট বেঙ্গল সিপাহি ৪৯
৪৩ ফজলুর রহমান খন্দকার* -- সুবেদার ৫০
৪৪ মজিবুর রহমান (বীর উত্তম) -- নায়েব সুবেদার ৫১
৪৫ শফিকউদ্দিন চৌধুরী* -- নায়েক ৫২
৪৬ আবু তালেব -- সিপাহি ৫৩
৪৭ সালাহউদ্দিন আহমেদ -- ডিএডি ৫৪
৪৮ আনোয়ার হোসেন* -- সিপাহি ৫৫
৪৯ এরশাদ আলী* -- সিপাহি ৫৬
৫০ মোজাহার উল্লাহ এম এফ, সেক্টর-১ নৌ- কমান্ডো ৫৭
৫১ মোহাম্মদ জালাল উদ্দিন নৌ বাহিনী লে. কামান্ডার ৫৮
৫২ আফজাল মিয়া নৌ বাহিনী ই আর এ ৫৯
৫৩ বদিউল আলম নৌ বাহিনী এম ই-১ ৬০
৫৪ সিরাজুল মওলা নৌ বাহিনী এ বি ৬১
৫৫ আবদুল ওয়াহেদ চৌধুরী নৌ বাহিনী কমোডোর ৬২
৫৬ মতিউর রহমান এম এফ নৌ কমান্ডো ৬৩
৫৭ মোহাম্মদ শাহ আলম এম এফ, সেক্টর-১ নৌ কমান্ডো ৬৪
৫৮ আবদুল করিম খন্দকার বিমানবাহিনী প্রধান গ্রু. ক্যাপ্টেন ৬৫
৫৯ খাদেমুল বাশার সেক্টর অধিনায়ক-৬ এয়ার ভাইস মার্শাল ৬৬
৬০ সুলতান মাহমুদ অধিনায়ক, কিলো ফ্লাইট এয়ার ভাইস মার্শাল ৬৭
৬১ শামসুল আলম সদর দফতর, মুজিবনগর গ্রুপ ক্যাপ্টেন ৬৮
৬২ বদরুল আলম কিলো ফ্লাইট স্কোয়াড্রেন লীডার ৬৯
৬৩ লিয়াকত আলী খান সদর দপ্তর, জেড. ফোর্স স্কোয়াড্রেন লীডার ৭০
৬৪ সাহাবউদ্দিন আহমেদ কিলো ফ্লাইট ক্যাপ্টেন ৭১
৬৫ শরফুদ্দীন আহমেদ (বাতিলকৃত) কিলো ফ্লাইট ক্যাপ্টেন (বাতিলকৃত) ৭২
৬৬ আকরাম আহমেদ কিলো ফ্লাইট ক্যাপ্টেন ৭৩
৬৭ মাসরুর-উল-হক সিদ্দিকী সেক্টর-৮ ক্যাপ্টেন ৭৪
৬৮ আবদুল কাদের সিদ্দিকী সেক্টর-১১ মুক্তিবাহিনী ৭৫
৬৯ জামিল উদ্দিন আহমেদ ব্রিগেডিয়ার জেনারেল

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর প্রকাশিত বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত গেজেট, গেজেট নং-৮/২৫/ডি-১/৭২-১৩৭৮
  2. "খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের তালিকা"দৈনিক আমার দেশ। ২৪ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪