কক্সবাজার ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসা
ধরন | এমপিও ভুক্ত |
---|---|
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি | ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (২০০৬- ২০১৬) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (২০১৬- বর্তমান) |
মাধ্যমিক অন্তর্ভুক্তি | বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড |
শিক্ষার্থী | আনু. ৭০০ |
অবস্থান | , , |
শিক্ষাঙ্গন | শহুরে |
ভাষা | বাংলা, ইংরেজি, আরবি |
কক্সবাজার ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসা চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার একটি বিখ্যাত মহিলা আলিয়া মাদ্রাসা।[১][২][৩] এই মাদ্রাসা আলিয়া মাদ্রাসার পরীক্ষার কেন্দ্র হিসাবে ব্যবহৃত হয়ে থাকে।[৪][৫] বর্তমানে মাদ্রাসাটি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত একটি মাদ্রাসা। মাদ্রাসাটি ফলাফলের দিক থেকে কক্সবাজার জেলা ও চট্টগ্রাম বিভাগের শীর্ষস্থানে অবস্থান করে।[২][৬][৭]
ইতিহাস[সম্পাদনা]
এই মাদ্রাসা ২০০৬ সাল থেকে ফাজিল ও কামিল ডিগ্রির জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের অধিভুক্ত ছিলো, পরে ২০১৬ সাল আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে বাংলাদেশের সকল আলিয়া মাদ্রাসার সাথে এই মাদ্রাসাও সেখানে স্থানান্তরিত হয়। ২০২০ সালে মাদ্রাসার চলমান দুইজন অধ্যক্ষ মাওলানা জাফরুল্লাহ নুরী ও মাওলানা আজম মোবারক উল্লাহ চৌধুরী মৃত্যুবরণ করেন।[৮]
শিক্ষা কার্যক্রম[সম্পাদনা]
কক্সবাজার ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসা একটি মেয়েদের আলিয়া মাদ্রাসা, এখানে শুধু মেয়েরাই অধ্যয়ন করতে পারে। মাদ্রাসাটিতে প্রাথমিক স্তর ইবতেদায়ী থেকে আলিয়া মাদ্রাসার সর্বোচ্চ স্তর কামিল শ্রেণী পর্যন্ত রয়েছে। দাখিল শ্রেণীতে বিজ্ঞান ও মানবিক উভয় শাখা রয়েছে। এবং ফাজিল ও কামিল শ্রেণীতে আল কুরআন, আল হাদিস ও দাওয়াহ বিভাগ নিয়ে উচ্চতর পড়াশোনা ও গবেষণার সুযোগ রয়েছে।
উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ[সম্পাদনা]
কক্সবাজার ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসা উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ
- জাফরুল্লাহ নুরী - সাবেক অধ্যক্ষ ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (২০১৭)।[৯][১০]
- আজম মোবারক উল্লাহ চৌধুরী - সাবেক অধ্যক্ষ ও উপাধ্যক্ষ, ইসলামী ব্যক্তিত্ব[৮][১১]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ প্রতিবেদক, নিজস্ব। "কক্সবাজারে মাদ্রাসা ও বৌদ্ধপল্লি পরিদর্শন মার্কিন রাষ্ট্রদূত"। Prothomalo। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৪।
- ↑ ক খ প্রতিবেদক, নিজস্ব। "আলিমে কক্সবাজার ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসা জেলার শীর্ষে"। DailyInqilabOnline। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৪।
- ↑ "ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসার কাগজে কলমে এড. ছালামত উল্লাহর মৃত্যু হয়েছে ২ বছর আগে! - কক্সবাজার কন্ঠ"। www.coxsbazarkontho.com। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৪।
- ↑ "জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু আজ"। coxsbazarshomoy.com। ২০১৭-১১-০১। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৪।
- ↑ "Cox's Bazar Model Womens Kamil Madrasah - Sohopathi | সহপাঠী" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৯।
- ↑ Dainikshiksha। "ফাযিল পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর ইসলামিয়া মহিলা মাদ্রাসার তিন শিক্ষার্থীর - দৈনিকশিক্ষা"। Dainik shiksha (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৪।
- ↑ "চট্টগ্রামের সেরা ১০ মাদ্রাসার ফলাফল একনজরে, সবার সেরা বায়তুশ শরফ"। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৪।
- ↑ ক খ "ইসলামিয়া মহিলা মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আর নেই"। The daily onnodristy (ইংরেজি ভাষায়)। ২০২০-০৯-১৯। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৪।
- ↑ "কক্সবাজার ইসলামিয়া মহিলা কামিল মাদরাসা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান মাওলানা নূরী শ্রেষ্ঠ প্রিন্সিপ্যাল নির্বাচিত"। DailyInqilabOnline। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৪।
- ↑ "দৈনিক জনকন্ঠ || কক্সবাজারে মাদ্রাসা অধ্যক্ষের কাণ্ডে"। দৈনিক জনকন্ঠ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৪।
- ↑ "ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধȀ"। Dailybhorerbangla.com (ইংরেজি ভাষায়)। ২০২০-০৯-১৮। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৪।