ইছামতি দারুল উলুম কামিল মাদ্রাসা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইছামতি দারুল উলুম কামিল মাদ্রাসা
মাদ্রাসার লোগো
ধরনএমপিও ভুক্ত
স্থাপিত১ জানুয়ারি ১৯৪৭; ৭৭ বছর আগে (1947-01-01)
প্রতিষ্ঠাতাস্থানীয় ব্যক্তিবর্গ
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া (২০০৬- ২০১৬)
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (২০১৬- বর্তমান)
অধ্যক্ষমাওলানা শিহাব উদ্দিন
মাধ্যমিক অন্তর্ভুক্তিবাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড
শিক্ষার্থীআনু. ১১০০
ঠিকানা
কালীগঞ্জ বাজার, মানিকপুর ইউনিয়ন,
, , ,
শিক্ষাঙ্গনগ্রাম্য
ভাষাবাংলা
EIIN সংখ্যা১৩০৫২৩
ক্রীড়াক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাটমিন্টন
এমপিও সংখ্যা১৫১১০৪২৪০১
ওয়েবসাইটhttps://130523.ebmeb.gov.bd/

ইছামতি দারুল উলুম কামিল মাদ্রাসা সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার একটি উল্লেখযোগ্য আলিয়া মাদ্রাসা। মাদ্রাসাটির দাখিল ও আলিম স্তর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের তত্ত্বাবধায়নে পরিচালিত হয়ে থাকে। এছাড়াও মাদ্রাসার ফাজিল ও কামিল শ্রেণী ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রয়েছে।[১] এটি ১৯৪৭ সালে স্থানীয় কিছু ব্যক্তিবর্গ কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিলো। মাদ্রাসাটি সিলেট বিভাগের মধ্যে অন্যতম শীর্ষ ফলাফল করে থাকে।[২] বর্তমানে মাদ্রাসায় মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১১০০ জন। সিলেট জেলার এডিসি পদাধিকার বলে মাদ্রাসার সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৮৮ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে মাদ্রাসাটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসাবে বিবেচিত হয়।[৩]

ইতিহাস[সম্পাদনা]

জকিগঞ্জ উপজেলা ইসলামি শিক্ষার ঘাটতি ছিলো, নৈতিক শিক্ষার জন্য বড় কোন মাদ্রাসা ছিলোনা। সেজন্য ১৯৪৭ সালে জকিগঞ্জ উপজেলার কিছু ব্যক্তিবর্গ উদ্যোগ নিয়ে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। এটি সিলেট শহর থেকে সিলেট জকিগঞ্জ রোডে ৬৬ কিলোমিটার দূরে জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের কালীগঞ্জ বাজারের পশ্চিম-উত্তর পাশে অবস্থিত।[৪]

মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্যের মধ্যে আব্দুস সামাদ চৌধুরী ও জাহাঙ্গীর শাহ চৌধুরী অন্যতম, যারা এখনো মাদ্রাসা পরিচালনা কমিটির অন্যতম সদস্য। মাদ্রাসাটি প্রাথমিক অবস্থায় শুধু শিশু শ্রেনী ও ইবতেদায়ী শাখা চালু করে। এরপরে মাদ্রাসার কার্যক্রম ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। ১৯৮৪ সালে মাদ্রাসাটি এমপিও ভুক্তি লাভ করে। এরপরে মাদ্রাসার অধ্যক্ষ অত্র অঞ্চলের সরকারি উচ্চপ্রদস্থ কর্মকর্তার সাহায্যে মাদ্রাসাটির দাখিল, আলিম, ফাজিল ও কামিল শ্রেণী বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড কর্তৃক স্বীকৃতি লাভ করে। ২০০২ সালে মাদ্রাসাটির কামিল স্তর এমপিও ভুক্তি লাভ করে।

মাদ্রাসাটি ২০০৬ সালে ইবি সংশোধনী আইন অনুসারে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি লাভ করে।[৫] এরপরে ২০১৬ সালে মাদ্রাসাটি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে মাদ্রাসাটি এই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি লাভ করে। ২০২১ সালে সিলেট জেলা পরিষদের অর্থায়নে মাদ্রাসার প্রধান ফটক নির্মাণ করা হয়।[৬] মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ছিলেন মাওলানা হাবিবুর রহমান।[৭]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ইছামতি দারুল উলুম কামিল মাদ্রাসা"সহপাঠী ওয়েবসাইট। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০২৩ 
  2. Fahim, JF Chowdhury। "ইছামতি দারুল উলুম কামিল (এম.এ) মাদরাসার কামিল চুড়ান্ত পরীক্ষায় শতভাগ ফলাফল" (ইংরেজি ভাষায়)। ২০২৩-০৮-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-০২ 
  3. "ইছামতি দারুল উলুম কামিল মাদ্রাসা"zakiganj.sylhet.gov.bd। ২০২২-০৭-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-০১ 
  4. প্রতিনিধি (২০২০-০৮-২৯)। "চাকরি দেবে ইছামতি দারুল উলুম কামিল মাদরাসা"সিলেটের চাকরির খবর (ইংরেজি ভাষায়)। ২০২৩-০৮-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-০২ 
  5. "ফাজিল পরীক্ষার সময়সূচী" (পিডিএফ)মাদ্রাসার অফিশিয়াল সাইট। ২০২৩-০৮-০২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০২৩ 
  6. "জকিগঞ্জের ইছামতি দারুল উলুম কামিল মাদ্রাসার গেইট উদ্বোধন"zakiganjsangbad.com (ইংরেজি ভাষায়)। ২০২৩-০৪-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-০২ 
  7. "প্রখ্যাত আলেম হাবিবুর রহমানের ইন্তেকাল"Risingbd (ইংরেজি ভাষায়)। ২০২২-০৩-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-০২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]