আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা
ধরন | এমপিও ভুক্ত |
---|---|
স্থাপিত | ১ জানুয়ারি ১৯৭৮ |
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি | ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (২০০৬- ২০১৬) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (২০১৬- বর্তমান) |
অধ্যক্ষ | মুফতি ফারুক আহমেদ |
মাধ্যমিক অন্তর্ভুক্তি | বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড |
শিক্ষার্থী | আনু. ১৮০০ |
ঠিকানা | কুমিল্লা বাসস্ট্যান্ড , , , |
শিক্ষাঙ্গন | শহুরে |
EIIN সংখ্যা | ১০৬৬২৯ |
ক্রীড়া | ক্রিকেট, ফুটবল, ভবিবল, ব্যাটমিন্টন |
এমপিও সংখ্যা | ৯০৩০৫২৪০১ |
ওয়েবসাইট | http://106629.ebmeb.gov.bd/ |
![]() |
আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা চট্টগ্রাম বিভাগের ফেনী জেলার একটি ঐতিহ্যবাহী কামিল মাদ্রাসা।[১][২] তবে মাদ্রাসাটি সংক্ষেপে ফালাহিয়া মাদ্রাসা নামেও পরিচিত। ফলাফলের দিক থেকে এই মাদ্রাসা ফেনী জেলা ও চট্টগ্রাম বিভাগে শীর্ষে স্থান লাভ করে, এবং সারাদেশে শীর্ষ ২০ অবস্থান করে।[৩][৪][৫][৬] এই মাদ্রাসার বর্তমান অধ্যক্ষের নাম মুফতি ফারুক আহমেদ।[৭] ২০১৮ সালে এই মাদ্রাসা ফলাফলের দিক থেকে দাখিল পরীক্ষায় ফেনী জেলায় ১ম স্থান লাভ করে।
অবস্থান[সম্পাদনা]
ফেনী শহরের প্রাণকেন্দ্রে কুমিল্লা বাসস্ট্যান্ড সংলগ্ন ফালাহিয়া লেনে মনোরম পরিবেশে ১০০ শতাংশ ভুমি নিয়ে মাদ্রাসাটি অবস্থিত। শহরের জিরো পয়েন্ট দোয়েল চত্ত্বর থেকে মাদ্রাসাটির দূরত্ব মাত্র দেড় কিলোমিটার।
ইতিহাস[সম্পাদনা]
১৯৭৮ সালে ফেনী জেলায় ইসলামী শিক্ষার বিস্তারের জন্য এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করা হয়। ২০০০ সালে মাদ্রাসাটি সরকারি শেষ স্বীকৃতি লাভ করে।[৮] উচ্চ শিক্ষা ফাজিল ও কামিল পরীক্ষার জন্য ২০০৬ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের অধিভুক্তি লাভ করে, এরপরে ২০১৬ সালে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে সকল আলিয়া মাদ্রাসার সঙ্গে এই মাদ্রাসাও আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্তি লাভ করে।
উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "আল-জামেয়াতুল ফালাহিয়া মাদ্রাসায় ভাষা দিবসে আলোচনা সভা"। www.natunfeni.com। সংগ্রহের তারিখ ২০২১-০৮-১০।
- ↑ "শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ফেনীর ফালাহিয়া মাদরাসার সনদ লাভ || সাপ্তাহিক সোনার বাংলা"। www.weeklysonarbangla.net। সংগ্রহের তারিখ ২০২১-০৮-১০।
- ↑ "দেশ সেরা শিক্ষাপ্রতিষ্ঠান 'ফালাহিয়া'"। www.natunfeni.com। সংগ্রহের তারিখ ২০২১-০৮-১০।
- ↑ "এবারও শীর্ষে ফেনী গার্লস ক্যাডেট কলেজ"। jagonews24.com। সংগ্রহের তারিখ ২০২১-০৮-১০।
- ↑ "ফেনী জেলায় শীর্ষে ফেনী গার্লস ক্যাডেট কলেজ ও ফালাহিয়া মাদ্রাসা"। CampusLive24.com। ২০২১-০৮-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৮-১০।
- ↑ প্রতিবেদক, নিজস্ব। "ইবতেদায়িতে পাসের হার ৯৫.৮০ শতাংশ"। Prothomalo। সংগ্রহের তারিখ ২০২১-০৮-১০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "ফেনীতে বর্ণাঢ্য আয়োজনে গ্র্যান্ড সুলতান কনভেনশন হল উদ্বোধন | Purboposhchimbd"। Purboposchim। সংগ্রহের তারিখ ২০২১-০৮-১০।
- ↑ "Al- Jamiatul Falehia Kamil Madrasha - Sohopathi | সহপাঠী" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৮-১০।
- ↑ "মহানবী সা:-এর প্রতি কটূক্তির জবাব"। অন্য দিগন্ত (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৮-১০।
- ↑ "হজ মুসলিম উম্মাহর বিশ্ব সম্মেলন | কালের কণ্ঠ"। Kalerkantho। সংগ্রহের তারিখ ২০২১-০৮-১০।