অঁতোয়ান অঁরি বেকরেল
অঁরি বেকরেল | |
---|---|
![]() | |
জন্ম | ডিসেম্বর ১৫, ১৮৫২ প্যারিস, ফ্রান্স |
মৃত্যু | আগস্ট ২৫, ১৯০৮ লে ক্রোইসিক, ব্রিট্টানি, ফ্রান্স |
বাসস্থান | ফ্রান্স |
জাতীয়তা | ফ্রান্স |
কর্মক্ষেত্র | পদার্থবিজ্ঞানী |
প্রতিষ্ঠান | Conservatoire des Arts et Metiers École Polytechnique প্যারিস জাদুঘর |
প্রাক্তন ছাত্র | École Polytechnique École des Ponts et Chaussées |
পরিচিতির কারণ | তেজস্ক্রিয়তা |
উল্লেখযোগ্য পুরস্কার | ![]() |
স্বাক্ষর | |
অঁতোয়ান অঁরি বেকরেল[১] (ফরাসি: Antoine Henri Becquerel; ১৫ই ডিসেম্বর ১৮৫২ - ২৫শে আগস্ট ১৯০৮) একজন ফরাসি পদার্থবিদ। তিনি তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। তার নামানুসারে তেজস্ক্রিয়তার একটি এককের নাম রাখা হয়েছে বেকেরেল। তিনি ১৯০২ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।[২]
প্রাথমিক জীবন[সম্পাদনা]
বেকরেলের জন্ম হয় প্যারিসের এক ধনী পরিবারে যেখানে চার পুরুষ ধরে বিজ্ঞান চর্চা প্রচলিত ছিল।এরা হলেন পদার্থবিজ্ঞানীঃ অ্যান্টনি সিজার বেকেরেল (বেকেরেলের দাদা),আলেকজান্দ্রা এলমন্ড বেকেরেল (বেকেরেলের বাবা),জিন বেকেরেল (বেকেরেলের পুত্র)।হেনরি তার শিক্ষাজীবন শুরু করেন প্যারিসের Lycée Louis-le-Grand স্কুল থেকে।তিনি ইকোল পলিটেকনিক এ বিজ্ঞান ও École des Ponts et Chaussées এ প্রকৌশল বিদ্যায় পড়াশোনা করেন।১৮৭৪ সালে তিনি বিয়ে করেন Lucie Zoé Marie Jamin কে।তিনি তাদের প্রথম সন্তান জিনকে জন্ম দিতে গিয়ে মারা যান।১৮৯০ সালে হেনরি Louise Désirée Lorieux কে বিয়ে করেন
অবদান[সম্পাদনা]
১৮৯২ খ্রিষ্টাব্দে বেকরেল তার পরিবারের তৃতীয় ব্যক্তি হিসাবে ফ্রান্সের জাতীয় ন্যাচারেল হিস্ট্রি জাদুঘরে পদার্থবিদ্যার সম্মানিত আসনে অধিষ্টিত হন। ১৮৯৪ খ্রিষ্টাব্দে তিনি ফরাসি সরকারের সেতু ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলীর পদ লাভ করেন।
১৮৯৬ খ্রিষ্টাব্দে বেকরেল ইউরেনিয়ামের লবণের দ্যুতির উপর গবেষণা করার সময় ঘটনাচক্রে তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। উইলহেল্ম রন্টজেনের ব্যবহারিক পরীক্ষণ সম্পন্ন করতে গিয়ে বেকরেল পটাসিয়াম ইউরেনাইল সালফেট নামক দ্যুতিময় খনিজ পদার্থকে আলোকচিত্রের প্লেটে লেপে দেন, এবং এর উপরে কালো বর্ণের আচ্ছাদন দেন, যাতে করে উজ্জ্বল সূর্যালোকে তিনি পরীক্ষা চালাতে পারেন। কিন্তু, আসল পরীক্ষণ চালাবার আগে বেকরেল দেখতে পান যে, তার আলোকচিত্রের প্লেটগুলো এক্সপোজ্ড, অর্থাৎ ব্যবহৃত হয়ে গেছে। এই ঘটনা হতে বেকেরেল তেজস্ক্রিয় বিকীরণ সংক্রান্ত বিষয়ে গবেষণা চালান। ১৯০৩ খ্রিষ্টাব্দে তিনি তেজস্ক্রিয়তা আবিষ্কারের জন্য মারি ক্যুরি ও পিয়েরে কুরির সাথে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান।[৩]
জীবনাবসান[সম্পাদনা]
১৯০৮ খ্রিষ্টাব্দে, মৃত্যুর পূর্বে তিনি ফরাসি বিজ্ঞান একাডেমির স্থায়ী সম্পাদক নির্বাচিত হন। ৫৫ বছর বয়সে তিনি লে ক্রয়সিক নামক স্থানে মৃত্যুবরণ করেন। তার নামানুসারে তেজস্ক্রিয়তার এস্আই একক বেকেরেল (Bq) এর নামকরণ করা হয়। চাঁদ ও মঙ্গল গ্রহের দুইটি খাত (Crater) এর নাম ও তার নামানুসারে রাখা হয়।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ এই ফরাসি ব্যক্তিনামটির বাংলা প্রতিবর্ণীকরণে উইকিপিডিয়া:বাংলা ভাষায় ফরাসি শব্দের প্রতিবর্ণীকরণ-এ ব্যাখ্যাকৃত নীতিমালা অনুসরণ করা হয়েছে।
- ↑ "The Discovery of Radioactivity"। Berkeley Lab।
- ↑ Henri Becquerel - Biographical. Nobelprize.org.