ইমাদপুর এফ ইউ ফাযিল মাদ্রাসা
ধরন | মাদ্রাসা |
---|---|
স্থাপিত | ১ জানুয়ারি ১৯৫৭ |
প্রতিষ্ঠাতা | মাওলানা আব্দুল মাজেদ |
অধিভুক্তি | ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (২০০৬ – ২০১৬) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (২০১৬ – বর্তমান) |
অধ্যক্ষ | মাওলানা মো মিজানুর রহমান |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ৩৪ জন |
শিক্ষার্থী | ৮৬০+ জন |
ঠিকানা | দেউলপাড়া, ইমাদপুর, মিঠাপুকুর উপজেলা , , |
ইআইআইএন | ১২৭৬১২, মাদ্রাসা কোড- |
ক্রীড়া | ক্রিকেট, ফুটবল, ভলিবল |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
ইমাদপুর এফ ইউ ফাযিল মাদ্রাসা রংপুর বিভাগের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের একটি ফাযিল মাদ্রাসা।[১]
ইতিহাস
[সম্পাদনা]১৯১৩ সালে প্রথমে বৃটিশ কারিকুলাম অনুযায়ী ইমাদপুর মৌজায় একটি হাই মাদ্রাসা প্রতিষ্ঠা হয়। পরে ১৯৫৭ সালে পাকিস্তানেন শিক্ষা ব্যবস্থা অনুযায়ী হাই মাদ্রাসাকে স্কুলে পরিণত করা হয়। এ সময় এলাকার মাওলানা আব্দুল মাজেদসহ অনেকে একটি মাদ্রাসা প্রতিষ্ঠার গুরুত্ব বুঝে একটি আলিয়া ধারার মাদ্রাসা স্থাপন করে। প্রথমে তারা ফোরকানিয়া মাদ্রাসা হিসাবে পাঠক্রম চালু করে। পরে ১৯৬২ সালে দাখিল, ১৯৬৭ সালে আলিম এবং ১৯৭৮ সালে ফাযিল ক্লাস চালু হয়। মাদ্রাসাটিতে ২০০২ সালে দাখিল বিজ্ঞান এবং ২০১২ সালে আলিম বিজ্ঞান বিভাগ খোলার অনুমতি পায়। মাদ্রাসাটি এমপিওভুক্ত।[২] ফুরফুরার পীর ফাতেহ আলী ওয়ায়েসী[৩][৪][৫] উক্ত মাদ্রাসার সূচনা লগ্নে আগমন করেন। তার ভক্ত মাওলানা আব্দুল মাজেদসহ অনেকে ফুরফুরার পীর ফাতেহ আলীর নামানুসারে মাদ্রাসার নাম “ইমাদপুর ফাতহুল উলুম (এফ ইউ) ফাযিল মাদ্রাসা” রাখেন।
পোশাক
[সম্পাদনা]ছাত্রের জন্য সাদা পায়জামা, আকাশি রঙের পাঞ্জাবি, সাদা টুপি ও সাদা জুতা এবং মেয়েদের আকাশি রঙের বোরখা ও সাদা ওড়না।
সাংস্কৃতিক কর্মকান্ড
[সম্পাদনা]মাদাসার অনেক ছাত্র-ছাত্রী জাতীয় পর্যায়ে রচনা, ইসলামি সংগিত, কেরাত ও খেলাধুলা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে বিজয়ী হয়েছে। উপজেলা পর্যায়ে তিন শ্রেষ্ট প্রতিষ্ঠান হয়েছে।
ফলাফল
[সম্পাদনা]সুযোগ্য গভর্নিং বডির পরিচালনায়[৬] প্রতিবছর মাদরাসাটি বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখে। ২০২০ সালে জেডেসিতে ১০০%, দাখিলে প্রায় ৯০.৯১% এবং আলিমে ১০০% পাশ করে। ২০২১ সালে দাখিলে ৯৫.৫৬ জন পাশ করে।[২] মাদ্রাসাটি উপজেলা পর্যযায়ে একবার শ্রেষ্ট প্রতিষ্ঠান হয়েছিল।
ভবনের বিবরণ
[সম্পাদনা]মাদরাসাটি প্রায় ১.৬৮ একর জমির উপর স্থাপিত। মাদরাসার ০৬.২৮ একর জমি বাইরে আবাদি হিসাবে আছে। মাদরাসাটিতে ৬টি ভবন আছে-
- প্রশাসনিক ভবন-১টি।
- একাডেমিক ভবন-৩টি। নির্মানাধিন ১টি
- মসজিদ ১টি
অন্যান্য
[সম্পাদনা]- বিজ্ঞানাগার-১টি
- কম্পিউটার ল্যাব-১টি
- পাঠাগার- ১টি
- শিক্ষক কন্ফারেন্স রুম ১টি।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ফাজিল মাদ্রাসা, ইমাদপুর এফ,ইউ (৫ ফেব্রুয়ারি ২০২২)। [ইমাদপুর ফাযিল মাদ্রাসা "ইমাদপুর ফাযিল মাদ্রাসা"]
|আর্কাইভের-ইউআরএল=
এর মান পরীক্ষা করুন (সাহায্য)। রংপুর জেলার ওয়েব সাইট। ৫ ফেব্রুয়ারি ২০২২ তারিখে এফ,ইউ,ফাজিল মাদ্রাসা মূল|ইউআরএল=
এর মান পরীক্ষা করুন (সাহায্য) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২২। - ↑ ক খ গ "EMADPUR FAZIL MADRASAH"। 127612.ebmeb.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০২-০৫।
- ↑ "নসব নামা ও শাজরা"। ফুরফুরা শরীফ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "স্বাধীনতা সংগ্রামী হযরত মাওলানা শাহ আবু বকর সিদ্দিকী (রহ.) এর জীবনী (ফুরফুরা দরবার শরীফ) | ইসলামী ছাত্রসেনা"। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৬।
- ↑ "ঐতিহাসিক ফুরফুরা দরবার শরীফের ২দিনব্যাপী ২৩ তম বার্ষিক ওয়াজ মাহফিল শুরু"। বিডি বুলেটিন (ইংরেজি ভাষায়)। ২০১৯-১২-২২। ২০২২-০১-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৬।
- ↑ "গভর্নিং বডি – রংপুর – Islamic Arabic University"। iau.edu.bd। ২০২২-০১-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০২-০৫।