মুজিবুল হক (অফিসার)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কর্নেল

মুজিবুল হক
মৃত্যু২৫ ফেব্রুয়ারি ২০০৯
আনুগত্যবাংলাদেশ
সেবা/শাখাবাংলাদেশ সেনাবাহিনী, র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান, বাংলাদেশ রাইফেলস
পদমর্যাদাকর্নেল
নেতৃত্বসমূহঅপারেশন ডাল-ভাত

কর্নেল মুজিবুল হক একজন বাংলাদেশ সেনা কর্মকর্তা ছিলেন। অপারেশন ডাল-ভাতের কমান্ডার ছিলেন। ২০০৯ সালের বাংলাদেশ রাইফেলস বিদ্রোহে নিহত হন।[১]

জন্ম ও প্রাথমিক জীবন[সম্পাদনা]

কর্নেল মুজিবুল হক ৩ এপ্রিল ১৯৫৭ সালে বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন এবং ১৯৭৬ সালের ৩০ নভেম্বর ইঞ্জিনিয়ার কোরে কমিশন লাভ করেন।

পেশা[সম্পাদনা]

২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত থাইল্যান্ডের বাংলাদেশ দূতাবাসে কাউন্সিল বা পরামর্শ ছিলেন।[২] বাংলাদেশ রাইফেলস ঢাকার সেক্টরের কমান্ডার ছিলেন। ২০০৬-২০০৮ বাংলাদেশী রাজনৈতিক সংকটের সময় তত্ত্বাবধায়ক সরকার কর্তৃক চালু হওয়া অপারেশন ডাল-ভাতের কমান্ডিং অফিসার ছিলেন।[৩] ২ এপ্রিল ২০০৯ সালে অবসর নেওয়ার কথা ছিল।[৪]

মৃত্যু[সম্পাদনা]

২৫ মার্চ ২০০৯ সালে বিডিআর বিদ্রোেরহের সময় বাংলাদেশ রাইফেলস সদর দফতরে উপস্থিত ছিলেন। তাকে বিদ্রোহী সৈন্যরা বন্দী করে নিয়ে যায়। এরপর তিনি ল্যান্স নায়েক আনোয়ার, হাভেলদার ইউসুফ এবং সিপাহি বাজুলুর রশীদ কর্তৃক তৃতীয় ভবনে নিহত হন। [৫] তাকে গুলি করে জানালার বাইরে ফেলে দেওয়া হল। [৬]

ব্যক্তিগত জীবন ও অন্যান্য[সম্পাদনা]

মুজিবুল হক নহরিন ফেরদৌসীকে বিয়ে করেছিলেন। [৭] ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোঃ আখতারুজ্জামান ২০১৩ সালে ১৫২ জন বিদ্রোহীকে মৃত্যুদণ্ড, ১৫৮ জনকে যাবজ্জীবন এবং ২৫১ জনকে বিভিন্ন মেয়াদে কারাগারে পাঠানোর আদেশ দেন। [৮] ২০১৭ সালে রায় কার্যকর করা হয়। [৯]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Victims' families call for declaring Army Martyr Day"Dhaka Tribune। ২৪ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০১৯ 
  2. "A tough soldier with a tender heart"observerbd.com। ১৯ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০১৯ 
  3. "Remembering Col. Mujibul Hoque"The Daily Star (ইংরেজি ভাষায়)। ৩ এপ্রিল ২০০৯। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০১৯ 
  4. Ferdousi, Syeda Nazneen। "Tearful adieu"The Asian Age (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০১৯ 
  5. "Witness testifies about killing of Col Mujib"The Daily Star (ইংরেজি ভাষায়)। ১২ জানুয়ারি ২০১২। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০১৯ 
  6. "Bloody terror of Bangladesh mutiny"। ২৭ আগস্ট ২০০৯। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০১৯ 
  7. "The bereaved want Feb 25 as Shaheed Sena Dibas"theindependentbd.com। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০১৯ 
  8. "Bangladesh sends 152 soldiers to gallows for 2009 mutiny"Rediff। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০১৯ 
  9. "Bangladesh court upholds death sentence of 139 BDR soldiers"The Economic Times। ২৭ নভেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০১৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]