বাংলাদেশ সেনাবাহিনীর পদবি এবং চিহ্নসমূহ
বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন্ড অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও), নন-কমিশন্ড অফিসার (এনসিও) এবং সাধারণ সৈনিক পদবি আছে। কমিশন্ড অফিসাররা প্রথম শ্রেণীর সেনা সদস্য, জেসিওরা প্রথম শ্রেণী (নন-ক্যাডার) সদস্য এবং এনসিওরা (সার্জেন্ট দ্বিতীয় শ্রেণী) তৃতীয় শ্রেণীর সদস্য হিসেবে বিবেচিত,অপরদিকে সাধারণ সৈনিকদের চতুর্থ শ্রেণীর সদস্যদের কাতারে ফেলা হয়।
পদমর্যাদা, উচ্চক্রম অনুসারে[সম্পাদনা]
কমিশন্ড অফিসার[সম্পাদনা]
কমিশন্ড অফিসাররা শুধু অফিসার হিসেবে বিবেচিত হন। লেফটেন্যান্ট, ক্যাপ্টেন, মেজরদেরকে জুনিয়র অফিসার বলা হয় (জুনিয়র কমিশন্ড অফিসার নয়)। অপরদিকে মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল পদবিধারী ব্যক্তিদেরকে সংক্ষেপে জেনারেল বলা হয় যদিও শুধু জেনারেল নামের আরও একটি পদমর্যাদা আছে আর ব্রিগেডিয়ার জেনারেলদেরকে সংক্ষেপে ব্রিগেডিয়ার বলা হয় যদিও এ পদবিতে জেনারেল অনুসর্গ আছে।
পদবিচিহ্নসমূহ | ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() | |||||||
পদবিসমূহ | সেকেন্ড লেফটেন্যান্ট সেকেন্ড লেফটেন্যান্ট পদবিটি এখন আর ব্যবহৃত হয়না। |
লেফটেন্যান্ট | ক্যাপ্টেন | মেজর | লেফটেন্যান্ট কর্নেল | কর্নেল | ব্রিগেডিয়ার জেনারেল | মেজর জেনারেল | লেফটেন্যান্ট জেনারেল | জেনারেল |
ইংরেজি সংক্ষিপ্তরূপ | 2/Lt | Lt | Capt | Maj | Lt Col | Col | Brig Gen | Maj Gen | Lt Gen | Gen |
জুনিয়র কমিশন অফিসার (জেসিও) ব্রিটিশ রাজত্বকালে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে জুনিয়র কমিশন অফিসার ( JCO) “ভাইসরয়ের কমিশনড অফিসার (VCO)” নামে পরিচিত ছিল। যা রাষ্ট্রপতির নিকট হতে জুনিয়র কমিশন লাভ করে এবং গেজেট ভূক্ত হন। Army Act 1952: (9) “junior commissioned officer” means a person commissioned, gazetted or in pay as a junior commissioned officer in the Bangladesh Army; জুনিয়র কমিশন অফিসার (জেসিও) হচ্ছে সেনাবাহিনীর সার্জেন্ট (যা পূর্বে হাবিলদার) সিনিয়র সার্জেন্টদের যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে জেসিও পদে পদোন্নতি দেওয়া হয়। দ্বিতীয় শ্রেণী থেকে 2014 ইং সালে জেসিওদের প্রথম শ্রেণি নন-ক্যাডার হিসাবে মর্যাদা দেয়া হয়েছে এবং অনেক সুবিধাও রয়েছে যেমন পৃথক মেস, বাসস্থন, ব্যাডম্যান, পোষাক এবং নবম গ্রেডের বেতন এবং সুযোগ সুবিধা। আর্মি রোলস অনুযায়ী জেসিওদের জুনিয়রগণ স্যার এবং কমিশন অফিসারগণ সাহেব বলে সম্ভোধন করেন। জৈষ্ঠ্য ও অভিজ্ঞাতার জন্য সকলেই সম্মান দেন। সকল সৈনিকদের মধ্যে এই পদমর্যাদা অর্জনের উচ্চাকাঙ্ক্ষা থাকে। জেসিও পদবি: ক। মাস্টার ওয়ারেন্ট অফিসার (MWO) খ। সিনিয়র ওয়ারেন্ট অফিসার (SWO) গ। ওয়ারেন্ট অফিসার (WO) উল্লেখ্য যে, 1971 সালে পূর্ব পাকিস্তানের বিচ্ছিন্ন হওয়ার পরে বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তান সেনাবাহিনীর কাছ থেকে 'জেসিও' র্যাঙ্ক ব্যবস্থা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয় যদিও ২০০০ইং সাল থেকেই নায়েব সুবেদার পদ নাম পরিবর্তন করে আন্তর্জাতিকভাবে মিল রেখে ওয়ারেন্ট অফিসার পদ ব্যবহার করে।
সৈনিক এবং এনসিও পদমর্যাদাসমূহ[সম্পাদনা]
ল্যান্স কর্পোর্যাল থেকে সার্জেন্ট পদবি এনসিও বা নন-কমিশন্ড অফিসার হিসেবে পরিগণিত।