শেন মোজলি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শেন মোজলি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামশেন আকিল রিচার্ড মোজলি
জন্ম (1994-04-11) ১১ এপ্রিল ১৯৯৪ (বয়স ২৯)
ক্রাইস্টচার্চ, বার্বাডোস
ডাকনামমোজেস
ব্যাটিংয়ের ধরনবামহাতি
বোলিংয়ের ধরনডানহাতি মিডিয়াম
ভূমিকাব্যাটসম্যান
সম্পর্কহলাম মোজলি (কাকা)
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ৩২৫)
৩ ফেব্রুয়ারি ২০২১ বনাম বাংলাদেশ
শেষ টেস্ট১১ ফেব্রুয়ারি ২০২১ বনাম বাংলাদেশ
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০১৭–বর্তমানবার্বাডোস
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি এলএ
ম্যাচ সংখ্যা ৩২
রানের সংখ্যা ২৮ ১,৭৭৩ ১৭৪
ব্যাটিং গড় ৭.০০ ৩০.৫৬ ২১.৭৫
১০০/৫০ ০/০ ৪/১১ ০/১
সর্বোচ্চ রান ১২ ১৫৫* ৬০
ক্যাচ/স্ট্যাম্পিং ৩/– ১৫/– ০/–
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ১৭ ফেব্রুয়ারি, ২০২১

শেন আকিল রিচার্ড মোজলি (ইংরেজি: Shayne Moseley; জন্ম: ১১ এপ্রিল, ১৯৯৪) বার্বাডোসের ক্রাইস্টচার্চ এলাকায় জন্মগ্রহণকারী ওয়েস্ট ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। ২০২০-এর দশকের সূচনালগ্ন থেকে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করছেন। ফেব্রুয়ারি, ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে তার।[১]

ঘরোয়া প্রথম-শ্রেণীর ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে বার্বাডোস দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ বামহাতি ব্যাটসম্যান হিসেবে খেলছেন ‘মোজেস’ ডাকনামে পরিচিত শেন মোজলি। এছাড়াও, ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী তিনি।

প্রথম-শ্রেণীর ক্রিকেট[সম্পাদনা]

২০১৭ সাল থেকে শেন মোজলি’র প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রয়েছে। ক্রিকেটপ্রিয় পরিবারের সন্তান তিনি। তার কাকা হলাম মোজলি সমারসেটের অন্যতম খেলোয়াড় হিসেবে ৫৫৭টি প্রথম-শ্রেণীর উইকেট লাভ করেছেন। ওয়েস হল, ক্লাইড ওয়ালকট, কার্লোস ব্রাদওয়েট, ক্রিস জর্দানক্রেগ ব্রেদওয়েটের ন্যায় তারকা খেলোয়াড় এবং আন্তর্জাতিক পপস্টার রিয়ানা’র সাবেক বিদ্যালয় বার্বাডোসের কম্বারমেয়ার স্কুলে অধ্যয়ন করেছেন তিনি।

২৬ অক্টোবর, ২০১৭ তারিখে বার্বাডোস দলের সদস্যরূপে ব্রিজটাউনে অনুষ্ঠিত রিজিওন্যাল ফোর ডে কম্পিটিশনে অংশগ্রহণের মাধ্যমে তার প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে।[২] ৪ অক্টোবর, ২০১৮ তারিখে একই দলের সদস্যরূপে রিজিওন্যাল সুপার৫০ প্রতিযোগিতা হিসেবে লিস্ট এ ক্রিকেটে অভিষেক হয় তার।[৩]

নেলসনে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে ১১০ ও ৫৪ রান তোলার অল্প কিছুদিন পরই তাকে ওয়েস্ট ইন্ডিজ দলে খেলার জন্যে আমন্ত্রণ জানানো হয়। ঐ সময়ে বার্বাডোসের পক্ষে তিনি তিনটি প্রথম-শ্রেণীর ক্রিকেট মৌসুম অতিবাহিত করেন। ২০১৭-১৮ মৌসুমে প্রথম খেলতে নেমে ৬৪৩ রান তুলে প্রতিযোগিতার তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকে পরিণত হন। পরের দুই মৌসুমে চার শতাধিক প্রথম-শ্রেণীর রান সংগ্রহ করেন। ২০১৯-২০ মৌসুমে কোভিড-১৯ মহামারীর কারণে প্রথম-শ্রেণীর ক্রিকেট মৌসুম ব্যাহত হয়। মহামারী চলাকালে ওয়েস্ট ইন্ডিজের সংরক্ষিত খেলোয়াড়ের মর্যাদাপ্রাপ্ত হন ও ইংল্যান্ড গমনার্থে দলে রাখা হয়। এরপর, নিউজিল্যান্ডের মাটিতে শতরানের কল্যাণেই মূলতঃ বাংলাদেশ সফরে দলে অন্তর্ভুক্ত করা হয়।

বার্বাডোসের বামহাতি উদ্বোধনী ব্যাটসম্যান শেন মোজলি ধারাবাহিক ও ধৈর্য্যশীলতার পরিচয়ের কারণে পরিচিতি পান। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের তরুণ খেলোয়াড়দের অন্যতম তিনি। কোভিড-১৯ বৈশ্বিক মহামারীর কারণে দলের বেশ কয়েকজন জ্যেষ্ঠ খেলোয়াড়ের বাংলাদেশ গমনে অস্বীকৃতির কারণে বেশ কয়েকজন নতুন খেলোয়াড়ের অন্যতম হিসেবে তাকে টেস্ট দলে রাখা হয়।

আন্তর্জাতিক ক্রিকেট[সম্পাদনা]

সমগ্র খেলোয়াড়ী জীবনে একটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন শেন মোজলি ৩ ফেব্রুয়ারি, ২০২১ তারিখে চট্টগ্রামে স্বাগতিক বাংলাদেশ দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। এখনো তাকে কোন ওডিআইয়ে অংশগ্রহণ করার সুযোগ দেয়া হয়নি।

জুন, ২০২০ সালে ইংল্যান্ড গমনার্থে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলের এগারোজন সংরক্ষিত খেলোয়াড়ের অন্যতম হিসেবে মনোনীত হন।[৪][৫] মে, ২০২০ সালে ঐ টেস্ট সিরিজটি শুরু হবার কথা থাকলেও কোভিড-১৯ বৈশ্বিক মহামারীর কারণে তা জুলাই, ২০২০ সালে পিছিয়ে নেয়া হয়।[৬]

বাংলাদেশ গমন[সম্পাদনা]

ডিসেম্বর, ২০২০ সালে বাংলাদেশ গমনার্থে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে তাকে ঠাঁই দেয়া হয়।[৭] ৩ ফেব্রুয়ারি, ২০২১ তারিখে চট্টগ্রামে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে তার অভিষেক পর্ব সম্পন্ন হয়।[৮] ঐ টেস্টে তার দল তিন উইকেটের ব্যবধানে বিজয়ী হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Shayne Moseley"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৭ 
  2. "2nd Match (D/N), WICB Professional Cricket League Regional 4 Day Tournament at Bridgetown, Oct 26-29 2017"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১৭ 
  3. "Group B (D/N), Super50 Cup at Bridgetown, Oct 4 2018"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০১৮ 
  4. "Darren Bravo, Shimron Hetmyer, Keemo Paul turn down call-ups for England tour"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৩ জুন ২০২০ 
  5. "Fast bowler Shannon Gabriel added to Test squad vs England"Cricket West Indies। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২০ 
  6. "Squad named for Sandals West Indies Tour of England"Cricket West Indies। সংগ্রহের তারিখ ৩ জুন ২০২০ 
  7. "Jason Holder, Kieron Pollard, Shimron Hetmyer among ten West Indies players to pull out of Bangladesh tour"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০২০ 
  8. "1st Test, Chattogram, Feb 3 - Feb 7 2021, West Indies tour of Bangladesh"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০২১ 

আরও দেখুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]