সিন্ধি ভাষাভাষী অনুযায়ী ভারতের রাজ্যসমূহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সিন্ধি ভাষা দক্ষিণ এশিয়ার সিন্ধু অঞ্চলে প্রচলিত ইন্দো-আর্য ভাষার উত্তর-পশ্চিম শাখার একটি ভাষা। এটি পাকিস্তানের সিন্ধু প্রদেশের একটি সরকারী ভাষা৷[১][২][৩] ভারতের ২০১১ সালের জনগননা অনুযায়ী এটি মাতৃভাষীর সংখ্যা অনুসারে ভারতের ১৯তম সর্বাধিক প্রচলিত ভাষা এবং ভারতে এই ভাষার বক্তার সংখ্যা ২৮ লক্ষ যা ভারতের মোট জনসংখ্যার ০.২৩%।[৪] মাতৃভাষী বক্তার সংখ্যা অনুসারে এই ভাষাটি বিশ্বের ৫০তম সর্বাধিক প্রচলিত ভাষা[৫] এই ভাষাটি ভারতে কেন্দ্রীয় সরকার স্বীকৃত তফসিলভুক্ত ভাষাগুলির মধ্যে একটি, যদিও সিন্ধি ভারতের কোন রাজ্যের সরকারী ভাষা নয়।[৬][৭]

১৯৪৭ সালে ভারত-পাকিস্তানের স্বাধীনতালাভের পর সিন্ধু অঞ্চল পাকিস্তানের চলে গেলে বহু হিন্দু সিন্ধি শরণার্থী পাকিস্তান ত্যাগ করে ভারতে স্থানান্তরিত হন। নিচের তালিকাটি সিন্ধি-ভাষী জনসংখ্যা অনুযায়ী ভারতীয় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির তালিকা।

২০১১[৮][সম্পাদনা]

ক্রম রাজ্য সিন্ধি ভাষাভাষী সংখ্যার শতকরা হার সিন্ধি ভাষীর সংখ্যা জনসংখ্যা অনুযায়ী ক্রম
গুজরাত ১.৯৬% ১১৮৪০২৪ ১ম
মহারাষ্ট্র ০.৬৪% ৭২৩৭৪৮ ২য়
রাজস্থান ০.৫৬% ৩৮৬৫৬৯ ৩য়
ছত্তিশগড় ০.৩৭% ৯৩৪২৪ ৫ম
মধ্যপ্রদেশ ০.৩৪% ২৪৫১৬১ ৪র্থ
দিল্লি ০.১৯% ৩১১৭৭ ৬ষ্ঠ
দমন ও দিউ ০.১৭% ৪২৩ ২২তম
দাদরা ও নগর হাভেলি ০.১৪% ৪৭১ ২১তম
আসাম ০.০৬% ১৯৬৪৬ ৮ম
১০ গোয়া ০.০৫% ৬৫৬ ২০তম
১১ কর্ণাটক ০.০৩% ১৬৯৫৪ ৯ম
১২ উত্তরাখণ্ড ০.০৩% ২৮৬৩ ১৩তম
১৩ উত্তরপ্রদেশ ০.০২% ২৮৯৫২ ৭ম
১৪ অন্ধ্রপ্রদেশ ০.০১% ১১২৯৯ ১০ম
১৫ তামিলনাড়ু ০.০১% ৮৪৪৮ ১১তম
১৬ পশ্চিমবঙ্গ ০.০১% ৭৮২৮ ১২তম
১৭ মেঘালয় ০.০১% ২৩৬ ২৩তম
১৮ চণ্ডীগড় ০.০১% ১৩৪ ২৪তম
১৯ পুদুচেরি ০.০১% ৯৪ ২৫তম
২০ অরুণাচল প্রদেশ ০.০১% ১২ ৩১তম
২১ লাক্ষাদ্বীপ ০.০১% ৩২তম
২২ ওড়িশা - ২৩৩৮ ১৪তম
২৩ বিহার - ২২২৭ ১৫তম
২৪ ঝাড়খণ্ড - ১৭০১ ১৬তম
২৫ হরিয়ানা - ১৬৫৮ ১৭তম
২৬ কেরল - ১২৫১ ১৮তম
২৭ পাঞ্জাব - ৭৫৪ ১৯তম
২৮ নাগাল্যাণ্ড - ৮২ ২৬তম
২৯ হিমাচল প্রদেশ - ৬২ ২৭তম
৩০ ত্রিপুরা - ৩০ ২৮তম
৩১ জম্মু ও কাশ্মীর - ১৯ ২৯তম
৩২ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ - ১৪ ৩০তম
৩৩ সিকিম - ৩৩তম
৩৪ মণিপুর - - -
৩৫ মিজোরাম - - -
ভারত ০.২৩% ২৭,৭২,২৬৪, (কচ্ছী-১০,৩০,৬০২) উনবিংশত প্রচলিত ভাষা

জেলাভিত্তিক পরিসংখ্যান[৯][সম্পাদনা]

গুজরাত
  1. কচ্ছ জেলা - ৭৩০৭০২ (৩৪.৯২%)
  2. জামনগর জেলা - ১৩৫৬১৭ (৬.২৮%)
  3. আমেদাবাদ জেলা - ১২৮৯০৬ (১.৭৯%)
  4. পোরবন্দর জেলা - ৬২১৫ (১.০৬%)
  5. জুনাগড় জেলা - ২৭১৭৩ (০.৯৯%)
  6. বরোদা জেলা - ৩৫৩৭৭ (০.৮৫%)
  7. রাজকোট জেলা - ২৭৭১৯ (০.৭৩%)
  8. ভাবনগর জেলা - ১৮৫০৫ (০.৬৪%)
মহারাষ্ট্র
  1. থানে জেলা - ২৩৩৭৪৮ (২.১১%)
  2. মুম্বই উপনগরী জেলা - ১৬৫৬২৯ (১.৭৭%)
  3. মুম্বই শহর জেলা - ৪৪৮৭৫ (১.৪৫%)
  4. অমরাবতী জেলা - ৩১৩৭৮ (১.০৯%)
  5. নাগপুর জেলা - ৪৫২৯১ (০.৯৭%)
  6. আকোলা জেলা - ১৫২৫৪ (০.৮৪%)
  7. গোন্দিয়া জেলা - ১০১৩৫ (০.৭৭%)
  8. জলগাঁও জেলা - ২৭৪০৩ (০.৬৫%)
  9. ওয়ার্ধা জেলা - ৭৩৮৩ (০.৫৭%)
রাজস্থান
  1. বাড়মীর জেলা - ১০৩৯৭০ (৩.৯৯%)
  2. জয়সলমীর জেলা - ১৭১৩৮ (২.৫৬%)
  3. আজমীর জেলা - ৪৭৭৩২ (১.৮৫%)
  4. জয়পুর জেলা - ৮০৩২৭ (১.২১%)
  5. কোটা জেলা - ২১৮৯৫ (১.১২%)
  6. বিকানীর জেলা - ২৩২৬৬ (০.৯৮%)
  7. হনুমানগড় জেলা - ৯৮৫৭ (০.৫৬%)
  8. শ্রীগঙ্গানগর জেলা - ১০৬৪০ (০.৫৪%)
  9. যোধপুর জেলা - ১৮৬০৫ (০.৫০%)
ছত্তিশগড়
  1. রায়পুর জেলা - ৪৭৩২০ (১.১৬%)
  2. বিলাসপুর জেলা - ১৮৭৫৫ (০.৭০%)
  3. ধমতরি জেলা - ৩৯৪৫ (০.৫০%)
মধ্যপ্রদেশ
  1. ভোপাল জেলা -৫২৯৬৯ (২.২৩%)
  2. ইন্দোর জেলা - ৫৬৯২৩ (১.৭৪%)
  3. কাটনি জেলা - ২০০৯৯ (১.৫৬%)
  4. গোয়ালিয়র জেলা - ১৩৩০১ (০.৬৫%)
  5. জব্বলপুর জেলা - ১৩৯৬৯ (০.৫৭%)
  6. খাণ্ডোয়া জেলা - ৬৮৩১ (০.৫২%)
  7. সাতনা জেলা - ১১১৯৭ (০.৫০%)

২০০১[সম্পাদনা]

২০০১ খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বসবাসকারী সিন্ধিভাষীর তালিকা নিম্নরূপ:[১০][১১]

রাজ্য ক্রম রাজ্য সিন্ধিভাষীর সংখ্যা
ভারত ২৫,৩৫,৪৮৫
০.২৫%
জম্মু ও কাশ্মীর ৪৩৬
হিমাচল প্রদেশ ৭৫
পাঞ্জার ৪৬২
চণ্ডীগড় ১১৮
উত্তরাখণ্ড ৫২৬৬
হরিয়ানা ৫৫১০
দিল্লি ৪২৮৪১
রাজস্থান ৩৮০৪৩০
উত্তর প্রদেশ ৩৪৩৩০
১০ বিহার ৩২৫১
১১ সিকিম
১২ অরুণাচল প্রদেশ ৬৯
১৩ নাগাল্যান্ড ৭৫
১৪ মণিপুর
১৫ মিজোরাম
১৬ ত্রিপুরা
১৭ মেঘালয় ১৯৪
১৮ আসাম ৯১০
১৯ পশ্চিমবঙ্গ ৫৭৪৯
২০ ঝাড়খণ্ড ২০৭৪
২১ ওড়িশা ২৫৬৮
২২ ছত্তিশগড় ৮৯৩২৫
২৩ মধ্যপ্রদেশ ২৫৯২২৬
২৪ গুজরাত ৯৫৮৭৮৭
২৫ দমন ও দিউ ২১৯
২৬ দাদরা ও নগর হাভেলি ১২৬
২৭ মহারাষ্ট্র ৭০৯২২৪
২৮ অন্ধ্রপ্রদেশ ১০৩২০
২৯ কর্ণাটক ১৪৬৯৪
৩০ গোয়া ৫২৭
৩১ লাক্ষাদ্বীপ
৩২ কেরল ১২০৫
৩৩ তামিলনাড়ু ৭৩৭৫
৩৪ পুদুচেরি ৬৪
৩৫ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ১৬

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Gulshan Majeed। "Ethnicity and Ethnic Conflict in Pakistan" (পিডিএফ)Journal of Political Studies। সংগ্রহের তারিখ মে ৭, ২০১৮ 
  2. "Sindhi"The Languages Gulper। সংগ্রহের তারিখ মে ৭, ২০১৮ 
  3. "Encyclopædia Britannica"Sindhi Language। সংগ্রহের তারিখ মে ৭, ২০১৮ 
  4. "বক্তার সংখ্যা অনুসারে তফসিলভুক্ত ভাষা - ২০০১"ভারতের জনগননা। ২ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  5. Mikael Parkvall, "Världens 100 största språk 2007" (২০০৭-এ পৃথিবীর ১০০টি বৃহত্তম ভাষা), Nationalencyklopedin
  6. "Languages Included in the Eighth Schedule of the Indian Constution | Department of Official Language | Ministry of Home Affairs | GoI"www.rajbhasha.nic.in। ১২ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মে ৭, ২০১৮ 
  7. "Sindhi Language, Sindhi Dialects, Sindhi Vocabulary, Sindhi Literature, Sindhi, Language, History of Sindhi language"www.indianmirror.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ মে ৭, ২০১৮ 
  8. http://www.censusindia.gov.in/2011census/C-16.html
  9. https://censusindia.gov.in/2011Census/Language_MTs.html
  10. https://censusindia.gov.in/Census_Data_2001/Census_Data_Online/Language/parta.htm
  11. http://www.censusindia.gov.in/Census_Data_2001/Census_Data_Online/Language/Statement3.htm