জলগাঁও জেলা
জলগাঁও জেলা जळगाव जिल्हा | |
---|---|
মহারাষ্ট্রের জেলা | |
![]() মহারাষ্ট্রে জলগাঁওয়ের অবস্থান | |
দেশ | ভারত |
রাজ্য | মহারাষ্ট্র |
প্রশাসনিক বিভাগ | নাশিক বিভাগ |
সদরদপ্তর | জলগাঁও |
তহশিল | ১৪টি |
সরকার | |
• লোকসভা কেন্দ্র | ১. জলগাঁও, ২. রাবের (বুলধানা জেলা সহ) (নির্বাচন কমিশনেরর দাপ্তরিক তথ্যোৎস [১]) |
• বিধানসভা আসন | ১২ |
আয়তন | |
• মোট | ১১,৭৬৫ বর্গকিমি (৪,৫৪২ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৪২,২৪,৪৪২ |
• জনঘনত্ব | ৩৬০/বর্গকিমি (৯৩০/বর্গমাইল) |
• পৌর এলাকা | ৭০% |
জনতাত্ত্বিক | |
• সাক্ষরতা | 85 |
• লিঙ্গানুপাত | 933 |
প্রধান মহাসড়ক | এনএচ-৬ এনএচ-২১১ |
গড় বার্ষিক বৃষ্টিপাত | 690 মিমি |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |

জলগাঁও জেলা ভারতীয় অধীরজ্যের, মহারাষ্ট্রেরর একটি জেলা। পূর্বে এই জেলার নাম পূর্ব খানদেশ জেলা ছিল। জেলাটির আয়তন ১১,৭৬৫ বর্গকিলোমিটার ও জনসংখ্যা ৩,৬৮২,৬৯০ (২০০১ আদমশুমারি) যার ৭১.৪%ই গ্রামাঞ্চলে বাস করে।[১]
জেলার উত্তরে মধ্যপ্রদেশ রাজ্য ও বুলধানা জেলাটি জলগাঁও-এর পূর্বে এবং দক্ষিণপূর্বে জালনা জেলা অবস্থিত, ঔরঙ্গাবাদ জেলা, মহারাষ্ট্র জেলা দক্ষিণে নাশিক জেলা দক্ষিণপূর্বে এবং ধুলে জেলা পশ্চিমদিকে অবস্থিত।
ইতিহাস[সম্পাদনা]
দর্শনীয় স্থান[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "ভারতীয় শুমারি মানচিত্র"। ১১ জানুয়ারি ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০১৬।