বিষয়বস্তুতে চলুন

সামুয়েল পাতি হত্যাকাণ্ড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সামুয়েল পাতি হত্যাকাণ্ড
ইউরোপে ইসলামী সন্ত্রাসবাদ-এর অংশ
স্থানকোঁফ্লঁ-সাঁত-অনরিন, ইভেলিন, ফ্রান্স
তারিখ১৬ অক্টোবর ২০২০ (2020-10-16)
হামলার ধরনশিরশ্ছেদ
ব্যবহৃত অস্ত্রছুরি
ভুক্তভোগীসামুয়েল পাতি
হামলাকারীআবদুল্লাখ আনজোরভ
কারণজিহাদবাদ, ইসলামী চরমপন্থা

২০২০ সালের ১৬ অক্টোবরে পশ্চিম ইউরোপের রাষ্ট্র ফ্রান্সের রাজধানী প্যারিসের শহরতলী কোঁফ্লঁস-সাঁত-অনরিন-এ (Conflans-Sainte-Honorine) ফরাসি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সামুয়েল পাতি-র হত্যাকাণ্ড সংঘটিত হয়। ইউরোপে ইসলামী সন্ত্রাসবাদ কর্মকাণ্ডের অংশ হিসেবে পাতিকে ছুরি দিয়ে হত্যা করা হয় এবং শিরশ্ছেদ করা হয়। হত্যাকারী ১৮ বছর বয়সী আব্দুল্লাখ আবুয়েদোভিচ আনজোরভ (Abdoullakh Abouyedovich Anzorov) একজন রাশিয়ায় জন্ম নেওয়া চেচেন-বংশোদ্ভূত মুসলিম ও ফ্রান্সে আশ্রয় নেয়া শরণার্থী ছিলেন। হত্যার কয়েক মিনিট পরে পুলিশ আনজোরভকে গুলি করে হত্যা করে। এই হত্যাকাণ্ডের কারণ হচ্ছে, পাতি মত প্রকাশের স্বাধীনতার উপর একটি পাঠের অংশ হিসেবে তার শিক্ষার্থীদের সামনে শার্লি এবদো নামক ফরাসি সাপ্তাহিকীতে প্রকাশিত ইসলামের নবী মুহাম্মদের একটি ব্যঙ্গচিত্র প্রদর্শন করেছিলেন।[][][]

এই হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল মাক্রোঁ বলেন যে এই ঘটনা "একটি স্বভাবগত ইসলামি সন্ত্রাসী হামলা", এবং "শিশুদের বাকস্বাধীনতা শেখানোর জন্য আমাদের স্বদেশীকে হত্যা করা হয়েছে"। এই হত্যাকাণ্ড সাম্প্রতিক বছরগুলিতে ফ্রান্সে সংঘটিত বেশ কয়েকটি সন্ত্রাসবাদী হামলার একটি, এবং এটি ফরাসি সমাজ এবং রাজনীতিতে বিতর্কের সৃষ্টি করেছে।

পটভূমি

[সম্পাদনা]

অপরাধের শিকার

[সম্পাদনা]

সামুয়েল পাতি ১৯৭৩ সালে মধ্য ফ্রান্সের আলিয়ে দেপার্ত্যমঁ-র মুলাঁ শহরে জন্মগ্রহণ করেন।[] তিনি ফ্রান্সের রাজধানী প্যারিস নগরীর ৩০ কিলোমিটার (১৯ মাইল) উত্তর-পশ্চিমে কোঁফ্লঁস-সাঁত-অনরিন শহরে (Conflans-Sainte-Honorine) অবস্থিত কোলেজ বোয়া দোন (Collège Bois-d'Aulne) নামক মাধ্যমিক বিদ্যালয়ে ৫ বছর ধরে শিক্ষকতা করছিলেন।[][] সেখানে তিনি ইতিহাস, ভূতত্ত্ব ও পৌরনীতি শেখাতেন। তিনি মাধ্যমিক বিদ্যালয় থেকে দশ মিনিট দূরে, ভাল-দোয়াজ (Val-d'Oise) দেপার্ত্যমঁ-র ছোট শহর এরাইনি-তে (Éragny) বাস করতেন।[] তিনি বিবাহিত ছিলেন এবং তাঁর পাঁচ বছরের একটি পুত্রসন্তান আছে।[][]

হত্যাকাণ্ডের দিকে নিয়ে যাওয়া ঘটনাসমূহ

[সম্পাদনা]

পাতি ২০২০ সালের অক্টোবরের শুরুতে তার নীতিশাস্ত্র এবং পৌরনীতি শিক্ষার ক্লাসে ফরাসি জাতীয় পাঠ্যক্রম অনুযায়ী মত প্রকাশের স্বাধীনতার বিষয়ে পাঠদান করছিলেন।[১০] পাঠ চলাকালে তিনি তার কিছু কিশোর ছাত্রকে ব্যাঙ্গাত্মক সাপ্তাহিক সাময়িকী শার্লি এবদো থেকে ইসলামের নবী মুহাম্মদের একটি ব্যঙ্গচিত্র দেখান।[][][] ব্যঙ্গচিত্র দেখানোর আগে পাতি মুসলিম ছাত্রদের চাইলে শ্রেণীকক্ষ ছেড়ে চলে যাওয়ার প্রস্তাব জানিয়েছিলেন। একজন ছাত্রের মতে, ২০১৫ সালে শার্লি হেবদোতে সন্ত্রাসী হামলার পর থেকে প্রতি বছর তিনি এই ব্যঙ্গচিত্রগুলি দেখাতেন।[১১] অনেক মুসলমানের কাছে মুহাম্মদের যে কোন রকম চিত্রায়ন নিন্দনীয়

কিছু সূত্র অনুসারে, পাতি তার ছাত্রদের দুটি ব্যঙ্গচিত্র দেখিয়েছেন, যার মধ্যে একটিতে মুহাম্মদকে নগ্ন অবস্থায় জননাঙ্গকে প্রকাশিত করে দেখানো হয়েছে,[১২][১৩] যদিও শ্রেণীকক্ষে ঠিক কি উপস্থাপন করা হয়েছে তা নিয়ে বিভিন্ন মত রয়েছে।[১৪] ব্রাহিম শ্নিনা (Brahim Chnina)[১৫] নামে একজন ছাত্রীর পিতা পাতি-র বিরুদ্ধে ছাত্রদের কাছে পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগ আনেন এবং পুলিশের কাছে একটি ফৌজদারি অভিযোগ দায়ের করেন। [১৬] পাতি মানহানির অভিযোগ দায়ের করে এর বিরুদ্ধে সাড়া দেন।[১৭] শ্নিনা ইউটিউব এবং ফেইসবুকে দাবি করেন যে পাতি মুহাম্মদের নগ্ন একটি ছবি প্রদর্শন করেছিলেন, তিনি পাতি-র নাম উল্লেখ করেন এবং স্কুলের ঠিকানা দেন। [১৮][১৯] তিনি তার সাথে যোগ দিতে এবং শিক্ষকের বিরুদ্ধে সংগঠিত হতে অন্যান্য অভিভাবকদের উৎসাহিত করেন, এবং পাতি-কে একজন দুর্বৃত্ত হিসেবে বর্ণনা করেন। [][২০][২১]

গ্রঁঁদ মোস্কে দ্য পঁঁতাঁ (Grande Mosquée de Pantin) পাতিকে হুমকি দিয়ে খুনের এক সপ্তাহ আগে তার ফেসবুক পাতায় একটি ভিডিও প্রকাশ করে। মুহম্মদের ব্যঙ্গচিত্র দেখানোয় শিক্ষকের বিরুদ্ধে এবং স্কুলের প্রিন্সিপালের সাথে দেখা করার দাবিতে অভিভাবকগণ স্কুলের সামনে প্রতিবাদ করছিলেন। গ্র্যান্ড মসজিদ ডি প্যান্টিন মসজিদের ইমাম এবং ফ্রান্সের ইমামদের কাউন্সিলের (Conseil des imams de France) একজন সদস্য আব্দেলহাকিম সেফ্রিউয়ি (Abdelhakim Sefrioui) এই প্রতিবাদে অভিভাবকদের সাথে ছিলেন।[২২] সেফ্রিউয়ি একটি ভিডিওতে কলেজের প্রশাসনের নিন্দা জানিয়েছিলেন এবং সামুয়েল পাতিকে "দুর্বৃত্ত" (voyou) বলে অভিহিত করেছিলেন। তিনি স্কুল থেকে সামুয়েল পাতির বহিষ্কার দাবি করেন। এর আগে অভিভাবক ব্রাহিম চ্‌নানি বারবার "voyou" (দুর্বৃত্ত) শব্দটি উল্লেখ করেছিলেন। হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টা পর ভিডিওগুলো সরিয়ে নেয়া হয়।[২৩] ব্রাহিম শ্নিনা স্কুলের বিরুদ্ধেও একটি অভিযোগ দায়ের করেন এবং জনগণকে স্কুলে এসে প্রতিবাদ করতে উৎসাহিত করেন।[২৪] স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষক সামুয়েল পাতি এবং ফ্রান্সের শিক্ষা কর্তৃপক্ষের একজন কর্মকর্তার মধ্যে একটি সভা অনুষ্ঠিত হয়েছিল।[] এছাড়াও শ্নিনা পাতির পাঠ্যসূচি সম্পর্কে একটি আইনি অভিযোগ দায়ের করেন, যার ফলে শিক্ষক সামুয়েল পাতি স্কুলের প্রধান শিক্ষকের সাথে মিলে স্থানীয় থানায় যান। পাতি তদন্তকারীদের বলেন যে তিনি অভিযোগটি বুঝতে পারছেন না কারণ পাতি যেদিন কার্টুনটি দেখিয়েছিল সেদিন ব্রাহিম শ্নিনার মেয়ে শ্রেণীকক্ষেই ছিল না।

অপরাধী

[সম্পাদনা]

অপরাধী আবদুল্লাখ আবুয়েদোভিচ আনজোরভ (Abdoullakh Abouyedovich Anzorov) একজন ১৮ বছর বয়সী তরুণ। তিনি একজন চেচেন জাতির লোক, তিনি রাশিয়ার মস্কোতে জন্মগ্রহণ করেন, এবং ফ্রান্সে শরণার্থী হিসেবে আসেন।[২৫][২৬] চেচনিয়া হল রাশিয়ান ফেডারেশন বা রাশিয়ার অধীনে থাকা একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রজাতন্ত্র।[২৭]

আবদুল্লাখ আনজোরভ ১২ বছর আগে একজন ৬ বছরের বালক হিসেবে শরণার্থী মর্যাদা নিয়ে ফ্রান্সে এসেছিলেন। [][২৮] তিনি খুনের ঘটনাস্থল থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) দূরে নরমাঁদির (Normandy) ম্যাডেলিন (Madeleine) জেলায় এভঘ (Évreux) শহরে বাস করতেন, এবং শিক্ষক বা স্কুলের সাথে তার কোন আপাত সম্পর্ক ছিল না।[২৯][৩০]

আনজোরভের পরিবার চেচনিয়ার শালাঝি (Shalazhi) গ্রাম থেকে এসেছে। আব্দুল্লাখের বাবা আবুজেজিদ (Abuezid) প্রথমে মস্কো এবং পরে প্যারিসে চলে আসেন। তার সৎ বোন ২০১৪ সালে সিরিয়ায় আইএসআইএসে যোগ দান করেছিল।[৩১][৩২] ২০২০ সালের মার্চ মাসে পরিবারটি ফ্রান্সে শরণার্থীর মর্যাদা এবং ১০ বছরের রেসিডেন্সি কার্ড পায়। [][] নিরাপত্তা সংস্থাগুলো আব্দুল্লাখকে লক্ষ্য করেনি, যদিও তাকে এর আগে ছোটখাটো অসদাচরণের অভিযোগে আদালতে হাজির করা হয়েছিল।[২৪][৩৩]

হামলার আগে তিনি সিরিয়ার দুই অজ্ঞাত পরিচয় জিহাদির সাথে যোগাযোগ রাখছিলেন, যার মধ্যে একজন রুশভাষী ছিলেন, আইপি এড্রেস দিয়ে এই লোকের অবস্থান জানা গেছে, তার অবস্থান ছিল ইদলিবে (Idlib), যা হাই'আত তাহরির আল-শাম (Hay'at Tahrir al-Sham) নামক সন্তাসবাদী সংগঠনের শেষ জিহাদি ঘাঁটি ছিল।[৩৪] তিনি রুশ ভাষায় একটি অডিও বার্তায় এই হামলার দায় স্বীকার করেন, যেখানে তিনি বলেন যে তিনি একজন শহীদ হতে প্রস্তুত এবং তিনি সামুয়েল পাতির নবীকে অপমানজনক হিসেবে দেখানোর "প্রতিশোধ" নিয়েছেন। ইনস্টাগ্রামে প্রচারিত একটি ভিডিওতে তিনি ইসলামিক স্টেটের কথা উল্লেখ করেছিলেন।[৩৫]

হত্যা ও শিরোশ্ছেদ

[সম্পাদনা]

২০২০ সালের ১৬ অক্টোবর পাতির বাকস্বাধীনতা বিষয়ে ক্লাসের দেড় সপ্তাহ পরে, আনজোরভ পাতির স্কুলের গেটের বাইরে অপেক্ষা করেন এবং বেশ কয়েকজন ছাত্রকে পাতিকে চিনিয়ে দিতে বলেন। এরপর স্কুল থেকে বের হওয়ার সময় তিনি পাতিকে অনুসরণ করেন।[৩৬][৩৭] বিকাল ৫টার দিকে আনজোরভ পাতি যে স্কুলে শিক্ষকতা করেন সেই স্কুলের কাছাকাছি একটি রাস্তায় তাকে ৩০ সেন্টিমিটার (১২ ইন) মাপের একটি ছুরি দিয়ে হত্যা করেন এবং তাকে শিরশ্ছেদ করেন। [][৩৮] শিরোশ্ছেদ ছাড়াও আনজোরভ পাতির মাথা, তলপেট ও হাতে অনেকগুলো ক্ষতের সৃষ্টি করে। [৩৯] প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছে, হামলার সময় তারা হত্যাকারী "আল্লাহু আকবর" বলে চিৎকার করছিল।[][৪০]

তাৎক্ষণিক পরবর্তী ঘটনা

[সম্পাদনা]

হত্যাকাণ্ডের কয়েক মিনিট পরে, "@Tchetchene_270" ছদ্মনাম থেকে টুইটারে পাতির কাটা মস্তকের ছবি পোস্ট করা হয়। (সন্ত্রাসবাদ বিরোধী আইনজীবী জাঁ-ফ্রাঁসোয়া রিকার্ড @Tchetchene_270 আইডিটিকে আব্দুললাখ আনজোরভের বলে শনাক্ত করেছেন)। তিনি টুইটারে পাতির কাটা মাথার একটি ছবি পোস্ট করেছেন। ছবিটি এই বার্তাসহ পোস্ট করা হয়েছে:"পরম দয়ালু, পরম ক্ষমাশীল আল্লাহর নামে.... (বিসমিল্লাহ্‌)। কাফেরদের নেতা ম্যাক্রোঁর উদ্দেশ্যে (বলছি), আমি তোমাদের নরকের কুকুরগুলোর (hellhounds) একজনকে হত্যা করেছি যারা মুহাম্মদকে ছোট করার সাহস দেখায়, তোমাদের উপর আল্লাহ্‌র কঠোর শাস্তি বর্ষিত হবার আগে এদেরকে শান্ত করুন।"[][১৪][৪১][৪২]

কয়েক মিনিট পরে, কনফলান্স-সেন্ট-অনারের (Conflans-Sainte-Honorine) কাছে এরাগনিতে (Éragny) ঘটনাস্থল থেকে প্রায় ৬০০ মিটার (৬৬০ গজ) দূরে আনজোরভকে পুলিশের মুখোমুখি হন, এবং পুলিশ তাকে গ্রেফতার করার চেষ্টা করে।[][৩৮][৪১] আনজোরভ একটি এয়ার রাইফেল দিয়ে পুলিশকে গুলি করেন এবং ছুরি দিয়ে তাদেরকে বিদ্ধ করার চেষ্টা করেন।[১১] এর জবাবে পুলিশ তাকে নয় বার গুলি করে হত্যা করে।[] আনজোরভের ফোনে তারা তার দায়বদ্ধতার দাবি করা একটি লেখা এবং পাতির মৃতদেহের ছবি খুঁজে পায়।

তদন্ত এবং গ্রেফতার

[সম্পাদনা]

এরপর তদন্তের জন্য ১৬ জনকে[৪৩] আটক করা হয়।[][৪৪][৪৫] তাদের মধ্যে ছিলেন আনজোরভের পিতামহ-পিতামহী, পিতামাতা এবং ১৭ বছর বয়সী ভাই।[৪৬][৪৭] এছাড়াও ফরাসি সন্ত্রাস বিরোধী পুলিশের কাছে একজন ইসলামপন্থী জঙ্গি হিসেবে পরিচিত আব্দেলহাকিম সেফ্রিউয়িকে,[৪৮] পাতি-র ক্লাসে একজন শিক্ষার্থীর পিতা ও পাতির বিরুদ্ধে ফতোয়া জারি করেছিলেন সন্দেহে ব্রাহিম শ্নিনাকে,[৪৯][৫০] এবং অর্থের বিনিময়ে হত্যাকারীকে পাতিকে চিনিয়ে দেয়ার সন্দেহে চারজন শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়।[৫১]

প্রতিক্রিয়া

[সম্পাদনা]

ফরাসি প্রতিক্রিয়া

[সম্পাদনা]

পাতির পরিবারের সাথে পরামর্শ করে ২১শে অক্টোবর একটি বিদায় অনুষ্ঠান ঠিক করা হয়।[৫২]

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ যে স্কুলে পাতি কাজ করতেন সেখানে পরিদর্শন করেন এবং বলেন যে ঘটনাটি "একটি সাধারণ ইসলামী সন্ত্রাসবাদী হামলা"।[][৫৩][৫৪] তিনি আরও বলেন, "শিশুদের বাক স্বাধীনতা শেখানোর জন্য আমাদের স্বদেশীকে হত্যা করা হয়েছে"।[৫৫]

ফরাসী শিক্ষামন্ত্রী জঁ-মিশেল ব্লঁঁকে (Jean-Michel Blanquer) এই হত্যাকাণ্ডকে "সামগ্রিকভাবে ফরাসি জাতির উপর হামলা" বলে অভিহিত করেন।[৫৬] মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক ইউনিয়নের সভাপতি জঁ-রেমি জিরার (Jean-Rémi Girard) বলেন যে শিক্ষকরা "বিধ্বস্ত" হয়েছেন, কিন্তু তারা ভীত হবেন না।[৫৭]

ফ্রান্সের সন্ত্রাসবিরোধী প্রসিকিউটর বলেছেন যে শিক্ষককে "শিক্ষকতার জন্য হত্যা করা হয়েছে" এবং এই হামলা ছিল মতপ্রকাশের স্বাধীনতার নীতির উপর হামলা। []

শার্লি এবদো সাপ্তাহিকী তাদের "আতঙ্ক এবং বিদ্রোহ" ("horror and revolt") প্রকাশ করে একটি বিবৃতি প্রকাশ করে এবং পাতি-র পরিবার এবং বন্ধুদের প্রতি তাদের সমর্থন প্রদান করে।[৫৮] ফ্রান্সের অনেক মুসলমান ও ইসলাম ধর্মীয় নেতা এই ঘটনার নিন্দা জানিয়েছেন।[৫৯]

ফরাসি পুলিশ ঘোষণা করে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ৮০টিরও বেশি বার্তা রয়েছে যারা হামলাকারীকে সমর্থন করছে। [৬০]

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল দারমানাঁ (Gérald Darmanin) গ্রঁ মোস্কে দ্য পঁতাঁ মসজিদটিকে ছয় মাসের জন্য বন্ধ রাখার আদেশ দেন।[২৩] প্যারিসের ঠিক উত্তরে অবস্থিত প্রায় ১,৫০০ জন মসজিদগামী উপাসক রয়েছে। সামুয়েল পাতি-র বিরুদ্ধে উস্কানিমূলক ভিডিও প্রকাশ করার কারণে মসজিদটি বন্ধ করে দেওয়া হয়। ইমাম আব্দেলহাকিম সেফ্রিউয়ির বিরুদ্ধে তদন্ত চলছে এবং তাকে গ্রেফতার করা হয়েছে। মসজিদটি হত্যাকাণ্ডের পর এর বার্তাগুলি সরিয়ে ফেলে এবং ভিডিও প্রকাশের জন্য "অনুতাপ" প্রকাশ করে এবং এর পরিবর্তে শিক্ষক হত্যার নিন্দা জানিয়ে একটি ঘোষণা প্রকাশ করে।[তথ্যসূত্র প্রয়োজন]

হত্যাকাণ্ডের দুই দিন পর প্রতিরক্ষা পরিষদ (defence council) ২৩১ জন বিদেশী নাগরিককে বহিষ্কারের আদেশ দেয়, যারা ফিচে এস রেজিস্টারে নিরাপত্তা বাহিনীর কাছে পরিচিত ছিল (Fiche S বা এস কার্ড হল আইন রক্ষাকারী বাহিনী কর্তৃক আরোপিত একটি চিহ্ন যার দ্বারা জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি, এমন ব্যক্তিদেরকে নির্দেশ করা হয়)। এদের মধ্যে ১৮০ জন কারাগারে ছিল এবং বাকিদের গ্রেফতার করা হয়। [৬১]

২৩শে অক্টোবরে মুসলিম ধর্মবিশ্বাসের জন্য ফরাসি পরিষদ ফ্রান্সের ইমামদেরকে একটি লেখা পাঠায় ও বলে যে তারা চাইলে এই লেখাটিকে তাদের শুক্রবারের প্রার্থনার সময় মসজিদে প্রার্থনা করতে আসা লোকদেরকে এই লেখাটা পড়ে শোনাতে পারে। এতে সিএফসিএম উল্লেখ করেছে যে "ভয়াবহ হত্যাকাণ্ড... আমাদেরকে সেই আঘাতগুলোর কথা স্মরণ করিয়ে দিয়েছে, যা আমাদের বাস্তবতারই অংশ: আমাদের দেশে ইসলামের নামে যে মৌলবাদ, সহিংসতা এবং সন্ত্রাসবাদের বিপর্যয় রয়েছে তার শিকার সব বয়সের লোক, সব পরিস্থিতির লোক, এমনকি সকল অভিযুক্ত ব্যক্তিরাও। ... না, আমরা মুসলমানরা ফ্রান্সে নির্যাতিত নই।... আমরা কখনও কখনও মুসলিম-বিরোধী কর্মকাণ্ডের শিকার হয়ে থাকি।... (কিন্তু) অন্যরাও প্রতিকূল কর্মকাণ্ডের শিকার। এই প্ররোচনা (বা ক্রোধোদ্দীপনার) মুখে, আমাদের অবশ্যই ভদ্র, শান্ত এবং স্পষ্ট দৃষ্টিসম্পন্ন হয়ে থাকতে হবে।"[৬২]

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল দারমানাঁ (Gérald Darmanin) দুটি ইসলামী বেসরকারি সংস্থাকে বিলুপ্ত করার দাবি করেন। এগুলো হলো সিসিআইএফ (কালেকটিভ এগেইনস্ট ইসলামোফোবিয়া ইন ফ্রান্স) এবং বারাকা সিটি। এই দুটো সংস্থাকে তিনি রাষ্ট্রের "শত্রু" বলে বর্ণনা করেন। দুটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে এই অভিযোগ করা হয়েছে যে এগুলো সামুয়েল পাতি-র একজন শিক্ষার্থীর পিতার করা সামাজিক যোগাযোগ মাধ্যম প্রচারে অংশ নিয়েছিল।[৬৩]

বিদেশী প্রতিক্রিয়া

[সম্পাদনা]

ইউনাইটেড নেশনস অ্যালায়েন্স অফ সিভিলাইজেশনস এর উচ্চ প্রতিনিধি মিগুয়েল মোরাটিনোস (Miguel Moratinos) এই শিরশ্ছেদের নিন্দা জানিয়েছেন।[৬৪] মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় পাতি-র পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে।[৬৫] মুসলিম ওয়ার্ল্ড লীগের মহাসচিব শেখ মুহাম্মদ বিন আব্দুল করিম ইসা বলেন, "সহিংসতা ও সন্ত্রাস সব ধর্মেই অপরাধ ছিল"।[৬৬] সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় ফরাসি জনগণের প্রতি একাত্মতা প্রকাশ করেছে। জর্ডানের পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রণালয় এই সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে এবং ধর্মীয় বিশ্বাসকে সম্মান করা এবং একে টারগেট করা বা ধর্মীয় প্রতীককে অপমান করা থেকে বিরত থাকার কথা উল্লেখ করেছে।[৬৭]

চেচেন প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরভ এই হামলার নিন্দা জানিয়ে বলেছেন, "আমরা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানাই এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই", অবশ্য সেই সাথে তিনি মুসলিমদেরকে অপমান করা বা অনুভূতিতে আঘাত করার ব্যাপারে সতর্ক করেছেন।[৬৮]

চেচনিয়া বংশোদ্ভূত রুশ মিশ্র মার্শাল-আর্টিস্ট জেলিম ইমাদায়েভ ইনস্টাগ্রামে "আনজোরভ একজন সত্যিকারের বীর" লিখে পোস্ট করেন। এর ফলে মিশ্র মার্শাল-আর্ট প্রোমোশন কোম্পানি আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপে (UFC) থেকে তার নাম আনুষ্ঠানিকভাবে বাদ দেয়া হয়েছে।[৬৯]

গণসমাবেশ ও গণবিক্ষোভ

[সম্পাদনা]

এই ঘটনার শিকার ব্যক্তির সমর্থনে এবং মত প্রকাশের স্বাধীনতার সমর্থনে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে #Je Suis Prof (#জ্য স্যুই প্রফ) এবং #Je Suis Enseignant (#জ্য স্যুই অঁসেইনিয়ঁ, "আমি একজন শিক্ষক") হ্যাশট্যাগ চালু করা হয়।[৭০] এই প্রচারণাটি #JeSuisCharlie হ্যাশট্যাগের কথা স্মরণ করিয়ে দেয়। শার্লি এবদো পত্রিকাতে মুহাম্মদের কার্টুন প্রকাশ করার কারণে সাংবাদিক, কার্টুনিস্ট ও কর্মীদের নিয়ে মোট ১২ জনকে ইসলামী সন্ত্রাসবাদী হামলায় হত্যা করা হয়, এই হত্যাকাণ্ডের প্রতিবাদে #JeSuisCharlie হ্যাশট্যাগ চালু করা হয়েছিল।[৭১]

এই হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং চরমপন্থী ইসলামের প্রতি সরকারের অকার্যকর প্রতিক্রিয়ার সমালোচনা করে প্যারিসের প্লাস দ্য লা রেপ্যুব্লিক (Place de la République) চত্বর এবং ফ্রান্সের অন্যান্য শহরে গণসমাবেশ অনুষ্ঠিত হয়।[৭২][৭৩] প্রায় ৩৭ লক্ষ বিক্ষোভকারী পাতি-র প্রতি একাত্মতা প্রকাশ করে ফ্রান্স জুড়ে সমাবেশ করে।[৭৪] বিক্ষোভকারীরা বিভিন্ন বিবৃতি সংবলিত প্রচারপত্র (প্ল্যাকার্ড) হাতে নেয়, যেমন "জ্য স্যুই সামুয়েল" (আমি সামুয়েল) এবং "বিদ্যালয়সমূহ শোকগ্রস্ত", ইত্যাদি।[৭৫] বিক্ষোভকারীরা "Freedom of expression, freedom to teach" (মত প্রকাশের স্বাধীনতা, শিক্ষকতার স্বাধীনতা) বা ফরাসি জাতীয় সঙ্গীত "লা মার্সেইয়েজ"-এর স্লোগান দেয়।

রাজনীতিবিদ, শিক্ষাবিদ এবং রাষ্ট্রদূতগণ ফ্রান্স জুড়ে বিক্ষোভে যোগ দেন।[৭৬] ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুসারে, প্রায় ১৫ লক্ষ মানুষ প্যারিসে জড়ো হয়।[৭৪] লিওঁতে (Lyon) প্রায় ১২,০০০ জন বিক্ষোভে যোগ দেয়, তুলুজে (Toulouse) প্রায় ৫,০০০ জন বিক্ষোভ করে এবং নিস-এ (Nice) আরো শত শত মানুষ জড়ো হয়।

প্রতিবেশী জার্মানিতে বার্লিনের ব্রান্ডেনবুর্গ প্রবেশদ্বারে স্মরণসভা অনুষ্ঠিত হয়।[৭৭][৭৮]

বুধবার সন্ধ্যায় পাতি-র সম্মানে প্যারিসের সর্বন বিশ্ববিদ্যালয়ে একটি জাতীয় স্মৃতিসভার আয়োজন করা হয়।[৭৯] তুলুজ (Toulouse) এবং মোঁপেলিয়ে শহরের (Montpellier) আঞ্চলিক কর্তৃপক্ষের ভবনগুলিতে (ফরাসি: Hôtels de région) শার্লি হেবদোর ব্যঙ্গচিত্রগুলো প্রদর্শিত হয়।[৮০]

সেন-সাঁ-দ্যনি নগরভবনের সামনে পাতির উদ্দেশ্যে শ্রদ্ধাজ্ঞাপন
বেলফরের প্লাস দ্য লা রেপ্যুব্লিক]] চত্বরে জনসমাবেশ ও পাতির উদ্দেশ্যে শ্রদ্ধাজ্ঞাপন
প্লাস দ্য লা রেপ্যুব্লিক]] চত্বরে ফরাসি মুসলিমদের পাতির উদ্দেশ্যে শ্রদ্ধাজ্ঞাপন
প্যারিসে প্লাস দ্য লা রেপ্যুব্লিক চত্বরে পাতির উদ্দেশ্যে শ্রদ্ধাজ্ঞাপনের জন্য জনসমাবেশ

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Anthony Paone (১৬ অক্টোবর ২০২০)। "For a teacher in France, a civics class was followed by a gruesome death"। ১৭ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২০ 
  2. Elaine Ganley (১৭ অক্টোবর ২০২০)। "French leader decries terrorist beheading of teacher"। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২০ 
  3. Kim Willsher (১৭ অক্টোবর ২০২০)। "Teacher decapitated in Paris named as Samuel Paty, 47"The Guardian। ১৭ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  4. Ramdjan, Tahrim (২০২০-১০-১৮)। "Onthoofde docent Samuel Paty (1973-2020) zocht juist altijd de nuance op"Het Parool (ওলন্দাজ ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১০-২১ 
  5. "France terror attack: Teacher decapitated in Paris suburb named as Samuel Paty"। Sky News। 
  6. "France teacher attack: Suspect 'asked pupils to point Samuel Paty out'"BBC News। ১৭ অক্টোবর ২০২০। 
  7. "Conflans attack: who was Samuel Paty, the martyr professor"AlKhaleej Today। ১৮ অক্টোবর ২০২০। ২১ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০২০ 
  8. "Teacher decapitated in Paris for showing cartoon of a nude Prophet Mohammad is pictured"Mirror। ১৭ অক্টোবর ২০২০। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২০ 
  9. Crisp, James; Pujol-Mazzini, Anna (১৭ অক্টোবর ২০২০)। "Social media bosses summoned by French government after terrorist beheads teacher"The Daily Telegraph 
  10. Onishi, Norimitsu; Méheut, Constant (১৭ অক্টোবর ২০২০)। "Suspect Stalked French School Before Beheading Teacher, Officials Say"The New York Times 
  11. "Thousands rally in France in defiance and solidarity after teacher's beheading"। France 24। ১৮ অক্টোবর ২০২০। 
  12. "France teacher attack: Suspect 'asked pupils to point Samuel Paty out'"BBC News 
  13. "Demonstrations Pay Homage to French Teacher Beheaded After Lesson on Charlie Hebdo"Wall Street JournalAccording to a copy of the lesson plan described by Mr. Ricard, Mr. Paty showed the class two cartoons. One depicted a man on his hands and knees, with his genitals exposed and a star covering part of his backside. The cartoon’s caption read: “Muhammad, a star is born,” Mr. Ricard said. 
  14. "Attentat de Conflans : hommage national à l'enseignant assassiné et point sur l'enquête, au lendemain du drame"Le Monde (ফরাসি ভাষায়)। ১ অক্টোবর ২০২০। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২০ 
  15. Steinbuch, Yaron (২০২০-১০-২০)। "Suspect in French teacher beheading messaged parent who wanted to fire him"New York Post (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১০-২২ 
  16. "Teacher decapitated in Paris named as Samuel Paty, 47"The Guardian। ২০২০-১০-১৭। 
  17. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; times নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  18. "Enthauptung eines Lehrers: Eine Hinrichtung mit Ansage"Frankfurter Allgemeine Zeitung (জার্মান ভাষায়)। ১ অক্টোবর ২০২০। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২০ 
  19. "French encouraged to take part in 'national cohesion' rallies following killing of teacher Samuel Paty"The Daily Telegraph। ১৮ অক্টোবর ২০২০। 
  20. Causeur.fr; Oukili, Hala (১ অক্টোবর ২০২০)। "Samuel Paty, récit de la chasse à l'homme d'un hussard noir"Causeur (ফরাসি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২০ 
  21. "'We are not afraid': France rallies after beheading of teacher"Japan Times। ১৯ অক্টোবর ২০২০। ১৪ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০২০ 
  22. "Assassinat de Samuel Paty : que sait-on des sept suspects, dont deux mineurs, mis en examen ?" (ফরাসি ভাষায়)। Sud Ouest। ২২ অক্টোবর ২০২০। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০২০ 
  23. "Professeur décapité : Gérald Darmanin annonce la fermeture de la mosquée de Pantin"France 3 Paris Ile-de-France (ফরাসি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১০-২১ 
  24. "France teacher attack: Suspect 'asked pupils to point Samuel Paty out'" (ইংরেজি ভাষায়)। BBC। ১ অক্টোবর ২০২০। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২০ 
  25. Match, Paris। "Prof d'histoire décapité: l'assaillant, Abdoullakh Anzorov, était un Russe tchétchène de 18 ans"Paris Match 
  26. "the 18-year-old killer, who was shot, was a refugee"Al Khaleej Today। ১৭ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০২০ 
  27. "Suspect in French teacher's beheading was Chechen teen, police say"। ১৭ অক্টোবর ২০২০। 
  28. "France beheading suspect had no links with Russia"ewn.co.za 
  29. "French teacher's attacker 'posted photo of severed head on Twitter'"South China Morning Post। ১৮ অক্টোবর ২০২০। 
  30. "France teacher attack: Suspect 'asked pupils to point Samuel Paty out'"BBC News। ১৭ অক্টোবর ২০২০। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২০ 
  31. Paris, Peter Conradi। "Parent's hate campaign 'led to beheading of French teacher'"The Times 
  32. "France mourns decapitated teacher at rallies"The Independent। ১৮ অক্টোবর ২০২০। 
  33. WELT (১ অক্টোবর ২০২০)। "Paris: Täter lebte als Flüchtling in Frankreich"DIE WELT। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২০ 
  34. Agence-France-Presse (২২ অক্টোবর ২০২০)। "Professeur décapité : le meurtrier était en contact avec un djihadiste russophone en Syrie"lefigaro.fr। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০২০ 
  35. "L'assassin était en contact avec un djihadiste russe"lematin.ch। ২২ অক্টোবর ২০২০। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০২০ 
  36. "Terror in the Republic: the beheading of Samuel Paty"Spectator USA। ১৭ অক্টোবর ২০২০। ১৮ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০২০ 
  37. "France teacher attack: Suspect 'asked pupils to point Samuel Paty out'"BBC News (ইংরেজি ভাষায়)। ১ অক্টোবর ২০২০। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২০ 
  38. "Conflans attack: A teacher at 'the very heart' of his profession"। Yahoo! News। 
  39. Guenfoud, Ibtissem (১৬ অক্টোবর ২০২০)। "Suspect dead, 9 in custody following beheading of teacher in Paris suburb"ABC7 San Francisco 
  40. Chazan, David; Jalil, Jannat (১৬ অক্টোবর ২০২০)। "Teacher beheaded in Paris suburb after showing cartoons of Prophet Mohammed to class"The Daily Telegraph 
  41. Chiarello, Sybille de La Hamaide, Thierry (১৭ অক্টোবর ২০২০)। "Teenager asked pupils to identify French teacher before beheading him" 
  42. "French authorities detain 11 in connection with teacher's beheading"Politico। ১৭ অক্টোবর ২০২০। 
  43. "France teacher attack: Pupil's father 'exchanged texts with killer'"BBC News। ২০ অক্টোবর ২০২০। 
  44. "France teacher attack: Rallies held to support beheaded Samuel Paty"। BBC। ১৮ অক্টোবর ২০২০। 
  45. "Suspect in teacher's beheading in France was Chechen teen"AP News। ১৭ অক্টোবর ২০২০। 
  46. "The 18-year-old killer, who was shot, was a refugee | En24 World" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  47. "French police arrest nine after teacher beheaded in street"National Post। ১ অক্টোবর ২০২০। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২০Four relatives of the attacker, including a minor, were detained 
  48. Mallet, Victor। "Islamist killing prompts French crackdown on militants"Financial Times। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২০ 
  49. "Beheaded France Teacher had been Target of Threats Since Father of Schoolgirl Posted on Social Media"News18 
  50. "Social media groups under fire in France over Islamist killing"www.ft.com। ২০ অক্টোবর ২০২০। 
  51. "France teacher attack: Seven people to attend court over Samuel Paty's death"BBC News। ২১ অক্টোবর ২০২০। 
  52. "France to bid farewell to murdered history teacher on Wednesday"Republic World। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০২০ 
  53. "France: Teacher beheaded in Paris; Macron calls it 'Islamist terrorist attack'"The Indian Express (ইংরেজি ভাষায়)। ১ অক্টোবর ২০২০। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০২০ 
  54. Willsher, Kim (১ অক্টোবর ২০২০)। "Macron speaks of 'existential' fight against terrorism after teacher killed in France"The Guardian (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0261-3077। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০২০ 
  55. "'Our compatriot was killed for teaching children freedom of speech': French president Macron over beheading of teacher"Free Press Journal (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০২০ 
  56. "Police detain nine people over beheading of French teacher in Paris suburb" (ইংরেজি ভাষায়)। France 24। ১ অক্টোবর ২০২০। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২০ 
  57. Willsher, Kim (১ অক্টোবর ২০২০)। "French teachers vow to 'teach difficult subjects' after colleague's murder"The Observer (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0029-7712। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০২০ 
  58. "Decapitated professor – The satirical magazine Charlie Hebdo expresses its feeling..."AlKhaleej Today (আরবি ভাষায়)। ১ অক্টোবর ২০২০। ১৮ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০২০ 
  59. "Paris Beheading: Muslims in France condemn teacher's killing"Free Press Journal (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০২০ 
  60. "Professeur décapité : que sait-on des onze personnes en garde à vue ?"France Info (French ভাষায়)। ১৮ অক্টোবর ২০২০। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০২০ 
  61. "Mort de Samuel Paty : des opérations de police en cours et une cinquantaine d'associations contrôlées, annonce le ministre de l'Intérieur Gérald Darmanin"lindependant.fr (ফরাসি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১০-১৯ 
  62. "Attentat à Conflans : Le CFCM propose un prêche aux imams de France"20 Minutes (French ভাষায়)। ২৩ অক্টোবর ২০২০। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০২০ 
  63. "France beheading: Minister wants to dissolve Islamic NGOs after murder of teacher Samuel Paty"Euronews। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০২০ 
  64. IANS (১ অক্টোবর ২০২০)। "UNAOC chief Moratinos condemns beheading of teacher in suburbs of Paris"Business Standard India। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০২০ 
  65. "Egypt expresses 'utmost condemnation' of beheading of French teacher in Paris suburb – Politics – Egypt"Ahram Online (ইংরেজি ভাষায়)। ২১ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০২০ 
  66. "Saudi Arabia leads Arab and Muslim world in condemning terrorist murder of French teacher"Arab News (ইংরেজি ভাষায়)। ১ অক্টোবর ২০২০। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০২০ 
  67. "Tweet of the Ministry of Foreign Affairs of Jordan"Twitter  Authors list-এ |প্রথমাংশ1= এর |শেষাংশ1= নেই (সাহায্য)
  68. "Chechen leader denounces terrorist attack on teacher outside Paris"। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০২০ 
  69. Zidan, Karim (২০২০-১০-১৯)। "Former UFC fighter praises Chechen teen who beheaded French teacher"Bloodyelbow (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১০-২১ 
  70. ""Je suis prof": après l'horreur, une vague d'hommages au professeur assassiné dans les Yvelines"Orange Actualités (ফরাসি ভাষায়)। ১ অক্টোবর ২০২০। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০২০ 
  71. "France terror attack: Beheading of teacher heightens debate about Islamist terrorism and freedom of speech" (ইংরেজি ভাষায়)। Sky News। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০২০ 
  72. France-Presse Agence (১ অক্টোবর ২০২০)। "French encouraged to take part in 'national cohesion' rallies following killing of teacher Samuel Paty"The Telegraph (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0307-1235। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০২০ 
  73. "France terror attack: Thousands gather in Paris to honour murdered teacher"। Sky News। 
  74. "Millions across France join 'unprecedented' rallies against terrorism" (ইংরেজি ভাষায়)। France 24। ১ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০২০ 
  75. Henley, Jon (১ অক্টোবর ২০২০)। "Thousands rally across France in tribute to murdered schoolteacher"The Guardian (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0261-3077। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০২০ 
  76. "'We are not afraid': France rallies after teacher beheaded" (ইংরেজি ভাষায়)। Al Jazeera। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০২০ 
  77. "Berlin: Commemoration for Paris Murder Victim Samuel Paty at Brandenburg Gate"The Berlin Spectator (ইংরেজি ভাষায়)। ১ অক্টোবর ২০২০। ২১ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০২০ 
  78. "Germany: Berlin mourners pay homage to murdered French teacher Samuel Paty"ruptly.tv (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০২০ 
  79. "France teacher attack: Students 'paid €300' to identify Samuel Paty"BBC News (ইংরেজি ভাষায়)। ২০২০-১০-২১। সংগ্রহের তারিখ ২০২০-১০-২১ 
  80. "Montpellier : 6 unes de Charlie Hebdo sur la façade de l'hôtel de Région"lindependant.fr (ফরাসি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১০-২১ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]
বহিঃস্থ ভিডিও
video icon "Thousands gather in Paris in memory of murdered teacher Samuel Paty – video report", The Guardian, 18 October 2020