বিষয়বস্তুতে চলুন

শামায়েলে তিরমিজি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১৮শ শতাব্দীর প্রথম দিকের একটি আলোকিত পাণ্ডুলিপি আশ-শামাইলুল-মুহাম্মাদিয়া-এর ফেস-এ মাগরেবি লিপিতে কপি করা হয়েছে।


শামায়েলে তিরমিজি বা আশ-শামাইলুল মুহাম্মাদিয়্যা (আরবি:الشمائل المحمدية‎, আনুবাদ: 'মুহাম্মদের গুণাবলী') হল ৯ম শতাব্দীর মধ্যবর্তী সময়ের ইসলামি পণ্ডিত হাদিস বিশারদ মুহাদ্দিস ইমাম তিরমিজি দ্বারা সংকলিত হাদীসের একটি সংগ্রহ। ইসলামের নবি মুহাম্মাদের জীবনের বিষয় সম্পর্কীয় বিশেষ করে তার চেহারা, তার জিনিসপত্র, তার আচার-আচরণ, তার শারীরিক অবয়ব ইত্যাতি এবং আরও অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের বর্ণা এতে অন্তর্ভুক্ত রয়েছে। বইটিতে মুহাম্মদের উত্তরসূরিদের থেকে ৩৯৯টি বর্ণনা রয়েছে যা ৫৬টি অধ্যায়ে বিভক্ত।[]

এই হাদিসগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরিচিত এবং গৃহীত হল মুহাম্মদের চাচাতো ভাই এবং জামাই আলির বর্ণনা।[] আরেক জন সুপরিচিত বর্ণনাকারী হলেন একজন মহিলা যার নাম উম্মে মাবাদ।[] অন্যান্য আরও বর্ণনা যাদের রয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আয়েশা, আবদুল্লাহ ইবনে আব্বাস, আবু হুরায়রা এবং হাসান ইবনে আলী প্রমুখ। শামাইল সরল গদ্যে মুহাম্মদের শারীরিক ও আত্মিক বৈশিষ্ট্যের তালিকা করলেও হিলইয়া-গুলো সাহিত্যিক শৈলীতে লেখা হয়েছে।[] ইসলামের নবি মুহাম্মদের শামাইল সম্পর্কীয় বর্ণনার অন্যন্য আরো অনেকগুলি গ্রন্থ রয়েছে।এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: আল-বায়হাকির দালাইল আল-নুবুওয়াহ, আবু নাঈম ইসফাহানীর তারিখ-ই ইসফাহান, আবুল-ফারাজ ইবন আল-জাওজির আল-ওয়াফা বি ফাদাঈল আল-মুস্তফা এবং কাদি আইয়াদের আল-শিফা হল প্রধান শিমা-ইল এবং হিলিয়া বই।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ibn Isa (2011)
  2. Brockopp, Jonathan E. (২০১০)। The Cambridge companion to Muhammad। Cambridge University Press। পৃষ্ঠা 130। আইএসবিএন 978-0-521-71372-6 
  3. Ernst, Carl W. (২০০৪)। Following Muhammad: Rethinking Islam in the Contemporary World। UNC Press Books। পৃষ্ঠা 76–78। আইএসবিএন 978-0-8078-5577-5 
  4. Erdoğan, M. (২০০৭)। "Hâkim Mehmed Efendi'nin Manzum Hilyesi" (পিডিএফ)Cumhuriyet Üniversitesi İlahiyat Fakültesi Dergisi (তুর্কি ভাষায়)। 11: 317–357। ২৭ নভেম্বর ২০২১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০২৩ 

বহি:সংযোগ

[সম্পাদনা]