আল-জামি আল-কামিল ফী আল-হাদিস আল-সহিহ আল-শামিল (বাংলা: পূর্ণাঙ্গ বিশুদ্ধ হাদীসের সম্পূর্ণ সংগ্রহ) বা সংক্ষেপে জামিউল কামিল, যা বাংলায় সহীহ হাদীস বিশ্বকোষ নামে পরিচিত, এটি হাদীসের একটি গৌণ বই। এটি ইসলামী পণ্ডিত জিয়াউর রহমান আজমি দ্বারা সংকলিত হয়েছিল। এ গ্রন্থে লেখক দুই শতাধিক গ্রন্থ থেকে সকল সহীহ হাদীস সংকলন করেছেন। আর এটাই ইসলামের ইতিহাসের প্রথম কিতাব যাতে সবগুলো সহীহ হাদীস এক কিতাবে সংগ্রহ করা হয়েছে।[১][২] বইটির ১ম খণ্ড বাংলা অনুবাদ করেছেন আব্দুল্লাহ আল মামুন আজহারী আর অনুবাদ সম্পাদনা করেছেন আবু বকর মুহাম্মাদ যাকারিয়া।