সহীহ হাদীস বিশ্বকোষ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
الجامع الكامل في الحديث الصحيح الشامل
আল-জামি আল-কামিল ফী আল-হাদিস আল-সহিহ আল-শামিল
লেখকজিয়াউর রহমান আজমী
মূল শিরোনামالجامع الكامل في الحديث الصحيح الشامل
দেশসৌদি আরব
ভাষাআরবি
ধরনসহীহ হাদীস গ্রন্থ
প্রকাশিত২০২০

আল-জামি আল-কামিল ফী আল-হাদিস আল-সহিহ আল-শামিল (বাংলা: পূর্ণাঙ্গ বিশুদ্ধ হাদীসের সম্পূর্ণ সংগ্রহ) বা সংক্ষেপে জামিউল কামিল, যা বাংলায় সহীহ হাদীস বিশ্বকোষ নামে পরিচিত, এটি হাদীসের একটি গৌণ বই। এটি ইসলামী পণ্ডিত জিয়াউর রহমান আজমি দ্বারা সংকলিত হয়েছিল। এ গ্রন্থে লেখক দুই শতাধিক গ্রন্থ থেকে সকল সহীহ হাদীস সংকলন করেছেন। আর এটাই ইসলামের ইতিহাসের প্রথম কিতাব যাতে সবগুলো সহীহ হাদীস এক কিতাবে সংগ্রহ করা হয়েছে।[১][২] বইটির ১ম খণ্ড বাংলা অনুবাদ করেছেন আব্দুল্লাহ আল মামুন আজহারী আর অনুবাদ সম্পাদনা করেছেন আবু বকর মুহাম্মাদ যাকারিয়া।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Azmi, Zakir (৩ মার্চ ২০১৭)। "Journey from Hinduism to Islam to professor of Hadith in Madinah"Saudi Gazette। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০২১ 
  2. Tariq 2020